Ajker Patrika

চোখের জলে মাকে শেষবিদায় দিলেন সাংবাদিক রুপা-শাকিল

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১১ জুন ২০২৫, ২৩: ১৪
চোখের জলে মাকে শেষবিদায় দিলেন সাংবাদিক রুপা-শাকিল
আজ বুধবার সন্ধ্যায় চোখের জলে মাকে শেষ বিদায় দেন সাংবাদিক ফারজানা রুপা ও তাঁর স্বামী শাকিল আহমেদ। ছবি: আজকের পত্রিকা

চোখের জলে মাকে শেষবিদায় দিলেন সাংবাদিক ফারজানা রুপা। আজ বুধবার সন্ধ্যায় প্যারোলে মুক্তি পেয়ে সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও তাঁর স্বামী শাকিল আহমেদ রাত ৯টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার ধারিয়াকান্দা গ্রামে পৌঁছান। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত সাংবাদিক ফারজানা রুপার মা হোসনে আরা বেগম (৮০) মারা যান। বুধবার বাদ আসর বাড়িতে হোসনে আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দী এই দম্পতিকে জানাজায় যোগ দেওয়ার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ উপপরিদর্শক মো. আলাউদ্দিন।

তিনি আরও বলেন, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং তাঁর স্ত্রী সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা গাজীপুরের কাশিমপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।

সাংবাদিক ফারজানা রুপার ভাগনে নবনীল সরকার বলেন, তাঁরা প্যারোলে মুক্তি পেয়ে রাত ৯টার দিকে বাড়িতে আসেন। এ সময় স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।

গতকাল সন্ধ্যা ৭টার হোসনে আরা বেগম মারা যান। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ২১ আগস্ট এই দুজনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

সংসদ নির্বাচনে প্রার্থিতা: বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত