মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-৩ আসনে (কালকিনি-ডাসার-সদরের একাংশ) ঈগল প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলায় আহত চা দোকানি এমারত সরদারের (৪৫) মৃত্যু হয়েছে। তিনদিন চিকিৎসার পর থেকে আজ বৃহস্পতিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অবস্থায় মারা যান তিনি।
তাঁর মৃত্যুতে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এদিকে এ ঘটনায় স্বজনদের পক্ষে থানায় হত্যা মামলা করা হয়েছে। এমারতের স্বজনেরা এ হত্যার দ্রুত বিচার দাবি জানিয়েছেন।
নিহত এমারত সরদার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর গ্রামের ফরজউদ্দিন সরদারের ছেলে। তাঁর স্ত্রীর নাম শাহানাজ বেগম। এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে।
পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের মোসা. তাহমিনা বেগম। এই আনন্দে স্বতন্ত্রপ্রার্থীর কর্মী-সমর্থকেরা নির্বাচনের পর দিন ৮ জানুয়ারি (সোমবার) সকালে একটি বিজয় মিছিল বের করে। মিছিলটি কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ থেকে ফাসিয়াতলা বাজারের যাবার পথে মিছিলে হঠাৎ হামলা চালায় নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের কর্মী-সমর্থকরা।
অভিযোগ উঠে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সাহিদ পারভেজের নেতৃত্বে বিজয় মিছিলে এই হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করা হয়। এতে কপক্ষে ১০ জন হয়। বিজয় মিছিল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় এমারত সরদারসহ দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থা আরও গুরুতর হলে সেখান থেকে আজ বৃহস্পতিবার ভোরে আহত এমারত সরদারকে ঢাকার প্রাইম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান এমারত সরদার।
এই ঘটনায় নিহত এমারত সরদারের বড় ছেলে হাসান সরদার (২০) বাদী হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে কালকিনি থানায় ২০ জনের নামে একটি হত্যা মামলা করেন।
নিহতের স্ত্রী শাহানাজ বেগম বলেন, ‘আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমরা ছেলেদের এতিম করা হয়েছে। আমি স্বামী হত্যার বিচার চাই।’
নিহতের ছেলে ওহিদ সরদার (১৮) বলেন, ‘৮ জানুয়ারি বিজয় মিছিলে নৌকার সমর্থকেরা বোমা মারে। এতে করে আমার বাবা আহত হন। তিন দিন চিকিৎসার পর আজ (বৃহস্পতিবার) আমার বাবা মারা গেছেন। আমার বাবা স্বতন্ত্রপ্রার্থী তাহমিনা বেগমের সমর্থক ছিলেন। এই হত্যার বিচার চাই আমরা।’
পরাজিত নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের সমর্থক ও কালকিনির আলীনগর ইউনিয়নের চেয়াম্যান সাহিদ পারভেজ বলেন, ‘একটি পক্ষ এই বোমা হামলার ঘটনার দোষ আমাদের ওপর চাপানোর চেষ্টা করছে। কিন্তু আমি বা আমাদের কোনো লোক এই ঘটনার সাথে জড়িত না। বিজয় মিছিলে নিজেরাই আনন্দ করার জন্য ককটেল ফোটাতে ফোটাতে এসেছে। পরে নিজেদের ফোটা ককটেলেই এই দুর্ঘটনা ঘটেছে। আমিও চাই পুলিশ প্রশাসন এর সঠিক তদন্ত করে দোষীদের বিচার করুক।’
রাজধানী ঢাকার প্রাইম জেনারেল হাসপাতালের সিইও ডা. গোলাম মোস্তফা বলেন, ‘এমরাতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে যায়। তাঁকে হাসপাতালে ভর্তি করার আগেই অবস্থা খারাপ ছিল। ভোরে ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’
মাদারীপুর-৩ আসনের সদ্য বিজয়ী সংসদ সদস্য মোসা. তাহমিনা বেগম বলেন, ‘৭ তারিখে আমার নির্বাচনী ফলাফল ঘোষণা করার পর, তারা বাড়িতে চলে যান। এরপর সকালে আলীনগর ইউনিয়নে তারা বিজয় মিছিল বের করে। সেই বিজয় মিছিলে আমার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের লোকজন মিছিরের ওপরে বোমা মারেন। বোমায় আমার কয়েকজন কর্মী আহত হন। এর মধ্যে দুজন কর্মী গুরুতর আহত হন। এর মধ্যে এমারত নামের আমার এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার) মারা যান।’
মোসা. তাহমিনা বেগম আরও বলেন, ‘আমি প্রশাসনের কাছে দাবি করব, বিজয়ের পরে বিজয় মিছিল হতেই পারে। সেখানে প্রতিপক্ষ বোমা মেরে মৃত্যুর মুখে ঠেলে দেয়, তা পরিকল্পিত এবং এর সঠিক বিচার প্রার্থণা করছি।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এদিকে এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, মাদারীপুর-৩ আসনে এই নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী স্বতন্ত্রপ্রার্থী ঈগল প্রতীকের মোসা. তাহমিনা বেগমের কর্মী এসকেন্দার খাঁকে (৭০) গত ২৩ ডিসেম্বর কুপিয়ে হত্যা করা হয়। কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এসকেন্দার খাঁ সকালে নিজ বাড়ির সামনে রাস্তায় হাঁটতে বের হলে পরাজিত নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের লোকজন কুপিয়ে জখম করে বলে অভিযোগ রয়েছে। পরে তিনি এদিন দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মাদারীপুর-৩ আসনে ঈগল প্রতীকে ৯৬ হাজার ৩৩৩ পেয়ে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম। তিনি কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। অপরদিকে নৌকা প্রতীকে ড. আবদুস সোবহান মিয়া গোলাপ পান ৬১ হাজার ৯৭১ ভোট। পরাজিত এই প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

মাদারীপুর-৩ আসনে (কালকিনি-ডাসার-সদরের একাংশ) ঈগল প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলায় আহত চা দোকানি এমারত সরদারের (৪৫) মৃত্যু হয়েছে। তিনদিন চিকিৎসার পর থেকে আজ বৃহস্পতিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অবস্থায় মারা যান তিনি।
তাঁর মৃত্যুতে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এদিকে এ ঘটনায় স্বজনদের পক্ষে থানায় হত্যা মামলা করা হয়েছে। এমারতের স্বজনেরা এ হত্যার দ্রুত বিচার দাবি জানিয়েছেন।
নিহত এমারত সরদার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর গ্রামের ফরজউদ্দিন সরদারের ছেলে। তাঁর স্ত্রীর নাম শাহানাজ বেগম। এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে।
পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের মোসা. তাহমিনা বেগম। এই আনন্দে স্বতন্ত্রপ্রার্থীর কর্মী-সমর্থকেরা নির্বাচনের পর দিন ৮ জানুয়ারি (সোমবার) সকালে একটি বিজয় মিছিল বের করে। মিছিলটি কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ থেকে ফাসিয়াতলা বাজারের যাবার পথে মিছিলে হঠাৎ হামলা চালায় নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের কর্মী-সমর্থকরা।
অভিযোগ উঠে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সাহিদ পারভেজের নেতৃত্বে বিজয় মিছিলে এই হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করা হয়। এতে কপক্ষে ১০ জন হয়। বিজয় মিছিল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় এমারত সরদারসহ দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থা আরও গুরুতর হলে সেখান থেকে আজ বৃহস্পতিবার ভোরে আহত এমারত সরদারকে ঢাকার প্রাইম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান এমারত সরদার।
এই ঘটনায় নিহত এমারত সরদারের বড় ছেলে হাসান সরদার (২০) বাদী হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে কালকিনি থানায় ২০ জনের নামে একটি হত্যা মামলা করেন।
নিহতের স্ত্রী শাহানাজ বেগম বলেন, ‘আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমরা ছেলেদের এতিম করা হয়েছে। আমি স্বামী হত্যার বিচার চাই।’
নিহতের ছেলে ওহিদ সরদার (১৮) বলেন, ‘৮ জানুয়ারি বিজয় মিছিলে নৌকার সমর্থকেরা বোমা মারে। এতে করে আমার বাবা আহত হন। তিন দিন চিকিৎসার পর আজ (বৃহস্পতিবার) আমার বাবা মারা গেছেন। আমার বাবা স্বতন্ত্রপ্রার্থী তাহমিনা বেগমের সমর্থক ছিলেন। এই হত্যার বিচার চাই আমরা।’
পরাজিত নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের সমর্থক ও কালকিনির আলীনগর ইউনিয়নের চেয়াম্যান সাহিদ পারভেজ বলেন, ‘একটি পক্ষ এই বোমা হামলার ঘটনার দোষ আমাদের ওপর চাপানোর চেষ্টা করছে। কিন্তু আমি বা আমাদের কোনো লোক এই ঘটনার সাথে জড়িত না। বিজয় মিছিলে নিজেরাই আনন্দ করার জন্য ককটেল ফোটাতে ফোটাতে এসেছে। পরে নিজেদের ফোটা ককটেলেই এই দুর্ঘটনা ঘটেছে। আমিও চাই পুলিশ প্রশাসন এর সঠিক তদন্ত করে দোষীদের বিচার করুক।’
রাজধানী ঢাকার প্রাইম জেনারেল হাসপাতালের সিইও ডা. গোলাম মোস্তফা বলেন, ‘এমরাতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে যায়। তাঁকে হাসপাতালে ভর্তি করার আগেই অবস্থা খারাপ ছিল। ভোরে ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’
মাদারীপুর-৩ আসনের সদ্য বিজয়ী সংসদ সদস্য মোসা. তাহমিনা বেগম বলেন, ‘৭ তারিখে আমার নির্বাচনী ফলাফল ঘোষণা করার পর, তারা বাড়িতে চলে যান। এরপর সকালে আলীনগর ইউনিয়নে তারা বিজয় মিছিল বের করে। সেই বিজয় মিছিলে আমার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের লোকজন মিছিরের ওপরে বোমা মারেন। বোমায় আমার কয়েকজন কর্মী আহত হন। এর মধ্যে দুজন কর্মী গুরুতর আহত হন। এর মধ্যে এমারত নামের আমার এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার) মারা যান।’
মোসা. তাহমিনা বেগম আরও বলেন, ‘আমি প্রশাসনের কাছে দাবি করব, বিজয়ের পরে বিজয় মিছিল হতেই পারে। সেখানে প্রতিপক্ষ বোমা মেরে মৃত্যুর মুখে ঠেলে দেয়, তা পরিকল্পিত এবং এর সঠিক বিচার প্রার্থণা করছি।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এদিকে এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, মাদারীপুর-৩ আসনে এই নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী স্বতন্ত্রপ্রার্থী ঈগল প্রতীকের মোসা. তাহমিনা বেগমের কর্মী এসকেন্দার খাঁকে (৭০) গত ২৩ ডিসেম্বর কুপিয়ে হত্যা করা হয়। কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এসকেন্দার খাঁ সকালে নিজ বাড়ির সামনে রাস্তায় হাঁটতে বের হলে পরাজিত নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের লোকজন কুপিয়ে জখম করে বলে অভিযোগ রয়েছে। পরে তিনি এদিন দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মাদারীপুর-৩ আসনে ঈগল প্রতীকে ৯৬ হাজার ৩৩৩ পেয়ে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম। তিনি কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। অপরদিকে নৌকা প্রতীকে ড. আবদুস সোবহান মিয়া গোলাপ পান ৬১ হাজার ৯৭১ ভোট। পরাজিত এই প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে