ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাহবুবুল আলম বাবু নামে ইউনিয়ন ছাত্রলীগের এক নেতা সংগঠন থেকে অব্যাহতির আবেদন করেছেন। তিনি উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গতকাল শনিবার রাতে মাহবুবুল আলম বাবু তাঁর ফেসবুক আইডিতে অব্যাহতির আবেদনপত্র পোস্ট করেন।
গাইবান্ধা ইউনিয়ন লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর লিখিত ওই অব্যাহতিপত্রে মাহবুবুল আলম বাবু উল্লেখ করেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের গাইবান্ধা ইউনিয়ন শাখার কমিটির সহসভাপতি পদে থেকেই আমি স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। একান্ত ব্যক্তিগত কারণে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
অব্যাহতিপত্রের শেষাংশে তিনি লিখেছেন, ‘ভালো থাকুক প্রাণের সংগঠন ছাত্রলীগ। ভালো থাকুক আমার পরম আত্মীয় বাংলাদেশ ছাত্রলীগ পরিবারের সকল সদস্য।’
কী কারণে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন তা স্পষ্ট না হলেও ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম বাবুর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হুমকিতে ভয় পাওয়ার লোক আমি না। আমি বাড়িতে না থাকায় হুমকি দিয়ে যাচ্ছেন। আমিসহ আমার ভাইকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। আমার বড় ভাইয়ের চাকরি খাওয়ার হুমকি দিয়েছেন। এসপি, ওসি নাকি তাঁর নির্দেশের অপেক্ষায় আছেন। তিনি বললেই নাকি আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন। কিছু করেন আমার সঙ্গে সমস্যা নেই, তাহলে বিষয়টা জনতার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। ভুলে যাবেন না প্রথমবার যখন ক্ষমতায় ছিলেন তখনো চেয়ারম্যান মহোদয়কে পুঁজি করে ঠিক এমন কর্মকাণ্ডই চালিয়ে ছিলেন। যখন ক্ষমতা হাতছাড়া হয়ে গেল তখন কিন্তু সপরিবারের মাদারটেক যেতে হয়েছিল আপনার। আল্লাহ চাইলে সেই দিন আসতে বেশি সময় লাগবে না। তাই এখনো সময় আছে লোভ পরিহার করে দুস্থদের পাশে দাঁড়ান। আল্লাহ আপনাদের সঠিক পথ দেখাক।’
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক স্বাধীন বলেন, ‘মাহবুবুল আলম বাবুর অব্যাহতির আবেদন পেয়েছি। অব্যাহতির বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৈঠকে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাহবুবুল আলম বাবু নামে ইউনিয়ন ছাত্রলীগের এক নেতা সংগঠন থেকে অব্যাহতির আবেদন করেছেন। তিনি উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গতকাল শনিবার রাতে মাহবুবুল আলম বাবু তাঁর ফেসবুক আইডিতে অব্যাহতির আবেদনপত্র পোস্ট করেন।
গাইবান্ধা ইউনিয়ন লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর লিখিত ওই অব্যাহতিপত্রে মাহবুবুল আলম বাবু উল্লেখ করেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের গাইবান্ধা ইউনিয়ন শাখার কমিটির সহসভাপতি পদে থেকেই আমি স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। একান্ত ব্যক্তিগত কারণে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
অব্যাহতিপত্রের শেষাংশে তিনি লিখেছেন, ‘ভালো থাকুক প্রাণের সংগঠন ছাত্রলীগ। ভালো থাকুক আমার পরম আত্মীয় বাংলাদেশ ছাত্রলীগ পরিবারের সকল সদস্য।’
কী কারণে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন তা স্পষ্ট না হলেও ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম বাবুর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হুমকিতে ভয় পাওয়ার লোক আমি না। আমি বাড়িতে না থাকায় হুমকি দিয়ে যাচ্ছেন। আমিসহ আমার ভাইকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। আমার বড় ভাইয়ের চাকরি খাওয়ার হুমকি দিয়েছেন। এসপি, ওসি নাকি তাঁর নির্দেশের অপেক্ষায় আছেন। তিনি বললেই নাকি আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন। কিছু করেন আমার সঙ্গে সমস্যা নেই, তাহলে বিষয়টা জনতার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। ভুলে যাবেন না প্রথমবার যখন ক্ষমতায় ছিলেন তখনো চেয়ারম্যান মহোদয়কে পুঁজি করে ঠিক এমন কর্মকাণ্ডই চালিয়ে ছিলেন। যখন ক্ষমতা হাতছাড়া হয়ে গেল তখন কিন্তু সপরিবারের মাদারটেক যেতে হয়েছিল আপনার। আল্লাহ চাইলে সেই দিন আসতে বেশি সময় লাগবে না। তাই এখনো সময় আছে লোভ পরিহার করে দুস্থদের পাশে দাঁড়ান। আল্লাহ আপনাদের সঠিক পথ দেখাক।’
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক স্বাধীন বলেন, ‘মাহবুবুল আলম বাবুর অব্যাহতির আবেদন পেয়েছি। অব্যাহতির বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৈঠকে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
৪৪ মিনিট আগে
‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর...
১ ঘণ্টা আগে
রিয়াজ মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি প্রয়োজনীয় কাগজ সময়মতো জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। এই কারণে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।
২ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ শহীদ সারোয়ার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় বিস্ফোরক মামলায় বর্তমানে কারাগারে আছেন তিনি। কারাগারে বসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধ হওয়ায়...
২ ঘণ্টা আগে