টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক ব্যবসায়ীর পুরুষাঙ্গে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বাঘিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা (৪৫) উপজেলার হাটকান গ্রামের মৃত মফিজউদ্দিন খালাসির ছেলে। মোস্তফার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি কাঠে নকশা তৈরির কাজ করতেন।
অভিযুক্ত রাজন সদর উপজেলার নোয়াদ্দা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা কাঠের নকশা তৈরির কাজ করেন। প্রতিদিনের মতো মোস্তফা দোকান খুলে কাজ শুরু করেন। আজ শনিবার সকালে পুরা বাজারের ফার্নিচারের দোকানদার রাজন কাঠে নকশার কাজ করাতে আসেন। তাৎক্ষণিক তাঁর কাঠে নকশার কাজ করে দিতে বলেন রাজন। কিন্তু মোস্তফার হাতে কাজ থাকায় সে সময় কাজ করে দিতে পারবেন না জানালে একপর্যায়ে বাক্বিতণ্ডা এবং হাতাহাতির সৃষ্টি হয়। পরে রাজন মোস্তফার পুরুষাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় মোস্তফা।
মোস্তফার শ্বশুর হাজী সাত্তার শেখ বলেন, ‘আমার মেয়ের জামাই শান্ত স্বভাবের একজন মানুষ। তাকে যে হত্যা করেছে আমরা তার ফাঁসি চাই।’ 
মোস্তফার মেয়ে জান্নাত বলেন, ‘আমার বাবাকে যে হত্যা করেছে তার ফাঁসি চাই। রাজনের ফাঁসি চাই।’
স্ত্রী সুলতানা বেগম বলেন, ‘আমার স্বামীর হত্যাকারী রাজনের ফাঁসি চাই।’
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এটা একটি হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সত্যতা জানা যাবে। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি।’

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক ব্যবসায়ীর পুরুষাঙ্গে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বাঘিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা (৪৫) উপজেলার হাটকান গ্রামের মৃত মফিজউদ্দিন খালাসির ছেলে। মোস্তফার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি কাঠে নকশা তৈরির কাজ করতেন।
অভিযুক্ত রাজন সদর উপজেলার নোয়াদ্দা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী। ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা কাঠের নকশা তৈরির কাজ করেন। প্রতিদিনের মতো মোস্তফা দোকান খুলে কাজ শুরু করেন। আজ শনিবার সকালে পুরা বাজারের ফার্নিচারের দোকানদার রাজন কাঠে নকশার কাজ করাতে আসেন। তাৎক্ষণিক তাঁর কাঠে নকশার কাজ করে দিতে বলেন রাজন। কিন্তু মোস্তফার হাতে কাজ থাকায় সে সময় কাজ করে দিতে পারবেন না জানালে একপর্যায়ে বাক্বিতণ্ডা এবং হাতাহাতির সৃষ্টি হয়। পরে রাজন মোস্তফার পুরুষাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় মোস্তফা।
মোস্তফার শ্বশুর হাজী সাত্তার শেখ বলেন, ‘আমার মেয়ের জামাই শান্ত স্বভাবের একজন মানুষ। তাকে যে হত্যা করেছে আমরা তার ফাঁসি চাই।’ 
মোস্তফার মেয়ে জান্নাত বলেন, ‘আমার বাবাকে যে হত্যা করেছে তার ফাঁসি চাই। রাজনের ফাঁসি চাই।’
স্ত্রী সুলতানা বেগম বলেন, ‘আমার স্বামীর হত্যাকারী রাজনের ফাঁসি চাই।’
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এটা একটি হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সত্যতা জানা যাবে। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে