লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সাইদুর রহমান ওরফে বিপ্লব নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মকর্তা সেজে চাকরিপ্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।
উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ী গ্রামে গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে সাইদুর রহমান বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে ওসি সেলিম মালিক জানান, ধৃত সাইদুর রহমান বিপ্লবের প্রতারণার ইতিহাস বেশ পুরোনো। তিনি বিভিন্ন সময়ে নিজেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতেন। এমনকি, ২০১৪ সালে এই প্রতারক নিজেকে জেলা প্রশাসক (ডিসি) পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছিলেন। সেই ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় তাঁর জেলও হয়েছিল। কিন্তু কারামুক্তির পরও তিনি একই ধরনের প্রতারণা চালিয়ে যান। ওসি বলেন, সাইদুর রহমানের বিরুদ্ধে দেশের প্রায় সাতটি থানায় মোট আটটি মামলা বিচারাধীন রয়েছে। এই মামলাগুলোতে তাঁর বিরুদ্ধে সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ওসি সেলিম মালিক আরও বলেন, সাইদুর রহমান বিপ্লব একটি সুসংগঠিত প্রতারক চক্রের সদস্য। এই চক্রটি দীর্ঘদিন ধরে বেকার নারী–পুরুষকে সরকারি চাকরির স্বপ্ন দেখিয়ে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। সাইদুর রহমান বিপ্লব নিজেকে কখনও শিক্ষা দপ্তরের বড় কর্তা, কখনও খাদ্য দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা আবার কখনও অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি হিসেবে পরিচয় দিতেন। তাঁর মিষ্টি কথায় বিশ্বাস করে অনেকে সর্বস্বান্ত হয়েছেন।
গোপন সূত্রে খবর পেয়ে কালীগঞ্জ থানা–পুলিশ সম্প্রতি এই প্রতারক চক্রের ওপর নজরদারি শুরু করে। অবশেষে তারা সাইদুর রহমান ওরফে বিপ্লবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।
সংবাদ সম্মেলনে ওসি সেলিম মালিক সাধারণ মানুষকে এ ধরনের প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার মধ্যস্থতাকারী বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। যদি কেউ এমন প্রস্তাব দেয়, তবে বুঝতে হবে সেখানে প্রতারণার আশঙ্কা রয়েছে। যেকোনো সন্দেহজনক ব্যক্তির বিষয়ে দ্রুত পুলিশকে জানানোর জন্য অনুরোধ করছি।’

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সাইদুর রহমান ওরফে বিপ্লব নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মকর্তা সেজে চাকরিপ্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।
উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ী গ্রামে গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে সাইদুর রহমান বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে ওসি সেলিম মালিক জানান, ধৃত সাইদুর রহমান বিপ্লবের প্রতারণার ইতিহাস বেশ পুরোনো। তিনি বিভিন্ন সময়ে নিজেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতেন। এমনকি, ২০১৪ সালে এই প্রতারক নিজেকে জেলা প্রশাসক (ডিসি) পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছিলেন। সেই ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় তাঁর জেলও হয়েছিল। কিন্তু কারামুক্তির পরও তিনি একই ধরনের প্রতারণা চালিয়ে যান। ওসি বলেন, সাইদুর রহমানের বিরুদ্ধে দেশের প্রায় সাতটি থানায় মোট আটটি মামলা বিচারাধীন রয়েছে। এই মামলাগুলোতে তাঁর বিরুদ্ধে সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ওসি সেলিম মালিক আরও বলেন, সাইদুর রহমান বিপ্লব একটি সুসংগঠিত প্রতারক চক্রের সদস্য। এই চক্রটি দীর্ঘদিন ধরে বেকার নারী–পুরুষকে সরকারি চাকরির স্বপ্ন দেখিয়ে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। সাইদুর রহমান বিপ্লব নিজেকে কখনও শিক্ষা দপ্তরের বড় কর্তা, কখনও খাদ্য দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা আবার কখনও অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি হিসেবে পরিচয় দিতেন। তাঁর মিষ্টি কথায় বিশ্বাস করে অনেকে সর্বস্বান্ত হয়েছেন।
গোপন সূত্রে খবর পেয়ে কালীগঞ্জ থানা–পুলিশ সম্প্রতি এই প্রতারক চক্রের ওপর নজরদারি শুরু করে। অবশেষে তারা সাইদুর রহমান ওরফে বিপ্লবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।
সংবাদ সম্মেলনে ওসি সেলিম মালিক সাধারণ মানুষকে এ ধরনের প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার মধ্যস্থতাকারী বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। যদি কেউ এমন প্রস্তাব দেয়, তবে বুঝতে হবে সেখানে প্রতারণার আশঙ্কা রয়েছে। যেকোনো সন্দেহজনক ব্যক্তির বিষয়ে দ্রুত পুলিশকে জানানোর জন্য অনুরোধ করছি।’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
৯ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে