
শিক্ষার্থীদের টাকা আত্মসাতের অভিযোগে জামালপুরের মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান পূর্ণকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রোববার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জামালপুর জেলা ছাত্রলীগের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান পূর্ণকে তাঁর পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাঁর বিরুদ্ধে কেন চূড়ান্ত শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, উপযুক্ত কারণসহ আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব জানাতে বলা হয়। একই সঙ্গে মেলান্দহ সরকারি কলেজ শাখার বর্তমান সহসভাপতি মো. রাকিব খানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করতে বলা হয়।
এ বিষয়ে জানতে মো. মেহেদী হাসান পূর্ণর মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মেহেদী হাসান পূর্ণকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
মেহেদী হাসান পূর্ণর বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে ফরম ফিলআপ না করে যোগাযোগ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি গতকাল রোববার ভুক্তভোগী শিক্ষার্থীরা কেন্দ্রীয় আওয়ামী লীগের এক নেতাকে জানায়। পরে ওই নেতা মেহেদী হাসান পূর্ণকে ছাত্রলীগ সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দেন এবং ভুক্তভোগীদের ফরম ফিলআপের টাকা নিজেই দিয়ে দেন।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে