
ময়মনসিংহের ভালুকায় মুরগিবাহী পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই বোন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হন। আজ শনিবার ভোরে ভরাডোবা-ঘাটাইল সড়কের ভালুকা উপজেলার উথুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন উপজেলার হাতীবেড় গ্রামের ময়েজ উদ্দিনের স্ত্রী আছমা আকতার (৩৫) এবং একই গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আকতার (২৬)। তাঁদের বাবার নাম আসাদ আলী। তাঁরা একটি কারখানায় শ্রমিকের চাকরি করতেন।
স্থানীয় ও পুলিশ জানায়, ভোর পৌনে ৬টার দিকে উপজেলার হাতীবেড়ের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় চেপে কয়েকজন নারী শ্রমিক ভরাডোবা সীমা স্পিনিং মিলস লিমিটেড ও পেট্রিয়ট স্পিনিং মিলসে যাচ্ছিলেন। ভরাডোবা-ঘাটাইল সড়কের উথুরা এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষে হয়। এতে দুই বোন আছমা আকতার (৩৫) ও শিরিনা আকতার (২৬) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশাচালক জুলহাস উদ্দিন (৩২) এবং অজুফা খাতুন (২৮) ও মুর্শিদা খাতুন (২৬) নামের দুই নারী শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ভরাডোবা-ঘাটাইল সড়কে দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা ক্ষমতায় গেলে চা-শ্রমিক ও দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেব। একই সঙ্গে ইমামদের সম্মানী দেওয়া হবে।’ আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির...
৩ মিনিট আগে
বাগেরহাটের মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত এক পুরুষের (৫৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিগন্যাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইকসংলগ্ন নদের তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
১৯ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে