ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আনই দিঘিতে নিখোঁজ এক শিশুর (৮) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে। এর আগে আজ সকাল ১০টার দিকে দিঘির পাড় ভেঙে পড়ে নিখোঁজ হয় সে।
নিহত আল আমীন উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আনুহাদী গ্রামের ভ্যানচালক মো. শাহজাহান মিয়ার ছেলে।
স্বজনেরা জানায়, আজ শুক্রবার সকালে আনই দিঘির পাড়ে পানি দেখতে গিয়েছিল তিনজন শিশু। হঠাৎ করে দিঘিতে পাড় ভেঙে পানিতে পড়ে যায় আল আমীন। পরে বাকি দুই শিশু বাড়িতে খবর দেয় আল আমীন ডুবে গেছে। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে দুপুরের দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টেশনের ডুবুরি দল এসে সন্ধ্যার দিকে আনই দিঘি থেকে আল আমীনের লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য আরাজুল বলেন, ‘পানি দেখতে গিয়ে আনই দিঘিতে ডুবে গিয়েছিল শিশুটি। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ দিঘি থেকে উদ্ধার করা হয়েছে।’
ডুবুরি দলের লিডার মো. দুলাল মিয়া বলেন, ‘আমরা দুপুর একটার সময় খবর পাই। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে এসে আমরা খোঁজাখুঁজি করে আনই দিঘির ২৫ ফিট পানির গভীর থেকে শিশু আল আমীনের লাশ উদ্ধার করা হয়।’
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, ‘আমি নিহত শিশু পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে এসেছিলাম। নিহতের পরিবারকে আর্থিক সহয়তা দেওয়া হবে।’

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আনই দিঘিতে নিখোঁজ এক শিশুর (৮) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে। এর আগে আজ সকাল ১০টার দিকে দিঘির পাড় ভেঙে পড়ে নিখোঁজ হয় সে।
নিহত আল আমীন উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আনুহাদী গ্রামের ভ্যানচালক মো. শাহজাহান মিয়ার ছেলে।
স্বজনেরা জানায়, আজ শুক্রবার সকালে আনই দিঘির পাড়ে পানি দেখতে গিয়েছিল তিনজন শিশু। হঠাৎ করে দিঘিতে পাড় ভেঙে পানিতে পড়ে যায় আল আমীন। পরে বাকি দুই শিশু বাড়িতে খবর দেয় আল আমীন ডুবে গেছে। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে দুপুরের দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টেশনের ডুবুরি দল এসে সন্ধ্যার দিকে আনই দিঘি থেকে আল আমীনের লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য আরাজুল বলেন, ‘পানি দেখতে গিয়ে আনই দিঘিতে ডুবে গিয়েছিল শিশুটি। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ দিঘি থেকে উদ্ধার করা হয়েছে।’
ডুবুরি দলের লিডার মো. দুলাল মিয়া বলেন, ‘আমরা দুপুর একটার সময় খবর পাই। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে এসে আমরা খোঁজাখুঁজি করে আনই দিঘির ২৫ ফিট পানির গভীর থেকে শিশু আল আমীনের লাশ উদ্ধার করা হয়।’
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, ‘আমি নিহত শিশু পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে এসেছিলাম। নিহতের পরিবারকে আর্থিক সহয়তা দেওয়া হবে।’

রাঙামাটির আসাম বস্তি-কাপ্তাই সড়কের কামিল্লাছড়ি মগবান এলাকায় গাছবোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। আহত শ্রমিক বিনয় চাকমা (৩৫) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
৮ মিনিট আগে
রাত ১টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে তাঁরা নোয়াখালী সদর উপজেলার বিনোদপুরের উদ্দেশে রওনা হন। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে ফোর লেন সড়কের টার্নিং থেকে ইউটার্ন নেওয়ার সময় একটি মুরগিবাহী পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অভি দেবনাথ ঘটনাস্থলেই...
২৪ মিনিট আগে
নোয়াখালী সদর উপজেলার ডাক্তার বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬২ মণ ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৭ মিনিট আগে
রাজধানীর উত্তরা সেক্টর-১১-এর রোড-১৮-এর একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫ জন হয়েছে। এ ছাড়া অন্তত ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে