Ajker Patrika

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
আজ সোমবার ময়মনসিংহ রেলওয়ে জংশনে ৩ নম্বর লাইনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ছবি: সংগৃহীত
আজ সোমবার ময়মনসিংহ রেলওয়ে জংশনে ৩ নম্বর লাইনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। পাঁচ ঘণ্টা পর আজ সোমবার বেলা আড়াইটার দিকে ইঞ্জিনটি উদ্ধার করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশনে ৩ নম্বর লাইনে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়।

এ সময় ময়মনসিংহ রেলওয়ে জংশনের ৩ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে অন্য লাইন দিয়ে স্বাভাবিক ছিল।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার উদ্দেশে যাওয়ার সময় সকাল ৯টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশনে ৩ নম্বর লাইনে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। রেলওয়ের উদ্ধারকর্মীরা খবর পেয়ে আধা ঘণ্টা পর লাইনচ্যুত ইঞ্জিন রেখে বিকল্প ইঞ্জিন যুক্ত করলে সকাল ১০টার দিকে ট্রেনটি পুনরায় জারিয়ার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় লাইনচ্যুত ইঞ্জিনটির উদ্ধারকাজ চলমান ছিল। পরে রেলওয়ের উদ্ধারকর্মীরা দীর্ঘ ৫ ঘণ্টার চেষ্টায় বেলা আড়াইটার দিকে ইঞ্জিনটি উদ্ধার করে লোকোশেডে নিয়ে গেলে ৩ নম্বর লাইনটি সচল হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত