ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল ইউনিয়নের কাটা রাস্তা বালু ভরাট করায় দুই ইউনিয়নের মধ্যে চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিন পরিদর্শন করে মঠবাড়ী ও ত্রিশাল ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের মাধ্যমেই চলাচলের রাস্তা স্বাভাবিক করেন।
এর আগে, উপজেলার ত্রিশাল ইউনিয়নের ছলিমপুর গ্রামে রাস্তার মাটি কেটে ফেলার কারণে মঠবাড়ী ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভোগান্তিতে ছিলেন মঠবাড়ী ইউনিয়নের কয়েক গ্রামের হাজারো মানুষ। এ নিয়ে গত মঙ্গলবার (১৯ মার্চ) আজকের পত্রিকার অনলাইনে ‘রাস্তা কেটে দিয়েছে জমির মালিকেরা, আড়াই কোটি টাকার ব্রিজ অকেজো’–শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে সরেজমিন পরিদর্শন করেন ইউএনও জুয়েল আহমেদ। তিনি ব্রিজের এপার-ওপার দুই ইউনিয়নের মানুষের সঙ্গে কথা বলে সমঝোতা করে তাঁদের মাধ্যমে রাস্তাটি ভরাট করার ব্যবস্থা করেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল ও ত্রিশাল ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসাইন।
ত্রিশাল ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই ইউনিয়নের সংযোগস্থল অলহরী নদীর ওপর যে ব্রিজ হয়েছে তার সামনে জমি সংক্রান্ত সামান্য একটু মন মালিন্যের কারণে কে বা কারা রাস্তা কেটে ফেলছিল। রাস্তা কোনোভাবেই বন্ধ করা যাবে না। আশা করি, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না।’
ইউএনও জুয়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুই ইউনিয়নের ব্রিজের এপার আর ওপারের গ্রামবাসীদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হওয়ার কারণে কেউ এটা কেটে দিয়েছে। আমি ঘটনাস্থলে এসে যারা এটা কেটে দিয়েছিল তাদের বলা মাত্রই তারা নিজেরাই আবার ভরাট করে দিয়েছে। আমি সবাইকে বলব, রাস্তা যেহেতু জনগণের চলাচলের জন্য তাই এটা বন্ধ করার কোনো সুযোগ নেই। আমার আহ্বান থাকবে এলাকাবাসী যারা আছে তারা যেন শান্তিপ্রিয়ভাবে অবস্থান নেয়। এ নিয়ে যেন কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে।’
উল্লেখ্য, ময়মনসিংহের ত্রিশাল উপজেলা সদর থেকে ত্রিশাল–পোড়াবাড়ী সড়কের চিকনা ভায়া ছলিমপুর সড়কটির প্রায় তিন কিলোমিটার পাকা। এরপর প্রায় দুইশ মিটার কাচা রাস্তার পরই অলহরী নদীর (নাগেশ্বরী নদী) ওপর প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে এলজিইডির একটি নতুন ব্রিজ নির্মাণ করা হয়। এ ব্রিজ ব্যবহার করে মঠবাড়ী ইউনিয়নের অলহরী ইজারাবন্দ, জয়দা, ধূরধূরিয়া (ফুলবাড়ীয়া) গ্রামের মানুষ যাতায়াত করে।
কিন্তু গত ১০ দিন আগে পার্শ্ববর্তী ত্রিশাল ইউনিয়নের ছলিমপুর গ্রামের স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে নিজস্ব স্বার্থে অটো স্ট্যান্ড নিজেদের এলাকায় রাখতে রাস্তা কেটে রাখার অভিযোগে উঠে। ইউএনও বরাবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগও জমা দেয় ভুক্তভোগী এলাকাবাসী।

ময়মনসিংহের ত্রিশাল ইউনিয়নের কাটা রাস্তা বালু ভরাট করায় দুই ইউনিয়নের মধ্যে চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিন পরিদর্শন করে মঠবাড়ী ও ত্রিশাল ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের মাধ্যমেই চলাচলের রাস্তা স্বাভাবিক করেন।
এর আগে, উপজেলার ত্রিশাল ইউনিয়নের ছলিমপুর গ্রামে রাস্তার মাটি কেটে ফেলার কারণে মঠবাড়ী ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভোগান্তিতে ছিলেন মঠবাড়ী ইউনিয়নের কয়েক গ্রামের হাজারো মানুষ। এ নিয়ে গত মঙ্গলবার (১৯ মার্চ) আজকের পত্রিকার অনলাইনে ‘রাস্তা কেটে দিয়েছে জমির মালিকেরা, আড়াই কোটি টাকার ব্রিজ অকেজো’–শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে সরেজমিন পরিদর্শন করেন ইউএনও জুয়েল আহমেদ। তিনি ব্রিজের এপার-ওপার দুই ইউনিয়নের মানুষের সঙ্গে কথা বলে সমঝোতা করে তাঁদের মাধ্যমে রাস্তাটি ভরাট করার ব্যবস্থা করেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল ও ত্রিশাল ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসাইন।
ত্রিশাল ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই ইউনিয়নের সংযোগস্থল অলহরী নদীর ওপর যে ব্রিজ হয়েছে তার সামনে জমি সংক্রান্ত সামান্য একটু মন মালিন্যের কারণে কে বা কারা রাস্তা কেটে ফেলছিল। রাস্তা কোনোভাবেই বন্ধ করা যাবে না। আশা করি, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না।’
ইউএনও জুয়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুই ইউনিয়নের ব্রিজের এপার আর ওপারের গ্রামবাসীদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হওয়ার কারণে কেউ এটা কেটে দিয়েছে। আমি ঘটনাস্থলে এসে যারা এটা কেটে দিয়েছিল তাদের বলা মাত্রই তারা নিজেরাই আবার ভরাট করে দিয়েছে। আমি সবাইকে বলব, রাস্তা যেহেতু জনগণের চলাচলের জন্য তাই এটা বন্ধ করার কোনো সুযোগ নেই। আমার আহ্বান থাকবে এলাকাবাসী যারা আছে তারা যেন শান্তিপ্রিয়ভাবে অবস্থান নেয়। এ নিয়ে যেন কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে।’
উল্লেখ্য, ময়মনসিংহের ত্রিশাল উপজেলা সদর থেকে ত্রিশাল–পোড়াবাড়ী সড়কের চিকনা ভায়া ছলিমপুর সড়কটির প্রায় তিন কিলোমিটার পাকা। এরপর প্রায় দুইশ মিটার কাচা রাস্তার পরই অলহরী নদীর (নাগেশ্বরী নদী) ওপর প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে এলজিইডির একটি নতুন ব্রিজ নির্মাণ করা হয়। এ ব্রিজ ব্যবহার করে মঠবাড়ী ইউনিয়নের অলহরী ইজারাবন্দ, জয়দা, ধূরধূরিয়া (ফুলবাড়ীয়া) গ্রামের মানুষ যাতায়াত করে।
কিন্তু গত ১০ দিন আগে পার্শ্ববর্তী ত্রিশাল ইউনিয়নের ছলিমপুর গ্রামের স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে নিজস্ব স্বার্থে অটো স্ট্যান্ড নিজেদের এলাকায় রাখতে রাস্তা কেটে রাখার অভিযোগে উঠে। ইউএনও বরাবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগও জমা দেয় ভুক্তভোগী এলাকাবাসী।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে