মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের ভেতরে মাটি খোঁড়ার সময় উদ্ধার হওয়া মানব কঙ্কাল একাত্তরের স্বাধীনতা বিরোধী রাজাকারদের বলে জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সরেজমিনে পরিদর্শনে আসলে বীর মুক্তিযোদ্ধারা এই তথ্য জানান।
তবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মাথার খুলি ও হাড় পাওয়া স্থানে কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
মাগুরা জেলা প্রশাসক সরেজমিন আসলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা তাজাম্মেল হাসন ও আব্দুল হাই মিয়াসহ কয়েকজন মুক্তিযোদ্ধা একাত্তরের সেই বর্ণনা দেন। ওই স্থানে ২১ জন রাজাকারকে হত্যা করে তাদের কবর দেওয়া হয়েছিল বলে তথ্য দেন তাঁরা।
গত মঙ্গলবার সকালে মহম্মদপুর উপজেলা পরিষদ অভ্যন্তরে পুরোনো হল রুমের পূর্বপাশে স্থানীয় কৃষি বিভাগের কৃষি যন্ত্রপাতি ও বীজ সংরক্ষণাগারের একতলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় হাড়সহ মাথার খুলি পাওয়া যায়। ওই দিন শ্রমিকেরা বেজ ঢালাইয়ের জন্য মাটি খোঁড়ার সময় এ কঙ্কাল পায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায়, সহকারী কমিশনার (ভূমি) বাসুদের কুমার মালা, ইপিআর বীর মুক্তিযোদ্ধা মো. তোজাম্মেল হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আ. হাই মিয়া উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, ‘স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যে বর্ণনা পেয়েছি তাতে ধারণা করা হচ্ছে মানব কঙ্কালের বিভিন্ন অংশ রাজাকারদের। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ওই স্থানে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের ভেতরে মাটি খোঁড়ার সময় উদ্ধার হওয়া মানব কঙ্কাল একাত্তরের স্বাধীনতা বিরোধী রাজাকারদের বলে জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।
আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সরেজমিনে পরিদর্শনে আসলে বীর মুক্তিযোদ্ধারা এই তথ্য জানান।
তবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মাথার খুলি ও হাড় পাওয়া স্থানে কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
মাগুরা জেলা প্রশাসক সরেজমিন আসলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা তাজাম্মেল হাসন ও আব্দুল হাই মিয়াসহ কয়েকজন মুক্তিযোদ্ধা একাত্তরের সেই বর্ণনা দেন। ওই স্থানে ২১ জন রাজাকারকে হত্যা করে তাদের কবর দেওয়া হয়েছিল বলে তথ্য দেন তাঁরা।
গত মঙ্গলবার সকালে মহম্মদপুর উপজেলা পরিষদ অভ্যন্তরে পুরোনো হল রুমের পূর্বপাশে স্থানীয় কৃষি বিভাগের কৃষি যন্ত্রপাতি ও বীজ সংরক্ষণাগারের একতলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় হাড়সহ মাথার খুলি পাওয়া যায়। ওই দিন শ্রমিকেরা বেজ ঢালাইয়ের জন্য মাটি খোঁড়ার সময় এ কঙ্কাল পায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায়, সহকারী কমিশনার (ভূমি) বাসুদের কুমার মালা, ইপিআর বীর মুক্তিযোদ্ধা মো. তোজাম্মেল হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আ. হাই মিয়া উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, ‘স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যে বর্ণনা পেয়েছি তাতে ধারণা করা হচ্ছে মানব কঙ্কালের বিভিন্ন অংশ রাজাকারদের। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ওই স্থানে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ভবনে প্রাথমিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সংগৃহীত নথিপত্র প্রাথমিক যাচাই শেষে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুদকের টিম কমিশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা
২১ মিনিট আগে
ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১ ঘণ্টা আগে