সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে ভোটগ্রহণ হয়। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকেরা কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
বিকেল ৩টার দিকে একই কেন্দ্রে ফের নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকেরা সংঘর্ষে জড়ায়। ইট পাটকেল নিক্ষেপ আর লাঠিসোঁটার আঘাতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন। এ সময় ভোট কেন্দ্রের পাশে একটি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িসহ দুটি মোটরসাইকেল ভাঙচুর করে ট্রাক প্রতীকের সমর্থকেরা।
অপরদিকে সকাল ১১টার দিকে পৌরসভার বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে নৌকা প্রতীকের দুই এজেন্ট আহত হন। গুরুতর অবস্থায় নৌকা প্রতীকের এজেন্ট মুমিনুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
এ ছাড়া ডিগ্রিবন্ধ দারুস সুন্নাহ আলীম মাদ্রাসা কেন্দ্র থেকে ঈগল প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কেন্দ্রে ঈগল প্রতীকের কোনো এজেন্টকে পাওয়া যায়নি।
বেলা ১১টার পর থেকে এ উপজেলার ৮৯টি ভোট কেন্দ্রের অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি।
একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও নৌকা প্রতীকের সমর্থক ইমরুল কায়েস বলেন, ‘ট্রাক প্রতীকের সমর্থকেরা ব্যবসাপ্রতিষ্ঠা ও বাড়িঘরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে আমার পরিবারের লোকজনকে মারধর করে। হামলাকারীদের লাঠিসোঁটার আঘাতে দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এ বিষয়ে বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘ট্রাক ও নৌকার প্রার্থীর এজেন্টদের মধ্যে কথা-কাটাকাটি থেকে উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ‘চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের অধ্যক্ষ আবদুর রশীদের সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে ভোটগ্রহণ হয়। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকেরা কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
বিকেল ৩টার দিকে একই কেন্দ্রে ফের নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকেরা সংঘর্ষে জড়ায়। ইট পাটকেল নিক্ষেপ আর লাঠিসোঁটার আঘাতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন। এ সময় ভোট কেন্দ্রের পাশে একটি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িসহ দুটি মোটরসাইকেল ভাঙচুর করে ট্রাক প্রতীকের সমর্থকেরা।
অপরদিকে সকাল ১১টার দিকে পৌরসভার বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে নৌকা প্রতীকের দুই এজেন্ট আহত হন। গুরুতর অবস্থায় নৌকা প্রতীকের এজেন্ট মুমিনুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
এ ছাড়া ডিগ্রিবন্ধ দারুস সুন্নাহ আলীম মাদ্রাসা কেন্দ্র থেকে ঈগল প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কেন্দ্রে ঈগল প্রতীকের কোনো এজেন্টকে পাওয়া যায়নি।
বেলা ১১টার পর থেকে এ উপজেলার ৮৯টি ভোট কেন্দ্রের অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি।
একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও নৌকা প্রতীকের সমর্থক ইমরুল কায়েস বলেন, ‘ট্রাক প্রতীকের সমর্থকেরা ব্যবসাপ্রতিষ্ঠা ও বাড়িঘরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে আমার পরিবারের লোকজনকে মারধর করে। হামলাকারীদের লাঠিসোঁটার আঘাতে দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এ বিষয়ে বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘ট্রাক ও নৌকার প্রার্থীর এজেন্টদের মধ্যে কথা-কাটাকাটি থেকে উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ‘চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের অধ্যক্ষ আবদুর রশীদের সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে