জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমাকে সব রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার জামালপুর শহরের কাচারীপাড়া এলাকার ঠিকাদার ও আওয়ামী লীগের প্রবীণ কর্মী সাইদ বিশ্ব ইজতেমায় যান। এই সুযোগে যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমার নেতৃত্বে লোকজন গিয়ে তাঁর বাড়ি দখল করে নেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হলে জনমনে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে জেলা যুব মহিলা লীগের সভাপতিসহ সব রাজনৈতিক পদ থেকে ফারহানা সোমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আবু সাইদের মেয়ে শারমীন সুলতানা ছন্দা সাংবাদিকদের বলেন, ‘আমার বাবা বিশ্ব ইজতেমায় গেলে ফারহানা সোমার নেতৃত্বে এক-দেড় শ লোক দা, লাঠি, বাঁশসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ি দখল করে।’
কান্নাজড়িত কণ্ঠে ছন্দা বলেন, ‘ক্রয়সূত্রে আমার বাবা এই জমির মালিক। এই বাড়িতে আমরা ২৭ বছর ধরে বসবাস করছি। বাবা ইজতেমায় গেলে বাড়িতে আমি একাই ছিলাম। ফারহানা সোমার উপস্থিতিতে তার লোকজন আমাকে মারধর করে বাড়ি দখল করে নেয়। আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে।’
এ বিষয়ে ফারহানা সোমা মোবাইল ফোনে বলেন, ‘সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশের কোনো চিঠি আমি পাইনি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেসব সঠিক নয়। সেখানে আমি জমি দখল করতে যাইনি। সেটা আমার বড় বোনের বাড়ি। মারামারির খবর শুনে আমি সেখানে গিয়েছিলাম।’

জামালপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমাকে সব রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার জামালপুর শহরের কাচারীপাড়া এলাকার ঠিকাদার ও আওয়ামী লীগের প্রবীণ কর্মী সাইদ বিশ্ব ইজতেমায় যান। এই সুযোগে যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমার নেতৃত্বে লোকজন গিয়ে তাঁর বাড়ি দখল করে নেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হলে জনমনে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে জেলা যুব মহিলা লীগের সভাপতিসহ সব রাজনৈতিক পদ থেকে ফারহানা সোমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আবু সাইদের মেয়ে শারমীন সুলতানা ছন্দা সাংবাদিকদের বলেন, ‘আমার বাবা বিশ্ব ইজতেমায় গেলে ফারহানা সোমার নেতৃত্বে এক-দেড় শ লোক দা, লাঠি, বাঁশসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়ি দখল করে।’
কান্নাজড়িত কণ্ঠে ছন্দা বলেন, ‘ক্রয়সূত্রে আমার বাবা এই জমির মালিক। এই বাড়িতে আমরা ২৭ বছর ধরে বসবাস করছি। বাবা ইজতেমায় গেলে বাড়িতে আমি একাই ছিলাম। ফারহানা সোমার উপস্থিতিতে তার লোকজন আমাকে মারধর করে বাড়ি দখল করে নেয়। আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে।’
এ বিষয়ে ফারহানা সোমা মোবাইল ফোনে বলেন, ‘সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশের কোনো চিঠি আমি পাইনি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেসব সঠিক নয়। সেখানে আমি জমি দখল করতে যাইনি। সেটা আমার বড় বোনের বাড়ি। মারামারির খবর শুনে আমি সেখানে গিয়েছিলাম।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৯ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২৯ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩৫ মিনিট আগে