জামালপুরের মাদারগঞ্জে দীর্ঘ ৩৪ বছর ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে অবৈধভাবে দখলে থাকা বাড়িটি উচ্ছেদ করেছে ডিসি অফিসের একটি প্রতিনিধি দল। আজ মঙ্গলবার সকালে ডিসি অফিসের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেনের নেতৃত্বে ও মাদারগঞ্জে মডেল থানা-পুলিশের সহযোগিতায় এস্কেভেটর দিয়ে বাড়িটি ভেঙে মাঠটি দখলমুক্ত করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার গুনারীতলা ইউনিয়নের মধ্যরায়ের জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা তৈরি করে বসবাস করছিলেন বিদ্যালয়টির সাবেক সহকারী শিক্ষক মো. চাঁন মিয়া। বিদ্যালয়টি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সভাপতি দখলকারী চাঁন মিয়াকে তাঁর অবৈধ স্থাপনা সরাতে বললেও তিনি সেখানে বসবাস করতে থাকেন। পরে আদালতে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য লিখিত আবেদন দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে খবরও প্রকাশ হয়। অবশেষে আজ (মঙ্গলবার) বিদ্যালয়ের খেলার মাঠটি উদ্ধার করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি কামরুল হাসান শাহীন বলেন, ‘বিদ্যালয়টির খেলার মাঠে বাড়ি করে দখল করে থাকা ওই শিক্ষক চাঁন মিয়াকে এর আগে একাধিকবার বিষয়টি অবগত করেছি। কিন্তু তিনি কর্ণপাত করেনি। আজ ডিসি অফিসের একদল প্রতিনিধি খেলার মাঠটি উদ্ধার করে। এখন বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারবে।’
এ বিষয়ে মাঠ দখল করে রাখা শিক্ষক চাঁন মিয়া বলেন, ‘বিদ্যালয়টির প্রতিষ্ঠার জন্য আমরা চারজন মিলে স্কুলের জন্য ৪১ শতাংশ জমি দান করি। অপর তিনজনের সঙ্গে মৌখিক চুক্তি হয় যে—আমি আমার জায়গায় থেকে এক দাগে ৪১ শতাংশ দিলে, তারা আমাকে তিনজন মিলে ৭ শতাংশ জমি বাদ দিয়ে বাকি জমি অন্য জায়গা থেকে দেবে। পরে আমাকে তারা কোনো জায়গা না দিয়ে মিথ্যা মামলা করে। আজ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এসে আমার বাড়ি ঘর ভেঙে দেয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা তৈরি করে আসছিল। পরে সরকারি বিধি মোতাবেক ডিসি অফিসের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ করা হয়েছে। আমরা বিদ্যালয়ের ৪১ শতাংশ জমি বুঝিয়ে নিয়েছি। উচ্ছেদের সময় মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরশেদ আলী, গুনারীতলা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে