Ajker Patrika

লাউয়াছড়া বনে আগুন, পুড়ল প্রাণীদের আবাসস্থল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  
লাউয়াছড়া বনে আগুন, পুড়ল প্রাণীদের আবাসস্থল
কমলগঞ্জে লাউয়াছড়া বনে আগুন। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বুধবার বেলা ১টার দিকে আগুন লাগার পর প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নেভান বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেসরকারি সংস্থা হিড বাংলাদেশের পশ্চিমের টিলাভূমিতে দুপুরে আগুনের সূত্রপাত হয়। পরে লাউয়াছড়া বনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে হিড বাংলাদেশের টিলাভূমি ও লাউয়াছড়া বনের প্রায় দুই একর জায়গা পুড়ে যায়। পরে এলাকাবাসী, বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বন বিভাগের একটি সূত্র জানায়, বনে এই সময়ে এমনি এমনি আগুন লাগার কথা না। কেউ ইচ্ছাকৃত বনে আগুন লাগিয়েছে। এই আগুনে বনের গাছগাছালি, লতাপাতা পুড়ে গেছে। প্রাণীদের আবাসস্থল ধ্বংস হয়েছে। প্রাণী মারা যাওয়ারও শঙ্কা রয়েছে।

কমলগঞ্জে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’

আগুনের বিষয়ে লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, প্রথমে হিড বাংলাদেশের জায়গায় আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে লাউয়াছড়া বনের প্রায় এক একর জায়গা পুড়ে যায়। হিড বাংলাদেশের কত একর জায়গা পুড়েছে তা নিশ্চিত নয়। বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।

তবে হিড বাংলাদেশের লিয়াজোঁ অফিসার নুরে আলম সিদ্দিকী দাবি করেন, যে জায়গায় আগুন লেগেছে এই জায়গা লাউয়াছড়া বনের। তাঁদের জায়গায় আগুন লাগেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত