নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ভাজ্যতেলের দাম বাড়ায় এর চাহিদা মেটাতে নান্দাইলে এবার সরিষার চাষ বেড়েছে। স্বল্প সময়ে খরচ কম, লাভ বেশি হওয়ায় পতিত জমিতে সরিষা উৎপাদনে ঝুঁকে পড়েছেন কৃষকেরা। এতে করে কৃষকেরা লাভবান হওয়ার পাশাপাশি দেশে তেলের ঘাটতি মেটানো সম্ভব হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূল থাকায় এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার গাংগাইল, চণ্ডিপাশা, শেরপুর, বীর বেতাগৈর ও চর বেতাগৈর ইউনিয়নে এ বছর প্রচুর আগাম সরিষার চাষ হয়েছে। মাঠের পর মাঠ সরিষা খেতে হলুদ ফুল এসেছে। কোথাও কোথাও আবার অনেক সরিষা খেতে ফুল আসতে শুরু হয়েছে। সরিষার শাক বিক্রির জন্য ইতিমধ্যে সরিষা উঠিয়ে শাক হিসেবে বিক্রি শেষ করে পুনরায় বীজ বপন করেছেন চাষিরা।
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ বছর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর সভায় ১৮০ হেক্টর জমিতে আগাম সরিষা চাষ হয়েছে। হেক্টরপ্রতি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ দশমিক ২৫ মেট্রিকটন। উপজেলার ২ হাজার প্রান্তিক পর্যায়ের কৃষককে সরিষার বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে।
চণ্ডিপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের মো. বিল্লাল হোসেন বলেন, ‘তেলের দাম বাড়ায় এ বছর সরিষা চাষে আমার আগ্রহ বেড়েছে।’
রাজগাতি ইউনিয়নের উলুহাটি গ্রামের গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, ‘দুই বিঘা জমিতে সরিষার চাষ করেছি। এর মধ্যে অর্ধেক জমি থেকে সরিষার শাক হিসেবে বাজারে বিক্রি করে দিয়েছি। এক বিঘা তেলের জন্য রেখেছি।’
মোয়াজ্জেমপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুল হক বলেন, ‘প্রান্তিক পর্যায়ে যেসব কৃষক সরিষারর আবাদ করতে আগ্রহ প্রকাশ করেছেন, আমরা তাঁদের প্রণোদনা দিয়েছি। সরিষার চাষ থেকে শুরু করে বীজ সংগ্রহ করা পর্যন্ত আমরা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিই।’
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে এ বছর ১৩ হেক্টর জমিতে সরিষার আবাদ বেশি হয়েছে। সরিষার তেল ও শাকের চাহিদা থাকায় সরিষা চাষের আগ্রহ বেড়েছে। আমাদের কৃষি কার্যালয় থেকে কৃষকদের সরিষা চাষে আগ্রহ বাড়াতে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন।

ভাজ্যতেলের দাম বাড়ায় এর চাহিদা মেটাতে নান্দাইলে এবার সরিষার চাষ বেড়েছে। স্বল্প সময়ে খরচ কম, লাভ বেশি হওয়ায় পতিত জমিতে সরিষা উৎপাদনে ঝুঁকে পড়েছেন কৃষকেরা। এতে করে কৃষকেরা লাভবান হওয়ার পাশাপাশি দেশে তেলের ঘাটতি মেটানো সম্ভব হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূল থাকায় এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার গাংগাইল, চণ্ডিপাশা, শেরপুর, বীর বেতাগৈর ও চর বেতাগৈর ইউনিয়নে এ বছর প্রচুর আগাম সরিষার চাষ হয়েছে। মাঠের পর মাঠ সরিষা খেতে হলুদ ফুল এসেছে। কোথাও কোথাও আবার অনেক সরিষা খেতে ফুল আসতে শুরু হয়েছে। সরিষার শাক বিক্রির জন্য ইতিমধ্যে সরিষা উঠিয়ে শাক হিসেবে বিক্রি শেষ করে পুনরায় বীজ বপন করেছেন চাষিরা।
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ বছর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর সভায় ১৮০ হেক্টর জমিতে আগাম সরিষা চাষ হয়েছে। হেক্টরপ্রতি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ দশমিক ২৫ মেট্রিকটন। উপজেলার ২ হাজার প্রান্তিক পর্যায়ের কৃষককে সরিষার বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে।
চণ্ডিপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের মো. বিল্লাল হোসেন বলেন, ‘তেলের দাম বাড়ায় এ বছর সরিষা চাষে আমার আগ্রহ বেড়েছে।’
রাজগাতি ইউনিয়নের উলুহাটি গ্রামের গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, ‘দুই বিঘা জমিতে সরিষার চাষ করেছি। এর মধ্যে অর্ধেক জমি থেকে সরিষার শাক হিসেবে বাজারে বিক্রি করে দিয়েছি। এক বিঘা তেলের জন্য রেখেছি।’
মোয়াজ্জেমপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুল হক বলেন, ‘প্রান্তিক পর্যায়ে যেসব কৃষক সরিষারর আবাদ করতে আগ্রহ প্রকাশ করেছেন, আমরা তাঁদের প্রণোদনা দিয়েছি। সরিষার চাষ থেকে শুরু করে বীজ সংগ্রহ করা পর্যন্ত আমরা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিই।’
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে এ বছর ১৩ হেক্টর জমিতে সরিষার আবাদ বেশি হয়েছে। সরিষার তেল ও শাকের চাহিদা থাকায় সরিষা চাষের আগ্রহ বেড়েছে। আমাদের কৃষি কার্যালয় থেকে কৃষকদের সরিষা চাষে আগ্রহ বাড়াতে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে