মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় জুঁই আক্তার (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলার কুলিয়া ইউনিয়নের আমডাঙ্গা নতুনবাড়ী এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জুঁই আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত জুঁই ওই এলাকার আহালু মিয়ার ছেলে সবুজ মিয়ার স্ত্রী। এ ঘটনার পর থেকে সবুজ ও তাঁর বাবা আসালু মিয়া পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আড়াই বছর আগে সবুজ মিয়ার সঙ্গে সাদিবাড়ী এলাকার জয়নাল আবেদীনের মেয়ে জুঁই আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের ৮ মাস বয়সের কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে বিভিন্ন সময়েে ঝগড়া-বিবাদ হতো। সোমবার ওই দিন তাঁদের মধ্যেও ঝগড়া হয়।
নিহতের বাবা জয়নাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়েকে প্রায় সময় মারধর করত সবুজ। বিয়ে পর অনেকবার সালিস হয়েছে। সন্ধ্যায় ফোন দিয়ে আমাকে বলে মারামারি হয়েছে। পরে আমি বলছি, “যাইতাছি আমি লোকজন নিয়া।” যাওয়ার মাঝপথেই ফোন দিয়ে বলে মারা গেছে। আমার মেয়েকে মাইরা ফেলছে সবুজ। আমার মেয়ে হত্যার বিচার চাই।’
এ ঘটনায় সবুজের মা সালামা বেগম বলেন, ‘আমি সারা দিন ধানখেতে ছিলাম। দিনে তাদের মধ্যে কী হয়েছে জানি না। কখন যেন জুঁই দরজা বন্ধ করে শুয়ে পড়ে। রাতে গিয়ে দেখি ঘরের দরজা বন্ধ। ডাক দিলে সাড়াশব্দ না করলে বড় ঘরের মাচার নিচ দিয়ে গিয়ে দেখি ফাঁসি দিয়েছে। পরে আমি চিৎকার দিলে লোকজন এসে ফাঁসি থেকে নামিয়ে মাথায় পানি ও হাত-পায়ে তেল মালিশ করেছি।’
মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, নিহতের গলায় লম্বা দাগ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত জুঁই আক্তারের বাবা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা, নাকি আত্মহত্যা।

জামালপুরের মেলান্দহ উপজেলায় জুঁই আক্তার (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলার কুলিয়া ইউনিয়নের আমডাঙ্গা নতুনবাড়ী এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জুঁই আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত জুঁই ওই এলাকার আহালু মিয়ার ছেলে সবুজ মিয়ার স্ত্রী। এ ঘটনার পর থেকে সবুজ ও তাঁর বাবা আসালু মিয়া পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আড়াই বছর আগে সবুজ মিয়ার সঙ্গে সাদিবাড়ী এলাকার জয়নাল আবেদীনের মেয়ে জুঁই আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের ৮ মাস বয়সের কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে বিভিন্ন সময়েে ঝগড়া-বিবাদ হতো। সোমবার ওই দিন তাঁদের মধ্যেও ঝগড়া হয়।
নিহতের বাবা জয়নাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়েকে প্রায় সময় মারধর করত সবুজ। বিয়ে পর অনেকবার সালিস হয়েছে। সন্ধ্যায় ফোন দিয়ে আমাকে বলে মারামারি হয়েছে। পরে আমি বলছি, “যাইতাছি আমি লোকজন নিয়া।” যাওয়ার মাঝপথেই ফোন দিয়ে বলে মারা গেছে। আমার মেয়েকে মাইরা ফেলছে সবুজ। আমার মেয়ে হত্যার বিচার চাই।’
এ ঘটনায় সবুজের মা সালামা বেগম বলেন, ‘আমি সারা দিন ধানখেতে ছিলাম। দিনে তাদের মধ্যে কী হয়েছে জানি না। কখন যেন জুঁই দরজা বন্ধ করে শুয়ে পড়ে। রাতে গিয়ে দেখি ঘরের দরজা বন্ধ। ডাক দিলে সাড়াশব্দ না করলে বড় ঘরের মাচার নিচ দিয়ে গিয়ে দেখি ফাঁসি দিয়েছে। পরে আমি চিৎকার দিলে লোকজন এসে ফাঁসি থেকে নামিয়ে মাথায় পানি ও হাত-পায়ে তেল মালিশ করেছি।’
মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, নিহতের গলায় লম্বা দাগ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত জুঁই আক্তারের বাবা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা, নাকি আত্মহত্যা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে