আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়ার তেলিগাতী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। গতকাল শুক্রবার তেলিগাতী বাজারের গরুর হাট ঘুরে দেখা গেছে, প্রচুর গরু, ছাগল ও ভেড়া উঠছে হাটে। হাটের ক্রেতা-বিক্রেতারাও খুশি। তাঁরা জানান, সুন্দর পরিবেশে নিরাপদে গরু কেনাবেচা হচ্ছে।
গরু বিক্রেতা শামিম জানান, তিনি এবার তিনটি গরু বাজারে তুলেছেন। আট মণ ওজনের একটি ষাঁড়ের দাম চাইছেন ২ লাখ ৮০ হাজার টাকা। ইতিমধ্যে দাম উঠেছে ২ লাখ ৫ হাজার টাকা। আড়াই লাখ টাকা উঠলে বিক্রি করবেন। তবে এ বছর গোখাদ্যের দাম একটু বেশি হওয়ায় লাভের অঙ্কটা একটু কম হবে বলে ধারণা করছেন তিনি।
লুনেশ্বর ইউনিয়ন থেকে আসা বিক্রেতা ওয়ালিউল্লাহ জানান, তাঁর পালিত ৯ মণ ওজনের ষাঁড়টির দাম চেয়েছেন ৩ লাখ ২০ হাজার টাকা। ইতিমধ্যে গরুটির দাম হয়েছে ২ লাখ টাকা।
গরু কিনতে আসা ক্রেতা রাসেল মিয়া জানান, এ বছর গরুর দাম একটু বেশি। আজ আর গরু কেনার ইচ্ছে নেই।
এদিকে হৃদয় মিয়া নামে অপর এক ক্রেতা জানান, গরুর দাম তাঁর কাছে খুব বেশিও মনে হচ্ছে না, আবার কমও মনে হচ্ছে না। আরেকটু দেখে গরু কিনে ফেলবেন।
এদিকে পশুর হাটগুলোতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
আটপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুদ করিম সিদ্দিকী বলেন, ‘প্রতিটা হাটের পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আমাদের লোকজন কাজ করছে। কোনো অসুস্থ গরু কেউ যেন বিক্রি করতে না পারে, সে বিষয়ে আমাদের মেডিকেল টিম কাজ করে যাচ্ছে।’
তেলিগাতী বাজারের ইজারাদার মুখলেসুর রহমান খান বলেন, হাটে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্রেতা-বিক্রেতা শান্তিপূর্ণ পরিবেশে কেনাবেচা করছেন।
এদিকে কোরবানির পশুর হাট পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উত্তম কুমার পাল, প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুদ করিম সিদ্দিকী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান প্রমুখ।

নেত্রকোনার আটপাড়ার তেলিগাতী বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। গতকাল শুক্রবার তেলিগাতী বাজারের গরুর হাট ঘুরে দেখা গেছে, প্রচুর গরু, ছাগল ও ভেড়া উঠছে হাটে। হাটের ক্রেতা-বিক্রেতারাও খুশি। তাঁরা জানান, সুন্দর পরিবেশে নিরাপদে গরু কেনাবেচা হচ্ছে।
গরু বিক্রেতা শামিম জানান, তিনি এবার তিনটি গরু বাজারে তুলেছেন। আট মণ ওজনের একটি ষাঁড়ের দাম চাইছেন ২ লাখ ৮০ হাজার টাকা। ইতিমধ্যে দাম উঠেছে ২ লাখ ৫ হাজার টাকা। আড়াই লাখ টাকা উঠলে বিক্রি করবেন। তবে এ বছর গোখাদ্যের দাম একটু বেশি হওয়ায় লাভের অঙ্কটা একটু কম হবে বলে ধারণা করছেন তিনি।
লুনেশ্বর ইউনিয়ন থেকে আসা বিক্রেতা ওয়ালিউল্লাহ জানান, তাঁর পালিত ৯ মণ ওজনের ষাঁড়টির দাম চেয়েছেন ৩ লাখ ২০ হাজার টাকা। ইতিমধ্যে গরুটির দাম হয়েছে ২ লাখ টাকা।
গরু কিনতে আসা ক্রেতা রাসেল মিয়া জানান, এ বছর গরুর দাম একটু বেশি। আজ আর গরু কেনার ইচ্ছে নেই।
এদিকে হৃদয় মিয়া নামে অপর এক ক্রেতা জানান, গরুর দাম তাঁর কাছে খুব বেশিও মনে হচ্ছে না, আবার কমও মনে হচ্ছে না। আরেকটু দেখে গরু কিনে ফেলবেন।
এদিকে পশুর হাটগুলোতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
আটপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুদ করিম সিদ্দিকী বলেন, ‘প্রতিটা হাটের পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আমাদের লোকজন কাজ করছে। কোনো অসুস্থ গরু কেউ যেন বিক্রি করতে না পারে, সে বিষয়ে আমাদের মেডিকেল টিম কাজ করে যাচ্ছে।’
তেলিগাতী বাজারের ইজারাদার মুখলেসুর রহমান খান বলেন, হাটে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্রেতা-বিক্রেতা শান্তিপূর্ণ পরিবেশে কেনাবেচা করছেন।
এদিকে কোরবানির পশুর হাট পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উত্তম কুমার পাল, প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুদ করিম সিদ্দিকী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান প্রমুখ।

দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৭ মিনিট আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
১২ মিনিট আগে
রাজধানীতে তুচ্ছ ঘটনায় মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাবনার আইনজীবীরা।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী একটি বাড়ির শোয়ার কক্ষে। ওই গুলির খোসাটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের ৩২ নম্বর পিলারের অদূরে ঘুমধুম বেতবুনিয়া সীমান্ত এলাকায়।
১ ঘণ্টা আগে