কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বুধবার বেলা ১টার দিকে আগুন লাগার পর প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নেভান বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেসরকারি সংস্থা হিড বাংলাদেশের পশ্চিমের টিলাভূমিতে দুপুরে আগুনের সূত্রপাত হয়। পরে লাউয়াছড়া বনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে হিড বাংলাদেশের টিলাভূমি ও লাউয়াছড়া বনের প্রায় দুই একর জায়গা পুড়ে যায়। পরে এলাকাবাসী, বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বন বিভাগের একটি সূত্র জানায়, বনে এই সময়ে এমনি এমনি আগুন লাগার কথা না। কেউ ইচ্ছাকৃত বনে আগুন লাগিয়েছে। এই আগুনে বনের গাছগাছালি, লতাপাতা পুড়ে গেছে। প্রাণীদের আবাসস্থল ধ্বংস হয়েছে। প্রাণী মারা যাওয়ারও শঙ্কা রয়েছে।
কমলগঞ্জে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’
আগুনের বিষয়ে লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, প্রথমে হিড বাংলাদেশের জায়গায় আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে লাউয়াছড়া বনের প্রায় এক একর জায়গা পুড়ে যায়। হিড বাংলাদেশের কত একর জায়গা পুড়েছে তা নিশ্চিত নয়। বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।
তবে হিড বাংলাদেশের লিয়াজোঁ অফিসার নুরে আলম সিদ্দিকী দাবি করেন, যে জায়গায় আগুন লেগেছে এই জায়গা লাউয়াছড়া বনের। তাঁদের জায়গায় আগুন লাগেনি।

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বুধবার বেলা ১টার দিকে আগুন লাগার পর প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নেভান বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেসরকারি সংস্থা হিড বাংলাদেশের পশ্চিমের টিলাভূমিতে দুপুরে আগুনের সূত্রপাত হয়। পরে লাউয়াছড়া বনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে হিড বাংলাদেশের টিলাভূমি ও লাউয়াছড়া বনের প্রায় দুই একর জায়গা পুড়ে যায়। পরে এলাকাবাসী, বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বন বিভাগের একটি সূত্র জানায়, বনে এই সময়ে এমনি এমনি আগুন লাগার কথা না। কেউ ইচ্ছাকৃত বনে আগুন লাগিয়েছে। এই আগুনে বনের গাছগাছালি, লতাপাতা পুড়ে গেছে। প্রাণীদের আবাসস্থল ধ্বংস হয়েছে। প্রাণী মারা যাওয়ারও শঙ্কা রয়েছে।
কমলগঞ্জে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’
আগুনের বিষয়ে লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, প্রথমে হিড বাংলাদেশের জায়গায় আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে লাউয়াছড়া বনের প্রায় এক একর জায়গা পুড়ে যায়। হিড বাংলাদেশের কত একর জায়গা পুড়েছে তা নিশ্চিত নয়। বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।
তবে হিড বাংলাদেশের লিয়াজোঁ অফিসার নুরে আলম সিদ্দিকী দাবি করেন, যে জায়গায় আগুন লেগেছে এই জায়গা লাউয়াছড়া বনের। তাঁদের জায়গায় আগুন লাগেনি।

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১৬ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
৩২ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় রিয়াজ উদ্দিন সরকার (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ভালুকা উপজেলার ধীতপুর টুংরাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে একজনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। পরে আসামিকে নিয়ে আসার পথে র্যাবের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
৩৬ মিনিট আগে