ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বিএনপির গণ-অবস্থান চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ বুধবার দুপুরে নগরীর হরি কিশোর রায় রোডে বিএনপির কর্মসূচির মঞ্চের ২০০ গজ দূরে এ ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণের শব্দও শোনা যায়।
বিএনপির কেন্দ্রীয় (ভারপ্রাপ্ত) দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আজ বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর হরি কিশোর রায় রোড এলাকায় কয়েক হাজার নেতা-কর্মীকে নিয়ে গণ-অবস্থান কর্মসূচি শুরু করি। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দা ও লাঠি নিয়ে হামলা করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে বিএনপির নেতা-কর্মীরা প্রতিহত করলে হামলাকারীরা পিছু হটে।
এর আগে নগরীর যুবলীঘাট এলাকায় গফরগাঁও থেকে আসা নেতা-কর্মীদের বাসে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান বলেও তিনি অভিযোগ করেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কোনো নেতা-কর্মী হামলার সঙ্গে জড়িত না। তারা (বিএনপি) নিজেরাই এসব করে আমাদের ওপর দায় চাপাতে চাইছে।’
বাবুল আরও বলেন, ‘কোনো পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে কি না, তা আমার জানা নেই। তা ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আমাদের দলীয় কার্যালয়ে আলোচনা করছি।’
এ বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম বলেন, ‘আমি সকাল থেকেই বিএনপির গণ-অবস্থান কর্মসূচি এলাকায় আছি। এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। তবে, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

ময়মনসিংহে বিএনপির গণ-অবস্থান চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ বুধবার দুপুরে নগরীর হরি কিশোর রায় রোডে বিএনপির কর্মসূচির মঞ্চের ২০০ গজ দূরে এ ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণের শব্দও শোনা যায়।
বিএনপির কেন্দ্রীয় (ভারপ্রাপ্ত) দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আজ বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর হরি কিশোর রায় রোড এলাকায় কয়েক হাজার নেতা-কর্মীকে নিয়ে গণ-অবস্থান কর্মসূচি শুরু করি। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দা ও লাঠি নিয়ে হামলা করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে বিএনপির নেতা-কর্মীরা প্রতিহত করলে হামলাকারীরা পিছু হটে।
এর আগে নগরীর যুবলীঘাট এলাকায় গফরগাঁও থেকে আসা নেতা-কর্মীদের বাসে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান বলেও তিনি অভিযোগ করেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কোনো নেতা-কর্মী হামলার সঙ্গে জড়িত না। তারা (বিএনপি) নিজেরাই এসব করে আমাদের ওপর দায় চাপাতে চাইছে।’
বাবুল আরও বলেন, ‘কোনো পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে কি না, তা আমার জানা নেই। তা ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আমাদের দলীয় কার্যালয়ে আলোচনা করছি।’
এ বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম বলেন, ‘আমি সকাল থেকেই বিএনপির গণ-অবস্থান কর্মসূচি এলাকায় আছি। এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। তবে, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭); অপরজনের নাম রাকিব মিয়া, তবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
১৭ মিনিট আগে
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
৩৪ মিনিট আগে
কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে ডাকা সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়েন দলের জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে