ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মশিউর রহমান লাকপতির ব্যক্তিগত কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার কামালপুর মির্ধাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যানের দাবি, রাজনৈতিক কারণে তাঁর কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় আগুন পুড়ে ভস্মীভূত হয়েছে। তদন্ত করা হচ্ছে। কেউ যদি নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকে তা খুঁজে বের করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে ধানুয়া কামালপুর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান লাকপতি। এরপর কামালপুর মির্ধাপাড়া মোড়ে একটি টিনশেড ঘরে তৈরি করেন। ওই ঘর ব্যক্তিগত কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলেন তিনি। ইউপির কাজের বাইরে তিনি ঠিকাদারি কাজ দেখভাল করার জন্য এই কার্যালয় ব্যবহার করেন। গভীর রাতে কে বা কারা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে টিনশেড ঘরসহ আসবাব ও ঠিকাদারি কাজের বিভিন্ন মালামাল পুড়ে যায়। এর আগে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন থেকে ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ওই কার্যালয় ভাঙচুর করে।
ধানুয়া কামালপুর ইউপির চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি বলেন, ‘স্থানীয় এক ব্যক্তিসহ পরিষদের কয়েকজন সদস্যের সঙ্গে আমার বিরোধ চলে আসছে। তারাই আমার ব্যক্তিগত কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে। এর আগেও তারা আমার বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করেছে। আইনি প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। আগুনে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মশিউর রহমান লাকপতির ব্যক্তিগত কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার কামালপুর মির্ধাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যানের দাবি, রাজনৈতিক কারণে তাঁর কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় আগুন পুড়ে ভস্মীভূত হয়েছে। তদন্ত করা হচ্ছে। কেউ যদি নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকে তা খুঁজে বের করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে ধানুয়া কামালপুর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান লাকপতি। এরপর কামালপুর মির্ধাপাড়া মোড়ে একটি টিনশেড ঘরে তৈরি করেন। ওই ঘর ব্যক্তিগত কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলেন তিনি। ইউপির কাজের বাইরে তিনি ঠিকাদারি কাজ দেখভাল করার জন্য এই কার্যালয় ব্যবহার করেন। গভীর রাতে কে বা কারা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে টিনশেড ঘরসহ আসবাব ও ঠিকাদারি কাজের বিভিন্ন মালামাল পুড়ে যায়। এর আগে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন থেকে ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ওই কার্যালয় ভাঙচুর করে।
ধানুয়া কামালপুর ইউপির চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি বলেন, ‘স্থানীয় এক ব্যক্তিসহ পরিষদের কয়েকজন সদস্যের সঙ্গে আমার বিরোধ চলে আসছে। তারাই আমার ব্যক্তিগত কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে। এর আগেও তারা আমার বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করেছে। আইনি প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। আগুনে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

গোপালগঞ্জের মুকসুদপুর সদরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ হাজার ৬০০ মণ পাট পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সরকারি টিঅ্যান্ডটি অফিসের সামনে সুনীল সাহার পাটের গুদামে আগুন লাগে।
২৬ মিনিট আগে
বরগুনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে এক যুবলীগ নেতার স্ত্রীসহ দুই চাকরিপ্রার্থীকে আটক করেছে পুলিশ।
৩৪ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামারখন্দ হাটখোলা এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।
২ ঘণ্টা আগে
রাজশাহীতে একটি লবণের কার্গো ট্রাক থেকে ১২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। এ সময় হাসানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাঝেরপাড়া গ্রামে।
২ ঘণ্টা আগে