সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় চাঁদা না দেওয়ায় সুকুমার রাজবংশী নামের এক যুবক ঠিকাদারের শ্রমিকদের মারধর করেছেন বলে অভিযোগ ওঠেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ঠিকাদার বাবুল মিয়া (৫৫)। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম।
উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া জেলেপাড়ার কালীমন্দিরসংলগ্ন খালের ওপর একটি ব্রিজ তৈরির কাজ করছেন সাব-কন্ট্রাক্টর মো. বাবুল মিয়া। অভিযোগ উঠেছে, সম্প্রতি তাঁর কাছে কান্দাপাড়া গ্রামের সুকুমার রাজবংশী নামের এক যুবক ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন তিনি। এর জেরে গতকাল রোববার বিকেল ৪টার দিকে সুকুমার রাজবংশী কয়েকজনকে নিয়ে ব্রিজের নির্মাণ সাইটের ঘরে ঢুকে শ্রমিক লাভলু (৫২) ও টুটুল মিয়াকে (৩০) দেশীয় অস্ত্র দিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সাটুরিয়া সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে মো. বাবুল মিয়া বলেন, ‘এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় আমার দুই নির্মাণশ্রমিককে মারধর করেছে চাঁদাবাজ সুকুমার রাজবংশী। এ ঘটনায় আমি আজ সকালে সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছি।’
এ বিষয়ে কান্দাপাড়া ব্রিজের ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন বলেন, ‘এই সুকুমার রাজবংশী এর আগেও চাঁদার দাবিতে আরেকবার শ্রমিকদের মারধর করেছিল। বিষয়টি তখন স্থানীয়ভাবে মীমাংসা হয়। এখন আবার চাঁদার কারণে আরও দুই শ্রমিককে মারধর করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর যেন কোনো লোক কোনো নির্মাণকাজে চাঁদাবাজি করতে না পারে।’
অভিযুক্ত সুকুমার রাজবংশীর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জের সাটুরিয়ায় চাঁদা না দেওয়ায় সুকুমার রাজবংশী নামের এক যুবক ঠিকাদারের শ্রমিকদের মারধর করেছেন বলে অভিযোগ ওঠেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ঠিকাদার বাবুল মিয়া (৫৫)। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম।
উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া জেলেপাড়ার কালীমন্দিরসংলগ্ন খালের ওপর একটি ব্রিজ তৈরির কাজ করছেন সাব-কন্ট্রাক্টর মো. বাবুল মিয়া। অভিযোগ উঠেছে, সম্প্রতি তাঁর কাছে কান্দাপাড়া গ্রামের সুকুমার রাজবংশী নামের এক যুবক ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন তিনি। এর জেরে গতকাল রোববার বিকেল ৪টার দিকে সুকুমার রাজবংশী কয়েকজনকে নিয়ে ব্রিজের নির্মাণ সাইটের ঘরে ঢুকে শ্রমিক লাভলু (৫২) ও টুটুল মিয়াকে (৩০) দেশীয় অস্ত্র দিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সাটুরিয়া সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে মো. বাবুল মিয়া বলেন, ‘এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় আমার দুই নির্মাণশ্রমিককে মারধর করেছে চাঁদাবাজ সুকুমার রাজবংশী। এ ঘটনায় আমি আজ সকালে সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছি।’
এ বিষয়ে কান্দাপাড়া ব্রিজের ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন বলেন, ‘এই সুকুমার রাজবংশী এর আগেও চাঁদার দাবিতে আরেকবার শ্রমিকদের মারধর করেছিল। বিষয়টি তখন স্থানীয়ভাবে মীমাংসা হয়। এখন আবার চাঁদার কারণে আরও দুই শ্রমিককে মারধর করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর যেন কোনো লোক কোনো নির্মাণকাজে চাঁদাবাজি করতে না পারে।’
অভিযুক্ত সুকুমার রাজবংশীর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৫) জখম হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এই ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৩ মিনিট আগে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহদী হাসানের বিরুদ্ধে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
এক দিনের ব্যবধানে ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা কমে নওগাঁ মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
২ ঘণ্টা আগে