মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

তিন বছর বয়সী মেয়েকে খেতে দিয়ে পাশের বাড়িতে বড় মেয়েকে ডাকতে যান মা। ফিরে এসে আর ঘরে পাননি ছোট মেয়েটিকে। অনেক খোঁজাখুঁজির পর ওই মেয়ে শিশুর মরদেহ উদ্ধার হয় বাড়ির পাশের জঙ্গল থেকে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর দুই চাচাকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার সন্ধ্যায় মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত ওই শিশুর নাম হিরা খাতুন। সে উপজেলার হিরু মোল্লার ছোট মেয়ে। এ ঘটনার পর হিরু মোল্লার দুই ভাই আলীম মোল্লা (৪৫) ও ফারুক মোল্লাকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বাকি দুই ভাই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
নিহত শিশু হিরার মা বন্যা খাতুন অভিযোগ করে বলেন, ‘সন্ধ্যায় হিরাকে ভাত খাওয়াচ্ছিলাম। এরই মধ্যে পাশে চাচাশ্বশুরের বাড়িতে বড় মেয়েকে ডাকতে যাই। ফিরে এসে দেখি হিরা নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনে ঝোপঝাড়ে ময়লার মধ্যে হিরার লাশ দেখতে পাই। হিরাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওর মাথায় ধারালো অস্ত্রের অঘাতের চিহ্ন রয়েছে।’
হিরার বাবা হিরু মোল্লা বলেন, ‘আমরা মোট পাঁচ ভাই। আমার ভাইদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছে। পূর্ববিরোধের জেরে হিরাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’
এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি (তদন্ত) বোরহান উদ্দীন জানান, ‘শিশুর মাথায় কোপের আঘাত রয়েছে। অভিযুক্তদের মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছেন।’

তিন বছর বয়সী মেয়েকে খেতে দিয়ে পাশের বাড়িতে বড় মেয়েকে ডাকতে যান মা। ফিরে এসে আর ঘরে পাননি ছোট মেয়েটিকে। অনেক খোঁজাখুঁজির পর ওই মেয়ে শিশুর মরদেহ উদ্ধার হয় বাড়ির পাশের জঙ্গল থেকে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর দুই চাচাকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার সন্ধ্যায় মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত ওই শিশুর নাম হিরা খাতুন। সে উপজেলার হিরু মোল্লার ছোট মেয়ে। এ ঘটনার পর হিরু মোল্লার দুই ভাই আলীম মোল্লা (৪৫) ও ফারুক মোল্লাকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বাকি দুই ভাই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
নিহত শিশু হিরার মা বন্যা খাতুন অভিযোগ করে বলেন, ‘সন্ধ্যায় হিরাকে ভাত খাওয়াচ্ছিলাম। এরই মধ্যে পাশে চাচাশ্বশুরের বাড়িতে বড় মেয়েকে ডাকতে যাই। ফিরে এসে দেখি হিরা নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনে ঝোপঝাড়ে ময়লার মধ্যে হিরার লাশ দেখতে পাই। হিরাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওর মাথায় ধারালো অস্ত্রের অঘাতের চিহ্ন রয়েছে।’
হিরার বাবা হিরু মোল্লা বলেন, ‘আমরা মোট পাঁচ ভাই। আমার ভাইদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছে। পূর্ববিরোধের জেরে হিরাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’
এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি (তদন্ত) বোরহান উদ্দীন জানান, ‘শিশুর মাথায় কোপের আঘাত রয়েছে। অভিযুক্তদের মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছেন।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে