মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর শিবচরের কুতুবপুরে এক্সপ্রেসওয়েতে ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে ১৯ জন নিহতের ঘটনায় মূল তিনটি কারণের কথা তুলে ধরেছে তদন্ত কমিটি। এ ছাড়া ১৪টি সুপারিশও দিয়েছে তারা। আজ বুধবার দুপুরে মাদারীপুরের অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের অফিস রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তদন্ত কমিটির প্রধান পল্লব কুমার হাজরা।
এ সময় তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা বলেন, ‘ইমাদ পরিবহনের বেপরোয়া গতি, বাসের ফিটনেস না থাকা ও মহাসড়ক পিচ্ছিল থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে।’
পল্লব কুমার হাজরা আরও বলেন, ‘বেপরোয়া গতির কারণে গেল বছরের ১৭ নভেম্বর ইমাদ পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত করেন গোপালগঞ্জ বিআরটিএ অফিস। শুধু তাই নয়, পরিবহনের মেয়াদ উত্তীর্ণ হয় এ বছরের ১৮ জানুয়ারি। এরপরও মহাসড়কে চলছিল ইমাদ পরিবহন। যে কারণে ১৯ মার্চ সকাল ৮টায় মাদারীপুর শিবচরের কুতুবপুরে এক্সপ্রেসওয়েতে ঘটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এ ছাড়াও দুর্ঘটনার দিন বৃষ্টিভেজা রাস্তা থাকার কারণে চালকের অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটেছে।’
পল্লব কুমার হাজরা বলেন, ‘সড়কে মৃত্যু কমাতে তদন্ত প্রতিবেদনে ১৪টি সুপারিশ দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে—চালক ও সংশ্লিষ্ট সকলের লাইসেন্স এবং একটি গাড়ির সকল বৈধ কাগজপত্র নিশ্চিত করে মহাসড়কে গাড়ি চালানো নিশ্চিত করতে হবে, এক্সপ্রেসওয়েতে চলাচলকারী দ্রুতগতিসম্পন্ন গাড়ির চালক ও যাত্রীদের সিটবেল্ট পরিধান করতে হবে, এক্সপ্রেসওয়ের উভয় পাশে গার্ড রেল স্থাপন করতে হবে, এই রাস্তায় কমপক্ষে তিন লেন ব্যবস্থা রাখা জরুরি। এ ছাড়া মহাসড়কে চলাচলকারী সব পরিবহনের হালনাগাদ তথ্যসংবলিত ডেটাবেইস রাখতে হবে।’
তদন্ত কমিটির আরেক সদস্য ও মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির বলেন, ‘এক্সপ্রেসওয়ে চলাচলকারী গাড়ির গতিসীমা নিয়ন্ত্রণের জন্য আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম বৃদ্ধির জন্য লোকবল ও টহল গাড়ি আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করতে হবে। দিনের নির্দিষ্ট সময়ে বিশেষ করে রাতে, ভোরে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গাড়ির গতি অপেক্ষাকৃত কম রাখতে হবে। দুর্ঘটনা কমাতে সড়ক ও মহাসড়কের সিসি টিভি, ট্র্যাকার, অনলাইন মনিটরিং জোরদার করতে হবে।’
তিনি আরও বলেন, ‘শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার শিবচর থানায় ইমাদ পরিবহন কর্তৃপক্ষকে দায়ী করে একটি মামলা করেন। এখনো কেউ গ্রেপ্তার না হলেও মামলার তদন্তের অগ্রগতি হয়েছে। খুব শিগগিরই মামলাটি আলোর মুখ দেখবে। এ ছাড়া এই দুর্ঘটনায় চালক ও হেলপার মারা যাওয়ায় আইনিপ্রক্রিয়া একটু বিলম্ব হচ্ছে।’
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেয়েছি। ঘটনার কারণ ও সুপারিশ করা ১৪টি বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠান হবে। ভবিষ্যতে বিভিন্ন দপ্তরের সহযোগিতায় দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
উল্লেখ্য, গত রোববার (১৯ মার্চ) সকালে খুলনা থেকে রাজধানী ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস মাদারীপুর শিবচরের কুতুরপুরের এক্সপ্রেসওয়েতে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১৯ জন যাত্রী নিহত হন। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে প্রধান করে চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করেন মাদারীপুরের জেলা প্রশাসক।
আরও পড়ুন:

মাদারীপুর শিবচরের কুতুবপুরে এক্সপ্রেসওয়েতে ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে ১৯ জন নিহতের ঘটনায় মূল তিনটি কারণের কথা তুলে ধরেছে তদন্ত কমিটি। এ ছাড়া ১৪টি সুপারিশও দিয়েছে তারা। আজ বুধবার দুপুরে মাদারীপুরের অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের অফিস রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তদন্ত কমিটির প্রধান পল্লব কুমার হাজরা।
এ সময় তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা বলেন, ‘ইমাদ পরিবহনের বেপরোয়া গতি, বাসের ফিটনেস না থাকা ও মহাসড়ক পিচ্ছিল থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে।’
পল্লব কুমার হাজরা আরও বলেন, ‘বেপরোয়া গতির কারণে গেল বছরের ১৭ নভেম্বর ইমাদ পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত করেন গোপালগঞ্জ বিআরটিএ অফিস। শুধু তাই নয়, পরিবহনের মেয়াদ উত্তীর্ণ হয় এ বছরের ১৮ জানুয়ারি। এরপরও মহাসড়কে চলছিল ইমাদ পরিবহন। যে কারণে ১৯ মার্চ সকাল ৮টায় মাদারীপুর শিবচরের কুতুবপুরে এক্সপ্রেসওয়েতে ঘটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এ ছাড়াও দুর্ঘটনার দিন বৃষ্টিভেজা রাস্তা থাকার কারণে চালকের অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটেছে।’
পল্লব কুমার হাজরা বলেন, ‘সড়কে মৃত্যু কমাতে তদন্ত প্রতিবেদনে ১৪টি সুপারিশ দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে—চালক ও সংশ্লিষ্ট সকলের লাইসেন্স এবং একটি গাড়ির সকল বৈধ কাগজপত্র নিশ্চিত করে মহাসড়কে গাড়ি চালানো নিশ্চিত করতে হবে, এক্সপ্রেসওয়েতে চলাচলকারী দ্রুতগতিসম্পন্ন গাড়ির চালক ও যাত্রীদের সিটবেল্ট পরিধান করতে হবে, এক্সপ্রেসওয়ের উভয় পাশে গার্ড রেল স্থাপন করতে হবে, এই রাস্তায় কমপক্ষে তিন লেন ব্যবস্থা রাখা জরুরি। এ ছাড়া মহাসড়কে চলাচলকারী সব পরিবহনের হালনাগাদ তথ্যসংবলিত ডেটাবেইস রাখতে হবে।’
তদন্ত কমিটির আরেক সদস্য ও মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির বলেন, ‘এক্সপ্রেসওয়ে চলাচলকারী গাড়ির গতিসীমা নিয়ন্ত্রণের জন্য আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম বৃদ্ধির জন্য লোকবল ও টহল গাড়ি আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করতে হবে। দিনের নির্দিষ্ট সময়ে বিশেষ করে রাতে, ভোরে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গাড়ির গতি অপেক্ষাকৃত কম রাখতে হবে। দুর্ঘটনা কমাতে সড়ক ও মহাসড়কের সিসি টিভি, ট্র্যাকার, অনলাইন মনিটরিং জোরদার করতে হবে।’
তিনি আরও বলেন, ‘শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার শিবচর থানায় ইমাদ পরিবহন কর্তৃপক্ষকে দায়ী করে একটি মামলা করেন। এখনো কেউ গ্রেপ্তার না হলেও মামলার তদন্তের অগ্রগতি হয়েছে। খুব শিগগিরই মামলাটি আলোর মুখ দেখবে। এ ছাড়া এই দুর্ঘটনায় চালক ও হেলপার মারা যাওয়ায় আইনিপ্রক্রিয়া একটু বিলম্ব হচ্ছে।’
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেয়েছি। ঘটনার কারণ ও সুপারিশ করা ১৪টি বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠান হবে। ভবিষ্যতে বিভিন্ন দপ্তরের সহযোগিতায় দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
উল্লেখ্য, গত রোববার (১৯ মার্চ) সকালে খুলনা থেকে রাজধানী ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস মাদারীপুর শিবচরের কুতুরপুরের এক্সপ্রেসওয়েতে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১৯ জন যাত্রী নিহত হন। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে প্রধান করে চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করেন মাদারীপুরের জেলা প্রশাসক।
আরও পড়ুন:

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে