Ajker Patrika

৪০ ঘণ্টা পর সীমান্তে নিহত যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি
৪০ ঘণ্টা পর সীমান্তে নিহত যুবকের লাশ ফেরত দিল বিএসএফ
প্রদীপ বৈদ্য। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত যুবক প্রদীপ বৈদ্যের লাশ ৪০ ঘণ্টা পর হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার উপজেলার চাতলাপুর স্থল শুল্কস্টেশন দিয়ে বিএসএফ, বাংলাদেশ ইমিগ্রেশন ও বিজিবির কাছে লাশটি ফেরত দেয়। পরে নিহত ব্যক্তির পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার রাতে উপজেলার দত্তগ্রাম সীমান্তের ৫৭ নম্বর পিলারের কাছে বিএসএফের গুলিতে প্রদীপ নিহত হন। পরে বিএসএফ সদস্যরা লাশটি নিয়ে যান। নিহত প্রদীপ বৈদ্য ওই উপজেলার দত্তগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জয়নুল ইসলাম জানান, প্রদীপ বৈদ্য পড়াশোনার পাশাপাশি কৃষিকাজ করতেন। খুবই দরিদ্র পরিবারের সন্তান। গত শনিবার তাঁকে সীমান্তের কাঁটাতারের পাশে বিএসএফ গুলি করে হত্যা করে লাশ নিয়ে যায়।

প্রদীপের বড় ভাই জয়ন্ত বৈদ্য বলেন, ‘জানি না আমার ভাইকে কোন কারণে বিএসএফ হত্যা করেছে। আমার ভাই কোনো দিন চোরাকারবারির সঙ্গে জড়িত ছিল না। আমরা লাশ পেয়েছি।’

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, থানা-পুলিশ, ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির সদস্যদের উপস্থিতিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত