Ajker Patrika

ম্যাজিস্ট্রেট তাপসীকে স্থায়ী বরখাস্তে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১৯: ১৭
ম্যাজিস্ট্রেট তাপসীকে স্থায়ী বরখাস্তে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) ওএসডি করা তাপসী তাবাসসুম ঊর্মিকে ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ীভাবে বরখাস্ত ও গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। দাবি পূরণ না হলে উত্তরবঙ্গ ব্লকেড এবং লংমার্চ টু বিভাগীয় কমিশনার কার্যালয় কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে সন্ত্রাসী এবং প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় আলোচনায় আছেন তিনি। 

আজ সোমবার বেলা ২টা ৩০ মিনিটে রংপুরে আবু সাঈদ গেটের সামনে মানববন্ধন ও সমাবেশ থেকে এই ঘোষণা দেন বেরোবির সমন্বয়কেরা। এ সময় ‘ঊর্মির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ঊর্মিকে গ্রেপ্তার কর, করতে হবে; আবু সাঈদ–মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন শিক্ষার্থীরা। সমাবেশে আবু সাঈদের ভাই রমজান আলী ও আবু হোসেনও অংশ নেন। 

সমাবেশে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক রিমা মুর্মু বলেন, আবু সাঈদকে কীভাবে পুলিশ গুলি করে হত্যা করেছে—সেটা বাংলাদেশ এবং সারা বিশ্ব অবহিত। কিন্তু লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁর ফেসবুকে বলেছে আবু সাঈদ একজন সন্ত্রাসী। এই যে কথাটা বলার সাহস তিনি রাখেন কীভাবে। তারই প্রতিবাদে আমরা মাঠে।’ 

তিনি বলেন, ‘আবু সাঈদের মৃত্যুটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে, সারা বিশ্বের মানুষ দেখেছে। কিন্তু আবু সাঈদকে তিনি সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। এটার তীব্র নিন্দা জানাচ্ছি। ঊর্মিকে অপসারণ এবং তাঁকে গ্রেপ্তারের জন্য আমরা আন্দোলন শুরু করেছি।’ 

সমাবেশে অপর সমন্বয়ক রুমন বকশি বলেন, ‘আমাদের স্পষ্ট ম্যাসেজ হচ্ছে, ঊর্মিসহ যারা রাষ্ট্রের দোসর, যারা আমলাতান্ত্রিক বেড়াজালে এই আবু সাঈদের রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং আমাদের শহীদ আবু সাঈদসহ সব শহীদ ও আহত ভাইদের কটূক্তি করে তাদের গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহিতার আইনে বিচারের মুখোমুখি করতে হবে। বর্তমানে ছাত্র-জনতার আকাঙ্ক্ষার সরকার যদি সেটা করতে ব্যর্থ হয়, তাহলে আবারও মাঠে নামবে ছাত্র-জনতা।’ 

কারমাইকেল কলেজের সমন্বয়ক তারেক ইমতিয়াজ বলেন, ‘ঊর্মি আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানকে অস্বীকার করেছে। শেখ হাসিনার ফ্যাসিবাদের দোসর এই ফ্যাসিস্ট সরকারি কর্মকর্তা রাষ্ট্রবিরোধী অপরাধ করেছেন। তাকে অবিলম্বে স্থায়ীভাবে অপসারণ এবং গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে প্রশাসনে হাসিনার ফ্যাসিবাদীদেরও অপসারণ করতে হবে। ঊর্মিকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করে আবু সাঈদের রক্তের সঙ্গে  বেইমানি করেছে প্রশাসন। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে লংমার্চ টু বিভাগীয় কমিশনার কার্যালয় করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে আলটিমেটাম। ছবি: আজকের পত্রিকাসমাবেশে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেটকে যদি ৪৮ ঘণ্টার মধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে আইনের আওতায় আনা না হয়, তাহলে উত্তরবঙ্গ ব্লকেড, বিভাগীয় কমিশনারসহ সব প্রশাসনিক অফিস ঘেরাও করব।’ 

মানববন্ধনে অংশ নিয়ে আবু সাঈদের ভাই আবু হোসেন বলেন, ‘আবু সাঈদকে সন্ত্রাসী বলা মানে হলো ফ্যাসিবাদের পক্ষে সাফাই গাওয়া এবং ছাত্র-জনতার অভ্যুত্থানকে অস্বীকার করা। এখনো সরকার তাকে স্থায়ীভাবে অপসারণ এবং গ্রেপ্তার না করায় আবু সাঈদ, মুগ্ধসহ সব শহীদের আত্মা আর্তনাদ করছে। আমরা চাই কত দ্রুত সরকার সেটা পূরণ করেন।’ 

আবু সাঈদ হত্যা মামলার বাদী ও বড় ভাই রমজান আলী বলেন, ‘আমার ভাইকে যারা সন্ত্রাসী বলতেছে, তাদের উদ্দেশে বলি, আমার ভাই বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছে। আমার ভাইকে আন্দোলন করার অপরাধে শেখ হাসিনার নির্দেশে পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে। আজকে ঊর্মি আমার ভাইকে সন্ত্রাসী বলেছে, আমিও মনে করি তিনি আমার ভাইয়ের খুনি। তাকে অপসারণ করে গ্রেপ্তার করা না হলে ড. ইউনূস যে উদ্যোগ নিয়েছেন তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।’ 

উল্লেখ্য, তাপসী তাবাসসুম ঊর্মি ফেসবুকে আবু সাঈকে সন্ত্রাসী এবং প্রধান উপদেষ্টার কাউন্টডাউন শুরু হয়ে গেছে এমন পোস্ট করেন। গতকাল তাঁকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়। বদলির আদেশের অনুলিপি পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে পুনরায় ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

বাংলাদেশ-ভারত সম্পর্ক: উত্তেজনা বাড়ছে দ্রুত

আজকের রাশিফল: ফেসবুকে জ্ঞান ঝাড়বেন না— বন্ধুরা জানে আপনি কপি মাস্টার, স্ত্রীর কথা শুনুন

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) ও ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘন কুয়াশার মধ্যে একটি মোটরসাইকেল কুলাউড়ার দিকে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

বাংলাদেশ-ভারত সম্পর্ক: উত্তেজনা বাড়ছে দ্রুত

আজকের রাশিফল: ফেসবুকে জ্ঞান ঝাড়বেন না— বন্ধুরা জানে আপনি কপি মাস্টার, স্ত্রীর কথা শুনুন

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি 
নিহত জামাল আহমদ। ছবি: সংগৃহীত
নিহত জামাল আহমদ। ছবি: সংগৃহীত

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চাঙ্গীল ব্রিজ-সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত যুবকের নাম জামাল আহমদ (৩৫)। তিনি জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের জদু মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জামাল আহমদ বাড়ি থেকে কাজে যোগ দিতে বের হন। পথে সিলেট-তামাবিল মহাসড়কের চাঙ্গীল ব্রিজ-সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি গাড়ি তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার পাশের ঝোপে পড়ে যান।

সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে জৈন্তাপুর মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

বাংলাদেশ-ভারত সম্পর্ক: উত্তেজনা বাড়ছে দ্রুত

আজকের রাশিফল: ফেসবুকে জ্ঞান ঝাড়বেন না— বন্ধুরা জানে আপনি কপি মাস্টার, স্ত্রীর কথা শুনুন

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

মুন্সিগঞ্জ প্রতিনিধি
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস। ছবি: আজকের পত্রিকা
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস। ছবি: আজকের পত্রিকা

ঘন কুয়াশার কারণে মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে একের পর এক সংঘর্ষে তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ড ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশায় সামনে দেখতে না পারার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যানগুলো পরপর সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর নয়। ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশাই দুর্ঘটনার মূল কারণ বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

বাংলাদেশ-ভারত সম্পর্ক: উত্তেজনা বাড়ছে দ্রুত

আজকের রাশিফল: ফেসবুকে জ্ঞান ঝাড়বেন না— বন্ধুরা জানে আপনি কপি মাস্টার, স্ত্রীর কথা শুনুন

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মাদারীপুরে শাজাহান খানের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৩: ০১
মাদারীপুর জেলা যুবদল নেতা ফারুক হোসেন ব্যাপারী। ছবি: সংগৃহীত
মাদারীপুর জেলা যুবদল নেতা ফারুক হোসেন ব্যাপারী। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও তাঁর ভাইদের বাড়িসহ ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়ার ঘটনায় জেলা যুবদল নেতা ফারুক হোসেন ব্যাপারীর পদ স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ফারুক হোসেন ব্যাপারী মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক পদে ছিলেন। এর আগে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত রোববার (২১ ডিসেম্বর) তাঁকে তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীর প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হলো। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

স্থানীয় নেতা-কর্মী সূত্রে জানা যায়, গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গ্রুপে আওয়ামী লীগ নেতা শাজাহান খানের বাড়ি ও তাঁর ভাইদের ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করার কর্মসূচির ডাক দেওয়া হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। পরে মাদারীপুর শহরের চাঁনমারি মসজিদের সামনে শাজাহান খানের দশতলা ভবনসহ তাঁর ভাইদের চারটি বাড়ি, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট ও পেট্রলপাম্পে কোনো ধরনের সহিংসতা যেন না হয়, তার জন্য যুবদলের আহ্বায়ক ফারুকের নেতৃত্বে অর্ধশত কর্মী শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পাহারা দেন। তাঁদের এই কার্যক্রমের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।

মাদারীপুর-২

বিষয়টি কেন্দ্রীয় যুবদলের নজরে এলে তাৎক্ষণিক ফারুক হোসেন ব্যাপারীকে শোকজ করা হয়। সেই নোটিশে তিন দিনের মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়। তাঁরা ব্যাখ্যা শুনে সোমবার রাতে তাঁর সকল পদ স্থগিত করেন।

মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারী বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অভিযোগ দেওয়া হয়েছে। আমি দলীয় নেতা-কর্মী নিয়ে প্রশাসনকে সহযোগিতা করেছি। কেন্দ্রে মিথ্যা তথ্য দিয়ে আমার সুনাম ক্ষুণ্ন করতে একটি পক্ষ এই কার্যক্রমের সঙ্গে জড়িত। আমি দলের স্বার্থে ছিলাম, আছি এবং থাকব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

বাংলাদেশ-ভারত সম্পর্ক: উত্তেজনা বাড়ছে দ্রুত

আজকের রাশিফল: ফেসবুকে জ্ঞান ঝাড়বেন না— বন্ধুরা জানে আপনি কপি মাস্টার, স্ত্রীর কথা শুনুন

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

এলাকার খবর
Loading...

সম্পর্কিত