নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শারমিন স্টিল মিলের কারখানায় বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন শ্রমিক ইকবাল হোসেন (২৫) মারা গেছেন। এ নিয়ে দগ্ধ পাঁচজনেরই মৃত্যু হলো।
গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ সোমবার ভোরে ইকবালের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে সকাল ১০টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
ইকবালের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানি গ্রামে। তাঁর বাবার নাম মো. খাইরুল ইসলাম। তিনি অন্য চার শ্রমিকের সঙ্গে সিদ্ধিরগঞ্জ এলাকাতেই থাকতেন। চিকিৎসকেরা জানিয়েছিলেন, ইকবালের শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল।
আজ সকালে বরুয়াজানি গ্রামে গেলে কথা হয় ইকবালের বাবা খাইরুল ইসলামের সঙ্গে। তিনি কেঁদে কেঁদে বলছেন, ‘আশা করছিলাম পুলাডা আমার বেঁচে বাড়ি ফিরবে। কপালডা আমার সহিলো না। পুলাডা আমার লাশ হয়েই বাড়িতে আইলো। আমি মনে করছিলাম সবার শরীল বেশি পুড়ছে, তাই তারা মইরা গেছে। আমার বাজান তো কম পুড়ছিল। গ্যাসের আগুন আমার পুলারেও আমার কাছ থেকে কাইড়া নিয়া গেল। তুমরা আমার বাজানরে মাফ কইরা দিও গো।’
সংশ্লিষ্ট কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়ামুল কাউসার বলেন, ‘দগ্ধ হওয়া পাঁচজনের চারজনই আমার ইউনিয়নের বাসিন্দা ছিল। এর মাঝে সবাই মারা গেল। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি যত দূর পারি পরিষদের পক্ষ থেকে এই পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করব।’
এর আগে, গত ১৪ অক্টোবর ভোরে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের সৈয়দপাড়া এলাকায় শারমিন স্টিল মিলে বিস্ফোরণ ঘটে। এতে ইকবাল হোসেন, মোজাম্মেল হক, সাইফুল ইসলাম, জাকারিয়া ও শরিফুল ইসলাম নামের পাঁচ শ্রমিক দগ্ধ হন।
যার মধ্যে চারজনের বাড়িই শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানি গ্রামে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় পর্যায়ক্রমে চার শ্রমিক মারা যাওয়ার পর গতকাল রাতে মারা যান ইকবাল হোসেন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শারমিন স্টিল মিলের কারখানায় বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন শ্রমিক ইকবাল হোসেন (২৫) মারা গেছেন। এ নিয়ে দগ্ধ পাঁচজনেরই মৃত্যু হলো।
গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ সোমবার ভোরে ইকবালের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে সকাল ১০টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
ইকবালের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানি গ্রামে। তাঁর বাবার নাম মো. খাইরুল ইসলাম। তিনি অন্য চার শ্রমিকের সঙ্গে সিদ্ধিরগঞ্জ এলাকাতেই থাকতেন। চিকিৎসকেরা জানিয়েছিলেন, ইকবালের শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল।
আজ সকালে বরুয়াজানি গ্রামে গেলে কথা হয় ইকবালের বাবা খাইরুল ইসলামের সঙ্গে। তিনি কেঁদে কেঁদে বলছেন, ‘আশা করছিলাম পুলাডা আমার বেঁচে বাড়ি ফিরবে। কপালডা আমার সহিলো না। পুলাডা আমার লাশ হয়েই বাড়িতে আইলো। আমি মনে করছিলাম সবার শরীল বেশি পুড়ছে, তাই তারা মইরা গেছে। আমার বাজান তো কম পুড়ছিল। গ্যাসের আগুন আমার পুলারেও আমার কাছ থেকে কাইড়া নিয়া গেল। তুমরা আমার বাজানরে মাফ কইরা দিও গো।’
সংশ্লিষ্ট কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়ামুল কাউসার বলেন, ‘দগ্ধ হওয়া পাঁচজনের চারজনই আমার ইউনিয়নের বাসিন্দা ছিল। এর মাঝে সবাই মারা গেল। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি যত দূর পারি পরিষদের পক্ষ থেকে এই পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করব।’
এর আগে, গত ১৪ অক্টোবর ভোরে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের সৈয়দপাড়া এলাকায় শারমিন স্টিল মিলে বিস্ফোরণ ঘটে। এতে ইকবাল হোসেন, মোজাম্মেল হক, সাইফুল ইসলাম, জাকারিয়া ও শরিফুল ইসলাম নামের পাঁচ শ্রমিক দগ্ধ হন।
যার মধ্যে চারজনের বাড়িই শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানি গ্রামে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় পর্যায়ক্রমে চার শ্রমিক মারা যাওয়ার পর গতকাল রাতে মারা যান ইকবাল হোসেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
৯ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে