হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘সর্বনিম্ন ৩ হাজার থেকে ১০ হাজার টাকা আর বড় নেতারা লাখের ওপরে বিক্রি হয়ে গেছে। মাথা বিক্রি হয়ে গেছে।’
গতকাল বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করা এই আসনের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
এ সময় সমর্থকদের কাছে জানতে চান, ‘আপনারা কি পাইছেন ২-৪ হাজার টাকা? পান নাই। তাহলে আমি আপনাদের বলতে চাই, নৌকা মার্কা উন্নয়নের মার্কা, নৌকা মার্কা শেখ হাসিনার মার্কা, নৌকা মার্কা সততার মার্কা। নৌকা মার্কা আমার ন্যায়নিষ্ঠা, সততা ও পরিশ্রমের মার্কা। তাই আপনারা নৌকায় ভোট দিবেন।’
কোনো অন্যায় কাজ করেননি জানিয়ে মমতাজ বলেন, ‘আমি অনেক দিন ধরেই উন্নয়নমূলক কাজ করছি। আপনারা জানেন, আমাকে দিয়ে কোনো কাজে কোনো দিনই পার্সেন্টেজ খাওয়াইতে পারে নাই। আমাকে দিয়ে চাকরির নামে কোনো দিন টাকা খাওয়াইতে পারে নাই। আমাকে দিয়ে দুই নম্বরি করাইতে পারে নাই। আমাকে দিয়ে মানুষের হক আত্মসাৎ করাইতে পারে নাই। পারে নাই দেখে দুই-চারজন আবার আমার ওপর বেজার হইছে। তাই আমাকে বাদ দিয়ে নতুন কোনো পয়সাওয়ালা আইন্যা তার পেছনে যাই, তাহলে নগদ ক্যাশও পামু, দালালি-বাটপারি কইরা পয়সা কামামু। এই ধান্দা করে একদল আমাদের মধ্য থেকে গ্রুপিং করে তারা ছুটে গেছে। সারা দেশের মানুষ তা এখন জেনে গেছে। নৌকার সাথে থাকবেন।’
মমতাজ বলেন, ‘আজ থেকে বিশ বছর আগে এই এলাকাকে দুর্গম এলাকা বলা হতো। এখন কিন্তু অবহেলিত বলার কেউ নেই। কারণ প্রতিটা ইউনিয়নের মোড়ে মোড়ে গেলে, গ্রামের ভেতরে ঢুকলে দেখা যায় সব জায়গায় এখন শহরের মতো হয়ে গেছে। এখন কোনো জায়গায় আর গ্রাম খুঁজে পাওয়া যায় না। শহরে যেমন সবকিছু পাওয়া যায়, এখন গ্রামেও কিন্তু সবই পাওয়া যায়। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু বলেছিলেন গ্রামকে শহর করা হবে। আজ কিন্তু আমরা তা-ই দেখতে পাচ্ছি। এখন গ্রাম কিন্তু শহরে পরিণত হয়েছে। আজ বালিরটেকের ব্রিজের কারণে কিন্তু হরিরামপুর, সিংগাইর ও সদরের তিনটি ইউনিয়নের সঙ্গ এক সেতুবন্ধ তৈরি হয়ে গেছে।
নির্বাচনী সভায় মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, সদর উপজেলা চেয়ারম্যান ইস্রাফিল হোসেন, পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ প্রমুখ বক্তব্য দেন।

মানিকগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘সর্বনিম্ন ৩ হাজার থেকে ১০ হাজার টাকা আর বড় নেতারা লাখের ওপরে বিক্রি হয়ে গেছে। মাথা বিক্রি হয়ে গেছে।’
গতকাল বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করা এই আসনের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
এ সময় সমর্থকদের কাছে জানতে চান, ‘আপনারা কি পাইছেন ২-৪ হাজার টাকা? পান নাই। তাহলে আমি আপনাদের বলতে চাই, নৌকা মার্কা উন্নয়নের মার্কা, নৌকা মার্কা শেখ হাসিনার মার্কা, নৌকা মার্কা সততার মার্কা। নৌকা মার্কা আমার ন্যায়নিষ্ঠা, সততা ও পরিশ্রমের মার্কা। তাই আপনারা নৌকায় ভোট দিবেন।’
কোনো অন্যায় কাজ করেননি জানিয়ে মমতাজ বলেন, ‘আমি অনেক দিন ধরেই উন্নয়নমূলক কাজ করছি। আপনারা জানেন, আমাকে দিয়ে কোনো কাজে কোনো দিনই পার্সেন্টেজ খাওয়াইতে পারে নাই। আমাকে দিয়ে চাকরির নামে কোনো দিন টাকা খাওয়াইতে পারে নাই। আমাকে দিয়ে দুই নম্বরি করাইতে পারে নাই। আমাকে দিয়ে মানুষের হক আত্মসাৎ করাইতে পারে নাই। পারে নাই দেখে দুই-চারজন আবার আমার ওপর বেজার হইছে। তাই আমাকে বাদ দিয়ে নতুন কোনো পয়সাওয়ালা আইন্যা তার পেছনে যাই, তাহলে নগদ ক্যাশও পামু, দালালি-বাটপারি কইরা পয়সা কামামু। এই ধান্দা করে একদল আমাদের মধ্য থেকে গ্রুপিং করে তারা ছুটে গেছে। সারা দেশের মানুষ তা এখন জেনে গেছে। নৌকার সাথে থাকবেন।’
মমতাজ বলেন, ‘আজ থেকে বিশ বছর আগে এই এলাকাকে দুর্গম এলাকা বলা হতো। এখন কিন্তু অবহেলিত বলার কেউ নেই। কারণ প্রতিটা ইউনিয়নের মোড়ে মোড়ে গেলে, গ্রামের ভেতরে ঢুকলে দেখা যায় সব জায়গায় এখন শহরের মতো হয়ে গেছে। এখন কোনো জায়গায় আর গ্রাম খুঁজে পাওয়া যায় না। শহরে যেমন সবকিছু পাওয়া যায়, এখন গ্রামেও কিন্তু সবই পাওয়া যায়। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু বলেছিলেন গ্রামকে শহর করা হবে। আজ কিন্তু আমরা তা-ই দেখতে পাচ্ছি। এখন গ্রাম কিন্তু শহরে পরিণত হয়েছে। আজ বালিরটেকের ব্রিজের কারণে কিন্তু হরিরামপুর, সিংগাইর ও সদরের তিনটি ইউনিয়নের সঙ্গ এক সেতুবন্ধ তৈরি হয়ে গেছে।
নির্বাচনী সভায় মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, সদর উপজেলা চেয়ারম্যান ইস্রাফিল হোসেন, পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুর রহমান মহিদ প্রমুখ বক্তব্য দেন।

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
৯ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১২ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৩০ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে