Ajker Patrika

পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দালাল ধরল দুদক

মাদারীপুর প্রতিনিধি
পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দালাল ধরল দুদক
ছবি: আজকের পত্রিকা

দুর্নীতি দমন কমিশন (দুদক) ছদ্মবেশে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে। আজ মঙ্গলবার দুপুরে দুদকের মাদারীপুরের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম এমদাদ হাওলাদার (৫০)। তিনি সদর উপজেলার দুধখালী ইউনিয়নের পাতিলাদী গ্রামের আব্দুর রফিক হাওলাদারের ছেলে। শহরের ইটেরপুল এলাকায় দীর্ঘদিন ধরে তিনি ভাড়া থাকেন।

দুদক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের আনাগোনা বেড়েছে। এমন সংবাদ পেয়ে ছদ্মবেশে অভিযান চালায় দুদক। পরে পাসপোর্ট অফিসের সামনে গোপনে কথোপকথন ভিডিও করেন কর্মকর্তারা। দালাল এমদাদ হাওলাদার পাসপোর্ট করে দেবেন তাই এক ব্যক্তির কাছ থেকে সাড়ে ৮ হাজার টাকা দাবি করেন। এ সময় তাঁকে হাতেনাতে ধরা হয়। এরপর মুচলেকা দিয়ে স্ত্রীর জিম্মায় এমদাদকে ছেড়ে দেয় দুদক।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পাসপোর্ট অফিস ও এর আশপাশে এমন কাজ আর করবেন না শর্তে এমদাদকে তাঁর স্ত্রীর জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তা ছাড়া হয়রানি বন্ধে পাসপোর্ট অফিসে এমন অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত