Ajker Patrika

নির্বাচনের আগের রাতে স্থগিতাদেশ দিলেন হাইকোর্ট, হতাশ প্রার্থী ও সমর্থকেরা

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
নির্বাচনের আগের রাতে স্থগিতাদেশ দিলেন হাইকোর্ট, হতাশ প্রার্থী ও সমর্থকেরা

জামালপুরের দেওয়ানগঞ্জে ভোটের আগের রাতে নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ সোমবার ষষ্ঠ ধাপে জানুয়ারি উপজেলার পার রাম রামপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হওয়ার কথা থাকলেও গতকাল রোববার রাতে নির্বাচন স্থগিত করে একটি গণ বিজ্ঞপ্তি দিয়েছে উপজেলা নির্বাচন অফিসার। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা থেকে দেওয়া গণবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আজ সোমবার ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য উপজেলার পার রাম রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী তিন মাসের জন্য স্থগিত করে ৩০ জানুয়ারি রোববার এক আদেশ জারি করেন হাইকোর্ট। সে অনুযায়ী ৩১ জানুয়ারি সোমবারের পার রাম রামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে এই গণ বিজ্ঞাপ্তি জারি করা হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মো. বেলাল হোসেন বলেন, ‘পার রাম রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। প্রত্যেক কেন্দ্রে ভোট গ্রহণের সরঞ্জামাদিও পাঠানো হয়েছিল। নির্বাচন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কেন্দ্রে পৌঁছেছিল। ভোটগ্রহণ কর্মকর্তারাও সবাই প্রস্তুত ছিল। কিন্তু রোববার উক্ত নির্বাচন স্থগিত করে হাইকোর্ট একটি আদেশ জারি করেন। সেই আদেশের কপি রোববার রাতে আমার কাছে এসে পৌঁছালে হাইকোর্টের আদেশ অনুসরণ করে পার রাম রামপুর ইউপি নির্বাচন স্থগিত করে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’ 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা আজকের পত্রিকা কে বলেন, ‘হাইকোর্টের নির্দেশে পার রাম রামপুর ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নির্দেশনা পেলে ওই ইউপিতে নির্বাচনের আয়োজন করা হবে।’ 

এদিকে ভোটের আগের রাতে পার রাম রামপুর ইউপি নির্বাচন স্থগিত হওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন ওই অঞ্চলের সাধারণ ভোটার ও প্রার্থীরা। 

এ বিষয়ে পার রাম রামপুর ইউপি নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদের প্রার্থী জে কে সেলিম আজকের পত্রিকা কে বলেন, ‘নির্বাচনের আগের দিন নির্বাচন স্থগিত করার বিষয়টি সত্যিই অনেক কষ্টের। কষ্টের হলেও হাইকোর্টের আদেশ মেনে নিতে হবে। তিনি বলেও, তফসিল ঘোষণার হওয়ার পর প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে প্রতিদিন প্রচার প্রচারণা চালিয়েছি। ভোটারদের দারে দারে গিয়ে ভোট প্রার্থনা করেছি। ভোটারদের যথেষ্ট সারা পেয়েছি। ৩১ তারিখ নির্বাচন হলে আমি জিততাম। ভোটের আগের রাতে নির্বাচন স্থগিত হওয়ার খবরটি শুনে আমিসহ আমার কর্মী সমর্থকরাও হতাশ হয়েছি।’ তিনি সকল সমস্যা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। 

এ নিয়ে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শরীফ আকন্দ বলেন, ‘ভোটের আগের রাতে নির্বাচন স্থগিতের খবরটি শুনে হতাশ হয়েছি। পরের দিন ভোট হবে এ নিয়ে এলাকার মানুষের মাঝে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা ছিল কিন্তু রোববার রাতে নির্বাচন স্থগিত হওয়ার খবরে নিমেষেই নীরবতা নেমে আসে।’ 

এ নিয়ে পার রাম রামপুর ইউনিয়নের বানিপাড়ার বাসিন্দা ভোটার নাজমুল হাসান বলেন, ‘আমি রাজধানীর একটি পোশাক কারখানায় চাকরি করি। নির্বাচনে ভোট দিতে ছুটি নিয়ে বাড়িতে এসেছি কিন্তু ভোটের আগের রাতে জানতে পারি নির্বাচন স্থগিত করা হয়েছে।’ ভোটের আগের রাতে নির্বাচন স্থগিতের এই খবরের জন্য প্রস্তুত ছিলেন না তিনি বলে জানান নাজমুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

সঞ্চয়পত্রের মুনাফার হার কমছে না, প্রজ্ঞাপনের অপেক্ষা

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

ব্যবসায়ী নেতাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিল বিএনপি

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিকেলে নেওয়ার সিদ্ধান্তে দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত