ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে এক যুবলীগ নেতার হাতে স্বাস্থ্য কার্ড তুলে দিয়েছেন উপজেলা প্রশাসন। এনিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেওয়া এই কার্ড বিতরণ করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুন ও গফরগাঁও থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।
গত মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও ইউএনও এন এম আবদুল্লাহ-আল-মামুন ও বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও থানার সদ্য সাবেক ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা হিসেবে যুবলীগ নেতা মো. তারা মিয়া ছাড়াও স্বাস্থ্য কার্ড দেয়া হয় নুরে আলম সালেক, মো. রিমন মিয়া, ওয়াজেদ আলী শেখ, অপূর্ব হিমেল রানা ও মোসাম্মত রুমীকে।
স্থানীয়দের অভিযোগ, তাঁরা মিয়া সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল ও সাবেক পৌর মেয়র ইকবাল হোসেন সুমনের ঘনিষ্ঠজন। তাঁর আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশগ্রহণের ছবি ও ভিডিও রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর রাকিয়াপুড়া এলাকায় তাঁর ভাইয়ের (অসাবধানতাবশত) লাঠির আঘাতে তিনি চোখে আহত হন। কিন্তু তাঁকে এখন আন্দোলনের ‘আহত যোদ্ধা’ বানানো হলো। এটা কোন ভাবেই কাম্য নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের অন্যতম সমন্বয়ক আশিকুর রহমান আশিক বলেন, “আহতদের তালিকা তৈরির জন্য একটি যাচাই-বাছাই কমিটি রয়েছে। তারা তদন্ত করে তালিকা তৈরি করে। প্রশাসন কীভাবে একজন দলীয় নেতাকে এই তালিকায় যুক্ত করল, তা এখন বড় প্রশ্ন। এটা প্রশাসনের চরম গাফিলতি।”
এ বিষয়ে গফরগাঁও থানার সদ্য সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “আমি জানতাম না যে যুবলীগের নেতা তাঁরা মিয়া ‘জুলাই যোদ্ধা’ হিসেবে কার্ড নিয়েছেন।”
ঘটনার বিষয়ে জানতে একাধিকবার গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
তবে বুধবার (২৫ জুন) রাত ১১টার দিকে গফরগাঁও উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজে এই বিষয়ে একটি স্ট্যাটাস পাওয়া যায়। সেখানে লিখা হয়, `একটি ছবি ভিন্নভাবে ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জুলাই যোদ্ধাদের তালিকা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে কেউ যদি ইচ্ছা করে নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে নাম দিয়ে তাকে তাহলে তা সংশোধনের সুযোগ রয়েছে। আর কার্ড নেয়া ব্যক্তি তারা মিয়াকে স্বাস্থ্য কার্ড ফেরত দেয়ার কথা বলা হয়েছে।’
তবে অভিযুক্ত তাঁরা মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
আরও খবর পড়ুন:

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে এক যুবলীগ নেতার হাতে স্বাস্থ্য কার্ড তুলে দিয়েছেন উপজেলা প্রশাসন। এনিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেওয়া এই কার্ড বিতরণ করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুন ও গফরগাঁও থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।
গত মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও ইউএনও এন এম আবদুল্লাহ-আল-মামুন ও বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও থানার সদ্য সাবেক ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা হিসেবে যুবলীগ নেতা মো. তারা মিয়া ছাড়াও স্বাস্থ্য কার্ড দেয়া হয় নুরে আলম সালেক, মো. রিমন মিয়া, ওয়াজেদ আলী শেখ, অপূর্ব হিমেল রানা ও মোসাম্মত রুমীকে।
স্থানীয়দের অভিযোগ, তাঁরা মিয়া সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল ও সাবেক পৌর মেয়র ইকবাল হোসেন সুমনের ঘনিষ্ঠজন। তাঁর আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশগ্রহণের ছবি ও ভিডিও রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর রাকিয়াপুড়া এলাকায় তাঁর ভাইয়ের (অসাবধানতাবশত) লাঠির আঘাতে তিনি চোখে আহত হন। কিন্তু তাঁকে এখন আন্দোলনের ‘আহত যোদ্ধা’ বানানো হলো। এটা কোন ভাবেই কাম্য নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের অন্যতম সমন্বয়ক আশিকুর রহমান আশিক বলেন, “আহতদের তালিকা তৈরির জন্য একটি যাচাই-বাছাই কমিটি রয়েছে। তারা তদন্ত করে তালিকা তৈরি করে। প্রশাসন কীভাবে একজন দলীয় নেতাকে এই তালিকায় যুক্ত করল, তা এখন বড় প্রশ্ন। এটা প্রশাসনের চরম গাফিলতি।”
এ বিষয়ে গফরগাঁও থানার সদ্য সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “আমি জানতাম না যে যুবলীগের নেতা তাঁরা মিয়া ‘জুলাই যোদ্ধা’ হিসেবে কার্ড নিয়েছেন।”
ঘটনার বিষয়ে জানতে একাধিকবার গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
তবে বুধবার (২৫ জুন) রাত ১১টার দিকে গফরগাঁও উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজে এই বিষয়ে একটি স্ট্যাটাস পাওয়া যায়। সেখানে লিখা হয়, `একটি ছবি ভিন্নভাবে ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জুলাই যোদ্ধাদের তালিকা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে কেউ যদি ইচ্ছা করে নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে নাম দিয়ে তাকে তাহলে তা সংশোধনের সুযোগ রয়েছে। আর কার্ড নেয়া ব্যক্তি তারা মিয়াকে স্বাস্থ্য কার্ড ফেরত দেয়ার কথা বলা হয়েছে।’
তবে অভিযুক্ত তাঁরা মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
আরও খবর পড়ুন:

রাজধানীর উত্তরা সেক্টর-১১-এর রোড-১৮-এর একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ভবনের দ্বিতীয় তলার একটি আবাসিক ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়।
১ ঘণ্টা আগে
স্বজনদের ভাষ্য অনুযায়ী, শফিকুল ইসলামের মাঠে একটি বৈদ্যুতিক সেচযন্ত্র রয়েছে। প্রতিদিনের মতো আজ ভোরেও তিনি সেচপাম্প চালু করতে মাঠে যান। পরে মাঠে কাজ করতে আসা কয়েকজন কৃষক পাশের বাগানে একটি কাঁঠালগাছের সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন।
১ ঘণ্টা আগে
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জলবায়ু ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবায়িত ‘স্থানীয় নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় সামিরা দুরহাট ছড়া এলাকায় খাল পারাপারের জন্য নির্মাণ করা হয়েছে দুটি জলবায়ু সহনশীল ভেলা।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, মারধর, গাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় প্রধান অভিযুক্ত দুই ডজন মামলার আসামি মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার সকালে র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট...
১ ঘণ্টা আগে