শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর পাশে নির্মাণ করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তর্জাতিক মানের স্ট্যাচু। এ উপলক্ষে আজ শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক সেতুসংলগ্ন উপজেলার কাঁঠালবাড়ী ফেরিঘাট এলাকার পদ্মার পাড় পরিদর্শন করেছেন।
পদ্মার পাড় পরিদর্শনের সময় মন্ত্রী মোজাম্মেল হকের সঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংরক্ষিত সংসদ সদস্য বেগম নাহিদ ইজাহার খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসারাত চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর পাশে শিবচরে পদ্মার পাড়ে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধুর স্ট্যাচু নির্মাণ করা হবে। এখানে মিউজিয়ামসহ আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা থাকবে।’
বঙ্গবন্ধুর নামে অনেক আগেই স্ট্যাচু নির্মাণ করা উচিত ছিল বলে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিলম্ব হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। বিলম্ব হলেও যে উদ্যোগটা নিয়েছি এতে বঙ্গবন্ধুর প্রতি জাতির যে দায় তা কিছুটা হলেও লাঘব হবে। আন্তর্জাতিক মানের স্ট্যাচু করা হবে যাতে দেশি-বিদেশি পর্যটক এখানে আসেন। দেশের সব এলাকার মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম এসে বঙ্গবন্ধুর স্ট্যাচু দেখবে।’
মন্ত্রী বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকা-ভারতে স্ট্যাচু আছে। আমরা আকর্ষণীয়ভাবে এটা (বঙ্গবন্ধুর স্ট্যাচু) করব। আন্তর্জাতিক মানের একটি কনভেনশন সেন্টারও এখানে অনুমোদিত হয়েছে। এতে এখানে বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত হবে।’
পদ্মা সেতু বাঙালির গর্বের বিষয়। পদ্মা সেতুর পাশে স্ট্যাচু করা হলে বিভিন্ন বিষয় সামঞ্জস্য হবে বলে উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘দেশি-বিদেশি পর্যটক পদ্মা সেতু দেখতে পারবে, একই সঙ্গে স্ট্যাচু ও কনভেনশন সেন্টারও দেখতে পারবে। এর ফলে একটি আকর্ষণীয় ব্যাপার হবে পদ্মার পাড়ে। এই এলাকার উন্নয়ন হবে।’
এ সময় চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, ‘পদ্মা সেতুর পাশে বঙ্গবন্ধুর স্ট্যাচু নির্মিত হলে দেশ-বিদেশ থেকে মানুষ এখানে আসবে। বঙ্গবন্ধুর স্ট্যাচু ও পদ্মা সেতু একসঙ্গে ভীষণ একটা আবেগ এখানে কাজ করবে। সুন্দর মনোরম একটা জায়গা মন্ত্রী পছন্দ করছেন। এ জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর পাশে নির্মাণ করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তর্জাতিক মানের স্ট্যাচু। এ উপলক্ষে আজ শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক সেতুসংলগ্ন উপজেলার কাঁঠালবাড়ী ফেরিঘাট এলাকার পদ্মার পাড় পরিদর্শন করেছেন।
পদ্মার পাড় পরিদর্শনের সময় মন্ত্রী মোজাম্মেল হকের সঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংরক্ষিত সংসদ সদস্য বেগম নাহিদ ইজাহার খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসারাত চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর পাশে শিবচরে পদ্মার পাড়ে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধুর স্ট্যাচু নির্মাণ করা হবে। এখানে মিউজিয়ামসহ আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা থাকবে।’
বঙ্গবন্ধুর নামে অনেক আগেই স্ট্যাচু নির্মাণ করা উচিত ছিল বলে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিলম্ব হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। বিলম্ব হলেও যে উদ্যোগটা নিয়েছি এতে বঙ্গবন্ধুর প্রতি জাতির যে দায় তা কিছুটা হলেও লাঘব হবে। আন্তর্জাতিক মানের স্ট্যাচু করা হবে যাতে দেশি-বিদেশি পর্যটক এখানে আসেন। দেশের সব এলাকার মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম এসে বঙ্গবন্ধুর স্ট্যাচু দেখবে।’
মন্ত্রী বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকা-ভারতে স্ট্যাচু আছে। আমরা আকর্ষণীয়ভাবে এটা (বঙ্গবন্ধুর স্ট্যাচু) করব। আন্তর্জাতিক মানের একটি কনভেনশন সেন্টারও এখানে অনুমোদিত হয়েছে। এতে এখানে বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত হবে।’
পদ্মা সেতু বাঙালির গর্বের বিষয়। পদ্মা সেতুর পাশে স্ট্যাচু করা হলে বিভিন্ন বিষয় সামঞ্জস্য হবে বলে উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘দেশি-বিদেশি পর্যটক পদ্মা সেতু দেখতে পারবে, একই সঙ্গে স্ট্যাচু ও কনভেনশন সেন্টারও দেখতে পারবে। এর ফলে একটি আকর্ষণীয় ব্যাপার হবে পদ্মার পাড়ে। এই এলাকার উন্নয়ন হবে।’
এ সময় চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, ‘পদ্মা সেতুর পাশে বঙ্গবন্ধুর স্ট্যাচু নির্মিত হলে দেশ-বিদেশ থেকে মানুষ এখানে আসবে। বঙ্গবন্ধুর স্ট্যাচু ও পদ্মা সেতু একসঙ্গে ভীষণ একটা আবেগ এখানে কাজ করবে। সুন্দর মনোরম একটা জায়গা মন্ত্রী পছন্দ করছেন। এ জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে