মৌলভীবাজার প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী।
গতকাল সোমবার রাতে পৌর শহরের বাদেমনসুর এলাকার নিজ বাসায় দলীয় নেতা-কর্মী, সমর্থকদের নিয়ে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। সভায় সফি আহমদ সলমান বলেন, ‘উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম। এ উপজেলাকে স্মার্ট, মডেল ও সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলব। সেই সঙ্গে যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তনে আমার জীবন বিসর্জন দিতে প্রস্তুত আছি।’
কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা চেয়ে প্রজ্ঞাপন জারি করার জন্য স্থানীয় সরকার বিভাগের কাছে তাঁর আবেদনটি পাঠিয়েছেন বলে জানান তিনি। এর আগে সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মতবিনিময় সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মুহিম খান, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই হাদী প্রমুখ।
সফি আহমদ সলমান উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ছিলেন এবং গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আ স ম কামরুল ইসলামকে বিপুল ভোটে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী।
গতকাল সোমবার রাতে পৌর শহরের বাদেমনসুর এলাকার নিজ বাসায় দলীয় নেতা-কর্মী, সমর্থকদের নিয়ে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। সভায় সফি আহমদ সলমান বলেন, ‘উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম। এ উপজেলাকে স্মার্ট, মডেল ও সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলব। সেই সঙ্গে যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তনে আমার জীবন বিসর্জন দিতে প্রস্তুত আছি।’
কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা চেয়ে প্রজ্ঞাপন জারি করার জন্য স্থানীয় সরকার বিভাগের কাছে তাঁর আবেদনটি পাঠিয়েছেন বলে জানান তিনি। এর আগে সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মতবিনিময় সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মুহিম খান, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই হাদী প্রমুখ।
সফি আহমদ সলমান উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ছিলেন এবং গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আ স ম কামরুল ইসলামকে বিপুল ভোটে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৭ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে