মো. জাকিরুল ইসলাম, হালুয়াঘাট (ময়মনসিংহ)

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বলরামপুর গ্রামের প্রান্তিক কৃষক সিরাজ আলী। গত মঙ্গলবার বাজারে ধান বিক্রি করতে বের হয়েছিলেন তিনি। কিন্তু বাড়ির সামনের সড়কে পা দিতেই বিপাকে পড়েন। পুরো সড়কে ছোট-বড় গর্তে জমেছে কাদাপানি। পায়ে হেঁটে চলাও দায়। ঠেলাগাড়ি নামালে তা ঢুকে যায় হাঁটুসমান কাদায়। কয়েকজন মিলে ঠেলে ধাক্কা দিয়ে দুই কিলোমিটার সড়ক পার হতে হয়।
সিরাজ আলী আক্ষেপ করে বলেন, ‘দুইডা ধান বাজারে নিবার চাইলেও প্যাকের (কাঁদা) মধ্যে নেওন যায় না। কয়েকজন মিল্লা ঠেইলা ধাক্কায়া নেওন লাগে। বর্ষা আইলে আমগোর এই কষ্টের সীমা থাহে না। এই কষ্ট মেলা বছর ধইরা। চেয়ারম্যান-মেম্বারগো কইয়া কোনো লাভ অইল না। মাপজোক তো মেলা অইল, সড়ক আর পাকা অইল কই। রাইত অইলে বিপদ আরও বাড়ে। আল্লায় জানে, কবে মুক্তি পাইব এই কষ্ট থাইক্কা।’
সরেজমিনে দেখা যায়, ধোবাউড়া উপজেলার সরকারি স্টেডিয়াম চৌরাস্তা থেকে রুস্তম মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়কটি বর্ষায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। চরেরভিটা, পূর্ব দর্শা, কাঁঠালিপাড়া, পূর্ব বলরামপুর ও বিলপাড়া—এই পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষকে প্রতিদিন হাঁটুসমান কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। শুষ্ক মৌসুমে এই সড়কে ধুলোবালুর ঝড় ওঠে।
স্থানীয় বাসিন্দা জুবেদ ও হুকুম আলী বলেন, ‘আমাদের দুর্ভোগের কথা বলে শেষ করা যাবে না। নিজের চোখে না দেখলে বোঝা যাবে না।’
একই এলাকার কলেজছাত্র রিয়াদ হোসেন বলেন, ‘বৃষ্টি হলেই সড়ক দিয়ে যাওয়া যায় না। দ্রুত এই সড়ক পাকা করার দাবি জানাচ্ছি।’
সড়কটির অবস্থান তুলনামূলক নিচু এলাকায় জানিয়ে ধোবাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম (মুকুল) বলেন, ‘সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে শুষ্ক মৌসুমে কাজ শুরু হবে।’
এ ব্যাপারে ধোবাউড়া উপজেলা স্থানীয় সরকার বিভাগের উপসহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম বলেন, এটি একটি গ্রামীণ কাঁচা সড়ক। সড়ক বিভাগের আইডিতে এই সড়ক নেই। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউএনও স্যারের মাধ্যমে আবেদন করলে পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বলরামপুর গ্রামের প্রান্তিক কৃষক সিরাজ আলী। গত মঙ্গলবার বাজারে ধান বিক্রি করতে বের হয়েছিলেন তিনি। কিন্তু বাড়ির সামনের সড়কে পা দিতেই বিপাকে পড়েন। পুরো সড়কে ছোট-বড় গর্তে জমেছে কাদাপানি। পায়ে হেঁটে চলাও দায়। ঠেলাগাড়ি নামালে তা ঢুকে যায় হাঁটুসমান কাদায়। কয়েকজন মিলে ঠেলে ধাক্কা দিয়ে দুই কিলোমিটার সড়ক পার হতে হয়।
সিরাজ আলী আক্ষেপ করে বলেন, ‘দুইডা ধান বাজারে নিবার চাইলেও প্যাকের (কাঁদা) মধ্যে নেওন যায় না। কয়েকজন মিল্লা ঠেইলা ধাক্কায়া নেওন লাগে। বর্ষা আইলে আমগোর এই কষ্টের সীমা থাহে না। এই কষ্ট মেলা বছর ধইরা। চেয়ারম্যান-মেম্বারগো কইয়া কোনো লাভ অইল না। মাপজোক তো মেলা অইল, সড়ক আর পাকা অইল কই। রাইত অইলে বিপদ আরও বাড়ে। আল্লায় জানে, কবে মুক্তি পাইব এই কষ্ট থাইক্কা।’
সরেজমিনে দেখা যায়, ধোবাউড়া উপজেলার সরকারি স্টেডিয়াম চৌরাস্তা থেকে রুস্তম মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়কটি বর্ষায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। চরেরভিটা, পূর্ব দর্শা, কাঁঠালিপাড়া, পূর্ব বলরামপুর ও বিলপাড়া—এই পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষকে প্রতিদিন হাঁটুসমান কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। শুষ্ক মৌসুমে এই সড়কে ধুলোবালুর ঝড় ওঠে।
স্থানীয় বাসিন্দা জুবেদ ও হুকুম আলী বলেন, ‘আমাদের দুর্ভোগের কথা বলে শেষ করা যাবে না। নিজের চোখে না দেখলে বোঝা যাবে না।’
একই এলাকার কলেজছাত্র রিয়াদ হোসেন বলেন, ‘বৃষ্টি হলেই সড়ক দিয়ে যাওয়া যায় না। দ্রুত এই সড়ক পাকা করার দাবি জানাচ্ছি।’
সড়কটির অবস্থান তুলনামূলক নিচু এলাকায় জানিয়ে ধোবাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম (মুকুল) বলেন, ‘সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে শুষ্ক মৌসুমে কাজ শুরু হবে।’
এ ব্যাপারে ধোবাউড়া উপজেলা স্থানীয় সরকার বিভাগের উপসহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম বলেন, এটি একটি গ্রামীণ কাঁচা সড়ক। সড়ক বিভাগের আইডিতে এই সড়ক নেই। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউএনও স্যারের মাধ্যমে আবেদন করলে পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্স নামে গয়নার দোকানে আজ সোমবার ভোরের দিকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা এবং চার লাখ টাকা নগদ লুটের অভিযোগ পাওয়া গেছে।
৩৩ মিনিট আগে
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
১ ঘণ্টা আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
২ ঘণ্টা আগে