মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা রেজাউল করিম খন্দকার। পেশায় তিনি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক। তবে শিক্ষকতার পাশাপাশি তিনি গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী ফলের বাগান, যা তাঁর শখ ও ভালোবাসার এক প্রতিচ্ছবি। প্রায় আট বছর আগে নিজের বাড়ির পাশে মাত্র দুই একর জমিতে বাগান শুরু করলেও এখন তা শতাধিক দেশি-বিদেশি ফলের গাছে সমৃদ্ধ।
২০১৭ সালে তিনি শখের বশে বাড়ির পাশের একটি টিলায় প্রথমে আমগাছ রোপণ করেন। এতে ভালো ফলন পেয়ে তাঁর আগ্রহ আরও বাড়তে থাকে। এরপর একে একে যুক্ত করেন কমলা, মাল্টা, পেয়ারা, জামরুল, ডালিম, ড্রাগন ফল, ত্বিন, স্ট্রবেরিসহ আরও অনেক দেশি-বিদেশি জাতের ফল। তিনি এখন দেশ ও বিদেশ থেকে নতুন নতুন জাতের ফল গাছ এনে লাগাচ্ছেন। তাঁর এই বাগানটি এখন উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিসবাজার এলাকার এক দর্শনীয় স্থান।
সম্প্রতি তাঁর বাগানে গিয়ে দেখা যায়, প্রতিটি গাছে ঝুলছে থোকা থোকা ফল। সব গাছের নিচে ফলের নাম ও জাত লেখা রয়েছে, যা দেখে যে কেউ সহজেই পরিচিত হতে পারে।
রেজাউল করিম জানান, তাঁর বাগানে বর্তমানে ৫০ জাতের আমগাছ, ১০ জাতের কমলা ও মাল্টা এবং ৭ জাতের আঙুরের গাছ রয়েছে। এ ছাড়া রয়েছে আনার, আপেল, পারসিমন, নাশপাতি, ড্রাগন ফল, ত্বিন ফল, ব্ল্যাকবেরি, লুকাট, রামবুটান, সালাক, পেয়ারা, স্ট্রবেরি, জামরুল, কাজুবাদাম, ফিলিপাইন আখ, আতাফল, শরিফা ও পেঁপে।
আমের জাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—আলফানসো, আমেরিকান কেন্ট, হিমসাগর, পাকিস্তানি চোষা, সূর্য ডিম, বৈশাখী, হাঁড়িভাঙা, কিউজাই, ব্ল্যাকস্টোন, মহাচনক এবং ব্যানানা ম্যাঙ্গো। কমলার মধ্যে রয়েছে—হানিডিউ, কমলা তারাক্ক, রুপি গ্রেপ, চায়না কমলা, সিলেটি কমলা ও থাই-২। আঙুরের মধ্যে আছে—আঙুর গ্রিল লং, ফ্যান্টাসি, বাইকুলুর, ভিতুবি ব্ল্যাক এবং এবিউ জায়ান্ট। এবার তিনি চার শতক জমিতে বাণিজ্যিকভাবে আঙুর চাষ করেছেন এবং ফলন ভালো হওয়ার আশা করছেন।

বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ‘রেজাউল করিম একজন শৌখিন এবং উদ্যমী কৃষি উদ্যোক্তা। তাঁর বাগান পরিদর্শন করে আমি তাঁকে বাণিজ্যিকভাবে ফল চাষ সম্প্রসারণের জন্য উৎসাহিত করেছি।’
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দীন বলেন, ‘আমরা রেজাউলের মতো এমন উদ্যোক্তা খুঁজছি। আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য প্রয়োজন, তা করা হবে।’

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা রেজাউল করিম খন্দকার। পেশায় তিনি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক। তবে শিক্ষকতার পাশাপাশি তিনি গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী ফলের বাগান, যা তাঁর শখ ও ভালোবাসার এক প্রতিচ্ছবি। প্রায় আট বছর আগে নিজের বাড়ির পাশে মাত্র দুই একর জমিতে বাগান শুরু করলেও এখন তা শতাধিক দেশি-বিদেশি ফলের গাছে সমৃদ্ধ।
২০১৭ সালে তিনি শখের বশে বাড়ির পাশের একটি টিলায় প্রথমে আমগাছ রোপণ করেন। এতে ভালো ফলন পেয়ে তাঁর আগ্রহ আরও বাড়তে থাকে। এরপর একে একে যুক্ত করেন কমলা, মাল্টা, পেয়ারা, জামরুল, ডালিম, ড্রাগন ফল, ত্বিন, স্ট্রবেরিসহ আরও অনেক দেশি-বিদেশি জাতের ফল। তিনি এখন দেশ ও বিদেশ থেকে নতুন নতুন জাতের ফল গাছ এনে লাগাচ্ছেন। তাঁর এই বাগানটি এখন উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিসবাজার এলাকার এক দর্শনীয় স্থান।
সম্প্রতি তাঁর বাগানে গিয়ে দেখা যায়, প্রতিটি গাছে ঝুলছে থোকা থোকা ফল। সব গাছের নিচে ফলের নাম ও জাত লেখা রয়েছে, যা দেখে যে কেউ সহজেই পরিচিত হতে পারে।
রেজাউল করিম জানান, তাঁর বাগানে বর্তমানে ৫০ জাতের আমগাছ, ১০ জাতের কমলা ও মাল্টা এবং ৭ জাতের আঙুরের গাছ রয়েছে। এ ছাড়া রয়েছে আনার, আপেল, পারসিমন, নাশপাতি, ড্রাগন ফল, ত্বিন ফল, ব্ল্যাকবেরি, লুকাট, রামবুটান, সালাক, পেয়ারা, স্ট্রবেরি, জামরুল, কাজুবাদাম, ফিলিপাইন আখ, আতাফল, শরিফা ও পেঁপে।
আমের জাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—আলফানসো, আমেরিকান কেন্ট, হিমসাগর, পাকিস্তানি চোষা, সূর্য ডিম, বৈশাখী, হাঁড়িভাঙা, কিউজাই, ব্ল্যাকস্টোন, মহাচনক এবং ব্যানানা ম্যাঙ্গো। কমলার মধ্যে রয়েছে—হানিডিউ, কমলা তারাক্ক, রুপি গ্রেপ, চায়না কমলা, সিলেটি কমলা ও থাই-২। আঙুরের মধ্যে আছে—আঙুর গ্রিল লং, ফ্যান্টাসি, বাইকুলুর, ভিতুবি ব্ল্যাক এবং এবিউ জায়ান্ট। এবার তিনি চার শতক জমিতে বাণিজ্যিকভাবে আঙুর চাষ করেছেন এবং ফলন ভালো হওয়ার আশা করছেন।

বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ‘রেজাউল করিম একজন শৌখিন এবং উদ্যমী কৃষি উদ্যোক্তা। তাঁর বাগান পরিদর্শন করে আমি তাঁকে বাণিজ্যিকভাবে ফল চাষ সম্প্রসারণের জন্য উৎসাহিত করেছি।’
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দীন বলেন, ‘আমরা রেজাউলের মতো এমন উদ্যোক্তা খুঁজছি। আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য প্রয়োজন, তা করা হবে।’

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
২৩ মিনিট আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
৩২ মিনিট আগে
নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
১ ঘণ্টা আগে