মানিকগঞ্জ প্রতিনিধি

মিথ্যা অপপ্রচার, চরিত্র হনন, নির্বাচনী কাজে বাধাদানসহ কর্মীদের গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু। আজ বুধবার দুপুরে উপজেলার বাইমাইল এলাকায় নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন করা হয়। দেওয়ান জাহিদ আহমেদ টুলু জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।
সংবাদ সম্মেলনে দেওয়ান জাহিদ বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে তাঁর পক্ষে ভোট চাইতে গেলে আব্দুর রাজ্জাকসহ পাঁচজনকে গুলি করে হত্যার হুমকি দেন নৌকার প্রার্থী মমতাজ বেগমের সমর্থক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী ইস্কান্দার।
জেলা আওয়ামী লীগের এই নেতা অভিযোগ করে বলেন, ‘আলী ইস্কান্দার আমার কর্মীদের ট্রাক মার্কার পক্ষে কাজ করলে গলা টিপে, হাত কেটে এবং গুলি করে হত্যার হুমকি দিয়েছেন। এর আগে হরিরামপুরে আমার এক কর্মীকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে তারা। আমরা বিষয়টি উপজেলা রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি। তা ছাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
দেওয়ান জাহিদ বলেন, ‘নির্বাচন ভালোভাবে চলছিল। এখন নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, আমার কর্মী-সমর্থকদের ওপর জুলুম-নির্যাতন তত বাড়ছে। এখন আমরা নির্বাচনে ভোটারের কাছে যাব, নাকি থানা-পুলিশ করব, নাকি রিটার্নিং কর্মকর্তার কাছে দৌড়াব।’
স্বতন্ত্র এই প্রার্থী আরও বলেন, ‘আমার আসনে আরও অনেক স্বতন্ত্র প্রার্থী আছে, তাদের কিছু বলে না। তারা শুধু আমার কর্মী-সমর্থকদের হুমকি দেয়, মারধর করে।’ তিনি বলেন, ‘জনগণের ভালোবাসা, জনগণের শক্তি আমার সঙ্গে আছে। দু-চারটা চুনোপুঁটির হুমকির কারণে ভোট থেকে সরে যাওয়ার কারণ নেই। তারা আমার কিছু করতে পারবে না।’
এ সময় উপস্থিত ছিলেন বায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম পলাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইলিয়াস হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সিংগাইর, হরিরামপুর ও সদরের তিনটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসন গঠিত। এ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মিথ্যা অপপ্রচার, চরিত্র হনন, নির্বাচনী কাজে বাধাদানসহ কর্মীদের গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু। আজ বুধবার দুপুরে উপজেলার বাইমাইল এলাকায় নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন করা হয়। দেওয়ান জাহিদ আহমেদ টুলু জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।
সংবাদ সম্মেলনে দেওয়ান জাহিদ বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে তাঁর পক্ষে ভোট চাইতে গেলে আব্দুর রাজ্জাকসহ পাঁচজনকে গুলি করে হত্যার হুমকি দেন নৌকার প্রার্থী মমতাজ বেগমের সমর্থক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী ইস্কান্দার।
জেলা আওয়ামী লীগের এই নেতা অভিযোগ করে বলেন, ‘আলী ইস্কান্দার আমার কর্মীদের ট্রাক মার্কার পক্ষে কাজ করলে গলা টিপে, হাত কেটে এবং গুলি করে হত্যার হুমকি দিয়েছেন। এর আগে হরিরামপুরে আমার এক কর্মীকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে তারা। আমরা বিষয়টি উপজেলা রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি। তা ছাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
দেওয়ান জাহিদ বলেন, ‘নির্বাচন ভালোভাবে চলছিল। এখন নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, আমার কর্মী-সমর্থকদের ওপর জুলুম-নির্যাতন তত বাড়ছে। এখন আমরা নির্বাচনে ভোটারের কাছে যাব, নাকি থানা-পুলিশ করব, নাকি রিটার্নিং কর্মকর্তার কাছে দৌড়াব।’
স্বতন্ত্র এই প্রার্থী আরও বলেন, ‘আমার আসনে আরও অনেক স্বতন্ত্র প্রার্থী আছে, তাদের কিছু বলে না। তারা শুধু আমার কর্মী-সমর্থকদের হুমকি দেয়, মারধর করে।’ তিনি বলেন, ‘জনগণের ভালোবাসা, জনগণের শক্তি আমার সঙ্গে আছে। দু-চারটা চুনোপুঁটির হুমকির কারণে ভোট থেকে সরে যাওয়ার কারণ নেই। তারা আমার কিছু করতে পারবে না।’
এ সময় উপস্থিত ছিলেন বায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম পলাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইলিয়াস হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সিংগাইর, হরিরামপুর ও সদরের তিনটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসন গঠিত। এ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
২১ মিনিট আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৬ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৬ ঘণ্টা আগে