লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আবু সামা (৬৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় আল ভেঙে যাওয়াকে কেন্দ্র করে তাঁর ভাতিজা এই হত্যাকাণ্ড ঘটান বলে অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের চর ঠ্যাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আবু সামা ওই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। অভিযুক্ত ভাতিজা একই এলাকার বছের আলীর ছেলে হাশেম আলী। তিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাচা আবু সামা গতকাল বৃহস্পতিবার নিজের জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে জমিতে যান। এ সময় ট্রাক্টরের আঘাতে ভাতিজা হাশেমের জমির আল ভেঙে যায়। এ নিয়ে চাচা-ভাতিজা বাগ্বিতণ্ডায় জড়ান। স্থানীয় লোকজন বিষয়টি তাৎক্ষণিক মীমাংসা করে দেন। তবে আজ দুপুরে আবু সামা তাঁর ছেলেকে নিয়ে হাশেম আলীর বাড়িতে যান। সেখানে জমির আল ভেঙে দেওয়ার ঘটনা নিয়ে আলোচনা উঠলে পুনরায় তাঁরা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে হাশেম উত্তেজিত হয়ে আবু সামাকে কুপিয়ে জখম করেন।
খবর পেয়ে স্থানীয়রা আবু সামাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। পরে থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনারুল হক বলেন, আবু সামাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনার তদন্ত ও অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আবু সামা (৬৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় আল ভেঙে যাওয়াকে কেন্দ্র করে তাঁর ভাতিজা এই হত্যাকাণ্ড ঘটান বলে অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের চর ঠ্যাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আবু সামা ওই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। অভিযুক্ত ভাতিজা একই এলাকার বছের আলীর ছেলে হাশেম আলী। তিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাচা আবু সামা গতকাল বৃহস্পতিবার নিজের জমি চাষ করতে ট্রাক্টর নিয়ে জমিতে যান। এ সময় ট্রাক্টরের আঘাতে ভাতিজা হাশেমের জমির আল ভেঙে যায়। এ নিয়ে চাচা-ভাতিজা বাগ্বিতণ্ডায় জড়ান। স্থানীয় লোকজন বিষয়টি তাৎক্ষণিক মীমাংসা করে দেন। তবে আজ দুপুরে আবু সামা তাঁর ছেলেকে নিয়ে হাশেম আলীর বাড়িতে যান। সেখানে জমির আল ভেঙে দেওয়ার ঘটনা নিয়ে আলোচনা উঠলে পুনরায় তাঁরা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে হাশেম উত্তেজিত হয়ে আবু সামাকে কুপিয়ে জখম করেন।
খবর পেয়ে স্থানীয়রা আবু সামাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। পরে থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনারুল হক বলেন, আবু সামাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনার তদন্ত ও অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মেটা: রংপুর-৩ ও ৪ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
৫ মিনিট আগে
পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান কৌশলগত জোটকে ‘চরম বিপজ্জনক’ আখ্যা দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে একটি খোলা চিঠি দিয়েছেন বালুচ নেতা ও মানবাধিকারকর্মী মীর ইয়ার বালুচ। চিঠিতে তিনি সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে বালুচিস্তানে চীনা সেনাবাহিনী মোতায়েন হতে পারে, যা ভারত ও বালুচিস্তান...
১৬ মিনিট আগে
রাজশাহীতে বিএনপির এক কর্মীর বিরুদ্ধে থানায় চাঁদা দাবির অভিযোগ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছেন দুই ঠিকাদার। বৃহস্পতিবার রাস্তার কাজের সাইটে গিয়ে চাঁদা দাবির কারণে বিএনপির ওই কর্মীকে পিটুনি দেওয়া হয়েছিল। এ জন্য তাঁর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। তবে এজাহারে দাবি করা হয়েছে, পূর্বশত্রুতার
১৭ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে নারীসহ অন্তত ৩০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারীতে প্রাণ-আরএফএল গ্রুপ পরিচালিত বঙ্গ মিলার্স লিমিটেড কোম্পানির কারখানায় এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে