ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে সালিসে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে আন্ধারিয়াপাড়া উত্তর গ্রামে বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ রোববার (২৯ ডিসেম্বর) হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী।
নিহত কৃষকের নাম নাসির উদ্দিন (৪৫)। তিনি আন্ধারিয়াপাড়া উত্তর গ্রামের আবুল কাশেমের ছেলে। তাঁর সঙ্গে প্রতিবেশী নসিম উদ্দিনের ছেলে রুহুল আমীনের পরিবারের ৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সকালে রুহুল আমীন ও তাঁর সহযোগীরা বিরোধপূর্ণ জমিতে এক্সকাভেটর দিয়ে মাটি ভরাট করতে গেলে নাসির উদ্দিন বাধা দেন। এ নিয়ে বিকেলে নাসির উদ্দিনের বাড়িতে সালিস বসে। সালিস চলাকালীন তর্কের একপর্যায়ে রুহুল আমীন ও তাঁর সহযোগীরা নাসির উদ্দিনকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি এবং লাঠি দিয়ে পেটাতে থাকেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নাসির উদ্দিনকে উদ্ধার করে ফুলবাড়িয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে গতকাল শনিবার পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রী শিরিন আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে চোখের সামনে ৮-১০ জন মিলে পিটিয়ে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের বিচার এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবি করছি।’
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রোকনুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে