মাগুরা প্রতিনিধি

১৩ বছর আগে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ার বরইচরায় অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে যোগ দেন শিশির সরকার। বিদ্যালয়টিতে ক্লাস নেননি একদিনও। শিক্ষার্থীরাও চেনে না তাকে। কিন্তু মাসশেষে বেতন তুলেছেন ঠিকই। আবার বিদ্যালয়ে নিয়োগ নিয়েও করেছেন অবৈধ বাণিজ্য। এমন বিস্তর অভিযোগ তাঁর বিরুদ্ধে।
একযুগেরও বেশি সময় ধরে এমন অনিয়ম চললেও শিশির সরকারের বিরুদ্ধে অভিযোগ করার সাহস করেননি কেউ। কারণ তিনি মাগুরা-২ আসনের সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সহকারী একান্ত সচিব (এপিএস)।
২০১১ সালের ১২ মার্চ বিদ্যালয়টিতে যোগ দেওয়ার পর থেকেই এমপি বীরেন শিকদারের এপিএস হিসেবে কাজ শুরু করেন শিশির। ২০১৪ সালে নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান বীরেন শিকদার। তখন থেকে শিশির সরকারের ক্ষমতার দাপট বাড়তে থাকে বলে স্থানীয়রা জানায়।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন বিদ্যালয়ের হাজিরা খাতায় সই দেখা যায় শিশির সরকারের। সেসময় অসুস্থতাজনিত কারণ দেখিয়ে দুই মাসের ছুটি নেন তিনি। তারপর থেকে অনুপস্থিত এই শিক্ষক।
টানা ১৩ বছর এপিএসের ক্ষমতাবলে বিদ্যালয়ে যাননি শিশির সরকার। প্রতি মাসে একবার বিদ্যালয়ে গিয়ে উপস্থিতির খাতায় হাজিরা সই দিয়ে এসেছেন। আর বেতন তুলেছেন নিয়মিত। এসবে সাহায্য করার অভিযোগ এসেছে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নারায়ণ বরের বিরুদ্ধে।
এ বিষয়ে নারায়ণ বরের সঙ্গে যোগাযোগের চেষ্টায় বাড়িতে গিয়ে পাওয়া যায়নি তাকে। কয়েকদিন আগে চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছেন বলে স্বজনরা জানায়। তবে বিদ্যালয়ের অনেকের অভিযোগ, সব অনিয়মের হোতা এই সভাপতি। শিশির সরকারের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এখন তিনি পালিয়ে দেশেই আছেন বলে দাবি অনেকের।
গত বৃহস্পতিবার শিশির সরকারের বিষয়ে জানতে চাইরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, শিশির সরকার কোনোদিন ক্লাস নেননি। ক্লাস সিক্স থেকে দশম শ্রেণি পর্যন্ত কোনো শ্রেণির শিক্ষার্থীরাই তাকে শ্রেণিকক্ষে পায়নি।
আড়পাড়া ডিগ্রি কলেজে পড়ুয়া এক শিক্ষার্থী জানায়, তিনি ওই বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন। এখন কলেজে পড়ছেন। তিনি কখনো বিদ্যালয়ে ক্লাস নিতে শিশির সরকারকে দেখেননি।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মমতা মজুমদার বলেন, শিশির সরকার সমাজবিজ্ঞান বিষয়ে নিয়োগ পেলেও ইংরেজির শিক্ষক হিসেবে দায়িত্ব পান। বিদ্যালয়ের সভাপতি নারায়ণ বরকে সঙ্গে নিয়ে মাঝেমাঝে স্কুলে আসতেন তিনি। তারপর এক মাসের হাজিরা সই করে চলে যেতেন।
তিনি আরও বলেন, ‘এমপির এপিএস বলে কখনো কিছু বলতে সাহস পাইনি। ম্যানেজিং কমিটিকে জানালে তারা বলেছে, কোনো সমস্যা হবে না। গত আগস্টের বেতনও তিনি পেয়েছেন। তার কোনো মাসের বেতন আটকে থাকেনি।’
তবে অনুসন্ধানে জানা যায়, প্রধান শিক্ষক মমতা মজুমদারও এই অনিয়মের সঙ্গে জড়িত। তার নিয়োগও এই শিশির সরকারের প্রভাবে হয়েছে। এই নিয়োগে মোটা অংকের অর্থ বিনিময় হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়টির এক শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘মমতা মজুমদার প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন না। তাকে নিজ ক্ষমতাবলে নিয়োগ দিয়েছে শিশির সরকার। যেখানে মোটা অংকের অর্থ লেনদেন হয় বলে দাবি করেন এই শিক্ষক।’
মাগুরা জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘শিশির সরকার ক্লাস না করিয়ে বেতন তুলেছেন। বিষয়টিতে প্রধান শিক্ষক দায় এড়াতে পারেন না। গত বৃহস্পতিবার প্রধান শিক্ষক মমতা মজুমদার লিখিত আকারে আমার কাছে স্বীকার করেছেন।’
তিনি আরও জানান, এই বিষয়ে জেলা প্রশাসককে জানানো হয়েছে। পাশাপাশি এরকম অনিয়মের তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে এ সপ্তাহে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এসব বিষয়ে অভিযুক্ত শিশির সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

১৩ বছর আগে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ার বরইচরায় অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে যোগ দেন শিশির সরকার। বিদ্যালয়টিতে ক্লাস নেননি একদিনও। শিক্ষার্থীরাও চেনে না তাকে। কিন্তু মাসশেষে বেতন তুলেছেন ঠিকই। আবার বিদ্যালয়ে নিয়োগ নিয়েও করেছেন অবৈধ বাণিজ্য। এমন বিস্তর অভিযোগ তাঁর বিরুদ্ধে।
একযুগেরও বেশি সময় ধরে এমন অনিয়ম চললেও শিশির সরকারের বিরুদ্ধে অভিযোগ করার সাহস করেননি কেউ। কারণ তিনি মাগুরা-২ আসনের সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সহকারী একান্ত সচিব (এপিএস)।
২০১১ সালের ১২ মার্চ বিদ্যালয়টিতে যোগ দেওয়ার পর থেকেই এমপি বীরেন শিকদারের এপিএস হিসেবে কাজ শুরু করেন শিশির। ২০১৪ সালে নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান বীরেন শিকদার। তখন থেকে শিশির সরকারের ক্ষমতার দাপট বাড়তে থাকে বলে স্থানীয়রা জানায়।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন বিদ্যালয়ের হাজিরা খাতায় সই দেখা যায় শিশির সরকারের। সেসময় অসুস্থতাজনিত কারণ দেখিয়ে দুই মাসের ছুটি নেন তিনি। তারপর থেকে অনুপস্থিত এই শিক্ষক।
টানা ১৩ বছর এপিএসের ক্ষমতাবলে বিদ্যালয়ে যাননি শিশির সরকার। প্রতি মাসে একবার বিদ্যালয়ে গিয়ে উপস্থিতির খাতায় হাজিরা সই দিয়ে এসেছেন। আর বেতন তুলেছেন নিয়মিত। এসবে সাহায্য করার অভিযোগ এসেছে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নারায়ণ বরের বিরুদ্ধে।
এ বিষয়ে নারায়ণ বরের সঙ্গে যোগাযোগের চেষ্টায় বাড়িতে গিয়ে পাওয়া যায়নি তাকে। কয়েকদিন আগে চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছেন বলে স্বজনরা জানায়। তবে বিদ্যালয়ের অনেকের অভিযোগ, সব অনিয়মের হোতা এই সভাপতি। শিশির সরকারের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এখন তিনি পালিয়ে দেশেই আছেন বলে দাবি অনেকের।
গত বৃহস্পতিবার শিশির সরকারের বিষয়ে জানতে চাইরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, শিশির সরকার কোনোদিন ক্লাস নেননি। ক্লাস সিক্স থেকে দশম শ্রেণি পর্যন্ত কোনো শ্রেণির শিক্ষার্থীরাই তাকে শ্রেণিকক্ষে পায়নি।
আড়পাড়া ডিগ্রি কলেজে পড়ুয়া এক শিক্ষার্থী জানায়, তিনি ওই বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন। এখন কলেজে পড়ছেন। তিনি কখনো বিদ্যালয়ে ক্লাস নিতে শিশির সরকারকে দেখেননি।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মমতা মজুমদার বলেন, শিশির সরকার সমাজবিজ্ঞান বিষয়ে নিয়োগ পেলেও ইংরেজির শিক্ষক হিসেবে দায়িত্ব পান। বিদ্যালয়ের সভাপতি নারায়ণ বরকে সঙ্গে নিয়ে মাঝেমাঝে স্কুলে আসতেন তিনি। তারপর এক মাসের হাজিরা সই করে চলে যেতেন।
তিনি আরও বলেন, ‘এমপির এপিএস বলে কখনো কিছু বলতে সাহস পাইনি। ম্যানেজিং কমিটিকে জানালে তারা বলেছে, কোনো সমস্যা হবে না। গত আগস্টের বেতনও তিনি পেয়েছেন। তার কোনো মাসের বেতন আটকে থাকেনি।’
তবে অনুসন্ধানে জানা যায়, প্রধান শিক্ষক মমতা মজুমদারও এই অনিয়মের সঙ্গে জড়িত। তার নিয়োগও এই শিশির সরকারের প্রভাবে হয়েছে। এই নিয়োগে মোটা অংকের অর্থ বিনিময় হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়টির এক শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘মমতা মজুমদার প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন না। তাকে নিজ ক্ষমতাবলে নিয়োগ দিয়েছে শিশির সরকার। যেখানে মোটা অংকের অর্থ লেনদেন হয় বলে দাবি করেন এই শিক্ষক।’
মাগুরা জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘শিশির সরকার ক্লাস না করিয়ে বেতন তুলেছেন। বিষয়টিতে প্রধান শিক্ষক দায় এড়াতে পারেন না। গত বৃহস্পতিবার প্রধান শিক্ষক মমতা মজুমদার লিখিত আকারে আমার কাছে স্বীকার করেছেন।’
তিনি আরও জানান, এই বিষয়ে জেলা প্রশাসককে জানানো হয়েছে। পাশাপাশি এরকম অনিয়মের তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে এ সপ্তাহে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এসব বিষয়ে অভিযুক্ত শিশির সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে