মাগুরা প্রতিনিধি

মাগুরা সদরের পারনান্দুয়ালী মুন্সিপাড়ার ব্যবসায়ী শরীফ শাহিনুর রহমান ভেজাল তেলের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছেন। জেলা পরিবেশক সমিতির একজন নেতা হিসেবে তিনি ব্যবসায়ীদের সতর্ক করতেন এবং তাঁদের সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানাতেন। সেই তিনিই আবার ড্রামের খোলা সয়াবিন তেল বোতলে ভরে বাজারজাত করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শরীফের ব্যবসাপ্রতিষ্ঠানে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও বিপণন বিভাগ। এ সময় অবৈধভাবে বোতলজাত করা সয়াবিন তেল জব্দ করা হয়।
অভিযোগ রয়েছে, শরীফ ড্রামের তেল বোতলে ভরে নিজস্ব মোড়কে বিএসটিআইয়ের অনুমোদনহীন সিল লাগিয়ে বাজারজাত করছিলেন, যা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন। এ অপরাধে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরার মুদিদোকানিরা জানান, রোজার শুরুতে শরীফ পরিবেশক সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীদের সচেতন করতে মাইকিং করেছেন। কেউ যেন ভেজাল তেল বিক্রি না করেন, সে বিষয়ে সতর্ক করেছেন।

ব্যবসায়ীদের অভিযোগ, শরীফ ব্যবসায়ী নেতা হওয়ার কারণে অনেকেই তাঁর অবৈধ কাজের বিষয়ে মুখ খুলতে সাহস পাননি। তিনি দীর্ঘদিন ধরে এমন ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
জানতে চাইলে শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সয়াবিন তেলের মোড়কে বিএসটিআইয়ের সিল ছিল কিন্তু কাগজপত্র ছিল না বলে জরিমানা করা হয়েছে। এ ছাড়া আমি অন্য সব নিয়ম পালন করেছি।’
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বলেন, তিনি (শরীফ) অবৈধভাবে বিএসটিআইয়ের সিল ব্যবহার করে খোলা সয়াবিন তেলে বোতলে ভরে বাজারজাত করছেন, যা আইনত অবৈধ। যে কারণে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

মাগুরা সদরের পারনান্দুয়ালী মুন্সিপাড়ার ব্যবসায়ী শরীফ শাহিনুর রহমান ভেজাল তেলের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছেন। জেলা পরিবেশক সমিতির একজন নেতা হিসেবে তিনি ব্যবসায়ীদের সতর্ক করতেন এবং তাঁদের সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানাতেন। সেই তিনিই আবার ড্রামের খোলা সয়াবিন তেল বোতলে ভরে বাজারজাত করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শরীফের ব্যবসাপ্রতিষ্ঠানে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও বিপণন বিভাগ। এ সময় অবৈধভাবে বোতলজাত করা সয়াবিন তেল জব্দ করা হয়।
অভিযোগ রয়েছে, শরীফ ড্রামের তেল বোতলে ভরে নিজস্ব মোড়কে বিএসটিআইয়ের অনুমোদনহীন সিল লাগিয়ে বাজারজাত করছিলেন, যা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন। এ অপরাধে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরার মুদিদোকানিরা জানান, রোজার শুরুতে শরীফ পরিবেশক সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীদের সচেতন করতে মাইকিং করেছেন। কেউ যেন ভেজাল তেল বিক্রি না করেন, সে বিষয়ে সতর্ক করেছেন।

ব্যবসায়ীদের অভিযোগ, শরীফ ব্যবসায়ী নেতা হওয়ার কারণে অনেকেই তাঁর অবৈধ কাজের বিষয়ে মুখ খুলতে সাহস পাননি। তিনি দীর্ঘদিন ধরে এমন ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
জানতে চাইলে শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সয়াবিন তেলের মোড়কে বিএসটিআইয়ের সিল ছিল কিন্তু কাগজপত্র ছিল না বলে জরিমানা করা হয়েছে। এ ছাড়া আমি অন্য সব নিয়ম পালন করেছি।’
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বলেন, তিনি (শরীফ) অবৈধভাবে বিএসটিআইয়ের সিল ব্যবহার করে খোলা সয়াবিন তেলে বোতলে ভরে বাজারজাত করছেন, যা আইনত অবৈধ। যে কারণে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
৪ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৮ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩২ মিনিট আগে