ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বাজারে শীতের সবজি এলেও দাম চড়া। ৫০ থেকে ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। নতুন আলু প্রতি কেজি ১৮০ টাকা। সপ্তাহের ব্যবধানে সব ধরনের ডালের দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ৮ টাকা। চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০৫ টাকায়। তবে জেলা প্রশাসন বলছে, বাজার নিয়ন্ত্রণে মনিটরিং ব্যবস্থা জোরদার রয়েছে।
ময়মনসিংহ নগরীর প্রধান কাঁচাবাজার মেছুয়াবাজার ঘুরে দেখা গেছে, শিম ৮০ টাকা, বেগুন ৮০, বাঁধাকপি ৬০, ফুলকপি ৮০ (কেজি), নতুন আলু ১৮০, বরবটি ৮০, শসা ৭০, গাজর ১৬০, কাঁচা মরিচ ৬০, পাকা টমেটো ১৪০, কাঁচা টমেটো ৮০, চিচিঙ্গা ৬০, ঝিঙা ৬০।
ক্রেতা হাবিবুর রহমান বলেন, ‘শীত এলে বাজারে নতুন সবজি আসে। এ বছর তার ব্যতিক্রম হয়নি। শুধু পার্থক্য দামে। আমরা যাঁরা মধ্যবিত্ত শ্রেণির মানুষ, বাজারে এলে অনেক কিছু কিনতে মন চায়। কিন্তু যে পরিমাণ সবজির দাম, তাতে সাধ থাকলেও সাধ্য হয় না। বাজারে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।’
আরেক ক্রেতা মমতাজ বেগম বলেন, ‘কোনো কিছুর দাম বাড়লে শোনা যায় প্রশাসন মনিটরিং করছে, কিন্তু বাস্তব কি তাই? আমরা তো কোনো দিন প্রশাসনকে বাজারে আসতে দেখিনি। প্রশাসন ঠিক থাকলে কারও সাধ্য নেই বাজার অস্থিতিশীল করার। সাধারণত এখন ৫০ থেকে ৬০ টাকা কেজি ধরে সবজি কিনতে হচ্ছে।’
একই বাজারের ফিরোজ এন্টারপ্রাইজের বিক্রেতা ফিরোজ মিয়া বলেন, সপ্তাহের ব্যবধানে সব ধরনের ডালের দাম বেড়েছে। তাঁরা বেশি দামে কিনে আনেন, তাই বেশি দামে বিক্রি করতে হয়।
ফিরোজ মিয়া বলেন, চিনি ১০৫ টাকা, প্যাকেট আটা ৬২, দেশি মসুর ডাল ১২৬, ভাঙা মসুর ডাল ৮৮, মুগডাল ১২০ ও মাষকলাই ১১২ টাকায় বিক্রি হচ্ছে।
একই বাজারের মাছমহালের মাছ বিক্রেতা দৌলত হোসেন বলেন, বাজারে সব ধরনের মাছের দাম বাড়তি। সম্প্রতি মাছের খাবারের দাম বাড়ায় মাছের দাম বেড়েছে। তিনি বলেন, শিং মাছ প্রতি কেজি ৪০০ টাকা, কাঁচকি ৪০০, মলা ৪০০, পাবদা ৪০০, চাপিল ৬০০, শিলং দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, ‘চিনি দাম বাড়ানোর কারণে আমরা বেশ কয়েকটি অভিযান করেছি। তারপর চিনির বাজার কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এ ছাড়া সব ধরনের পণ্য ক্রেতাদের সাধ্যের মধ্যে রাখতে আমাদের মনিটরিং ব্যবস্থা জোরদার রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বাজার অস্থিতিশীল হচ্ছে।’

ময়মনসিংহে বাজারে শীতের সবজি এলেও দাম চড়া। ৫০ থেকে ৬০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। নতুন আলু প্রতি কেজি ১৮০ টাকা। সপ্তাহের ব্যবধানে সব ধরনের ডালের দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ৮ টাকা। চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০৫ টাকায়। তবে জেলা প্রশাসন বলছে, বাজার নিয়ন্ত্রণে মনিটরিং ব্যবস্থা জোরদার রয়েছে।
ময়মনসিংহ নগরীর প্রধান কাঁচাবাজার মেছুয়াবাজার ঘুরে দেখা গেছে, শিম ৮০ টাকা, বেগুন ৮০, বাঁধাকপি ৬০, ফুলকপি ৮০ (কেজি), নতুন আলু ১৮০, বরবটি ৮০, শসা ৭০, গাজর ১৬০, কাঁচা মরিচ ৬০, পাকা টমেটো ১৪০, কাঁচা টমেটো ৮০, চিচিঙ্গা ৬০, ঝিঙা ৬০।
ক্রেতা হাবিবুর রহমান বলেন, ‘শীত এলে বাজারে নতুন সবজি আসে। এ বছর তার ব্যতিক্রম হয়নি। শুধু পার্থক্য দামে। আমরা যাঁরা মধ্যবিত্ত শ্রেণির মানুষ, বাজারে এলে অনেক কিছু কিনতে মন চায়। কিন্তু যে পরিমাণ সবজির দাম, তাতে সাধ থাকলেও সাধ্য হয় না। বাজারে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।’
আরেক ক্রেতা মমতাজ বেগম বলেন, ‘কোনো কিছুর দাম বাড়লে শোনা যায় প্রশাসন মনিটরিং করছে, কিন্তু বাস্তব কি তাই? আমরা তো কোনো দিন প্রশাসনকে বাজারে আসতে দেখিনি। প্রশাসন ঠিক থাকলে কারও সাধ্য নেই বাজার অস্থিতিশীল করার। সাধারণত এখন ৫০ থেকে ৬০ টাকা কেজি ধরে সবজি কিনতে হচ্ছে।’
একই বাজারের ফিরোজ এন্টারপ্রাইজের বিক্রেতা ফিরোজ মিয়া বলেন, সপ্তাহের ব্যবধানে সব ধরনের ডালের দাম বেড়েছে। তাঁরা বেশি দামে কিনে আনেন, তাই বেশি দামে বিক্রি করতে হয়।
ফিরোজ মিয়া বলেন, চিনি ১০৫ টাকা, প্যাকেট আটা ৬২, দেশি মসুর ডাল ১২৬, ভাঙা মসুর ডাল ৮৮, মুগডাল ১২০ ও মাষকলাই ১১২ টাকায় বিক্রি হচ্ছে।
একই বাজারের মাছমহালের মাছ বিক্রেতা দৌলত হোসেন বলেন, বাজারে সব ধরনের মাছের দাম বাড়তি। সম্প্রতি মাছের খাবারের দাম বাড়ায় মাছের দাম বেড়েছে। তিনি বলেন, শিং মাছ প্রতি কেজি ৪০০ টাকা, কাঁচকি ৪০০, মলা ৪০০, পাবদা ৪০০, চাপিল ৬০০, শিলং দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, ‘চিনি দাম বাড়ানোর কারণে আমরা বেশ কয়েকটি অভিযান করেছি। তারপর চিনির বাজার কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এ ছাড়া সব ধরনের পণ্য ক্রেতাদের সাধ্যের মধ্যে রাখতে আমাদের মনিটরিং ব্যবস্থা জোরদার রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বাজার অস্থিতিশীল হচ্ছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে