গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

বাংলাদেশের ব্যস্ততম ফেরি ঘাটের মধ্যে একটি রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট ও মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাট। আজ বৃহস্পতিবার সকাল থেকেই দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ পড়েছে অনেক। সকাল থেকেই ঘাটে ঢাকামুখী যানবাহনসহ অন্যান্য জেলার যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
নদী পাড়ি দিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকামুখী এসব গাড়িকে ফেরিতে উঠতে ঢাকা-খুলনা মহাসড়কে ২ থেকে ৩ দিন করে অপেক্ষা করতে হচ্ছে।
আজ সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ঘাট এলাকার জিরো পয়েন্ট (৩ নং ফেরি ঘাট) থেকে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার জায়গাজুড়ে সহস্রাধিক দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি পরেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
বিআইডাব্লিউটিসি সূত্র জানিয়েছে ২০টি ফেরির মধ্যে ১টি ফেরি দেবে গেছে এবং আরও ৫টি ফেরি ত্রুটির কারণে মেরামতের জন্য ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল করছে ২০ টির মধ্য ১৪ টি। ঘাট এলাকায় গত দুদিন যানবাহনের অতিরিক্ত চাপ দেখা দিয়েছে। তবে খুব শিগগিরই এই চাপ কমবে বলে ধারণা করছেন তারা।
মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা করা জোবায়ের হোসেনের সঙ্গে। তিনি বলেন, গত মঙ্গলবার গোয়ালন্দ মোড়ে এসে সিরিয়ালে আটকা পড়ি। সেখান থেকে বৃহস্পতিবার ভোর ৫টায় ছেড়ে দিলে ঘাটে দিকে আসি। এখানে এসে ৫ ঘণ্টা যাবৎ সিরিয়াল ঠেলে মডেল স্কুল পর্যন্ত আসতে পেরেছি। ফেরি পেতে এখনো আরও ৫-৬ ঘণ্টা লাগবে।
দীর্ঘ সিরিয়ালে আটকে থাকা ঢাকাগামী রোজিনা পরিবহনের এক যাত্রী আনোয়ার হোসেন বলেন, সকাল ৯টায় কুমারখালি থেকে রওনা হন ঢাকার উদ্দেশ্যে করে। কিন্তু প্রায় ৩ ঘণ্টা হয়ে গেলেও এখনো ফেরি ঘাটে যেতে পারেনি। আরও কত দেরি হতে পারে তিনি জানেন না। স্ত্রী সন্তান নিয়ে নেমে লঞ্চে পাড় হবেন তাও পারছেন না।
দৌলতদিয়া ঘাট এলাকায় ডিউটিরত ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, দৌলতদিয়া ৫টি ঘাটের মধ্যে ২টি ঘাট শুধু ছোট ফেরি ভেড়ে। আর ৩টি ঘাটে (৫, ৬ এবং ৭) বড় ফেরি ভেড়ে। হঠাৎ করে ফেরি কমে যাওয়ায় ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশের ব্যস্ততম ফেরি ঘাটের মধ্যে একটি রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট ও মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাট। আজ বৃহস্পতিবার সকাল থেকেই দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ পড়েছে অনেক। সকাল থেকেই ঘাটে ঢাকামুখী যানবাহনসহ অন্যান্য জেলার যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
নদী পাড়ি দিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকামুখী এসব গাড়িকে ফেরিতে উঠতে ঢাকা-খুলনা মহাসড়কে ২ থেকে ৩ দিন করে অপেক্ষা করতে হচ্ছে।
আজ সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ঘাট এলাকার জিরো পয়েন্ট (৩ নং ফেরি ঘাট) থেকে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার জায়গাজুড়ে সহস্রাধিক দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি পরেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
বিআইডাব্লিউটিসি সূত্র জানিয়েছে ২০টি ফেরির মধ্যে ১টি ফেরি দেবে গেছে এবং আরও ৫টি ফেরি ত্রুটির কারণে মেরামতের জন্য ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল করছে ২০ টির মধ্য ১৪ টি। ঘাট এলাকায় গত দুদিন যানবাহনের অতিরিক্ত চাপ দেখা দিয়েছে। তবে খুব শিগগিরই এই চাপ কমবে বলে ধারণা করছেন তারা।
মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা করা জোবায়ের হোসেনের সঙ্গে। তিনি বলেন, গত মঙ্গলবার গোয়ালন্দ মোড়ে এসে সিরিয়ালে আটকা পড়ি। সেখান থেকে বৃহস্পতিবার ভোর ৫টায় ছেড়ে দিলে ঘাটে দিকে আসি। এখানে এসে ৫ ঘণ্টা যাবৎ সিরিয়াল ঠেলে মডেল স্কুল পর্যন্ত আসতে পেরেছি। ফেরি পেতে এখনো আরও ৫-৬ ঘণ্টা লাগবে।
দীর্ঘ সিরিয়ালে আটকে থাকা ঢাকাগামী রোজিনা পরিবহনের এক যাত্রী আনোয়ার হোসেন বলেন, সকাল ৯টায় কুমারখালি থেকে রওনা হন ঢাকার উদ্দেশ্যে করে। কিন্তু প্রায় ৩ ঘণ্টা হয়ে গেলেও এখনো ফেরি ঘাটে যেতে পারেনি। আরও কত দেরি হতে পারে তিনি জানেন না। স্ত্রী সন্তান নিয়ে নেমে লঞ্চে পাড় হবেন তাও পারছেন না।
দৌলতদিয়া ঘাট এলাকায় ডিউটিরত ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, দৌলতদিয়া ৫টি ঘাটের মধ্যে ২টি ঘাট শুধু ছোট ফেরি ভেড়ে। আর ৩টি ঘাটে (৫, ৬ এবং ৭) বড় ফেরি ভেড়ে। হঠাৎ করে ফেরি কমে যাওয়ায় ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে