হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় গ্রাম পুলিশ পাঠিয়ে জহুরুল হক নামে এক ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে এনে ইউনিয়ন পরিষদে (ইউপি) আটকে রেখে মারধর ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এরপর জোর করে ফাঁকা স্টাম্পে ওই ব্যবসায়ীর সাক্ষরও নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে উপজেলার বড়খাতা ইউপিতে এ ঘটনা ঘটে।
আহত জহুরুল হক বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার সকালে তিনি বাদী হয়ে চেয়ারম্যানসহ চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আবু হেনা মোস্তফা জামাল বড়খাতা ইউপি চেয়ারম্যান। এ ছাড়া অন্য অভিযুক্তরা হলেন গ্রাম পুলিশ খোকন, শাহিদ ও জিয়া। ভুক্তভোগী জহুরুল হক ওই ইউনিয়নের পশ্চিম সারডুবী এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি একজন মুরগি ব্যবসায়ী।
জানা গেছে, জহুরুলের সঙ্গে তাঁর ভাই নজরুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সোহেল একটি আপস মীমাংসা করে দেন। জহুরুল সেই আপস মীমাংসায় দেওয়া চেয়ারম্যানের নির্দেশ মানতে দেরি করেন। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান বুধবার ভোরে জহুরুলের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে তাঁকে জোর ইউপিতে তুলে আনেন। এরপর ইউপির হলরুমে জহুরুলকে আটকে রেখে চেয়ারম্যান ও গ্রাম পুলিশরা মারধর ও নির্যাতন করেন। এরপর চেয়ারম্যান সোহেল জোর করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে জহুরুলকে ছেড়ে দেন।
জহুরুল হক বলেন, ‘সোহেল চেয়ারম্যান চৌকিদার পাঠিয়ে বাড়ি থেকে জোর করে আমাকে পরিষদে তুলে নিয়ে গিয়ে মারধর করে ফাঁকা স্ট্যাম্পে সই নেন। অনুরোধ করার পরেও চেয়ারম্যান ও চৌকিদার আমাকে মারধর করেন। মারধর করতে করতে চেয়ারম্যান বলে বেটা আমার বিচার মানিস না, আমার কথা শুনিস না। আমি তোক ডাকি আর তুই আসিস না। বেটা তোকে জানে শেষ করে দিব। আমি থানায় লিখিত অভিযোগ করেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান সোহেল বলেন, ‘জহুরুলের সঙ্গে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ চলছে। জহুরুলকে কোনো মারধর করা হয়নি। আমি ব্যস্ত আছি। পড়ে কথা বলব।’ এরপর তিনি কলটি কেটে দেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মামুন বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ওই চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন জহুরুল হক। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

লালমনিরহাটের হাতীবান্ধায় গ্রাম পুলিশ পাঠিয়ে জহুরুল হক নামে এক ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে এনে ইউনিয়ন পরিষদে (ইউপি) আটকে রেখে মারধর ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এরপর জোর করে ফাঁকা স্টাম্পে ওই ব্যবসায়ীর সাক্ষরও নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে উপজেলার বড়খাতা ইউপিতে এ ঘটনা ঘটে।
আহত জহুরুল হক বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার সকালে তিনি বাদী হয়ে চেয়ারম্যানসহ চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আবু হেনা মোস্তফা জামাল বড়খাতা ইউপি চেয়ারম্যান। এ ছাড়া অন্য অভিযুক্তরা হলেন গ্রাম পুলিশ খোকন, শাহিদ ও জিয়া। ভুক্তভোগী জহুরুল হক ওই ইউনিয়নের পশ্চিম সারডুবী এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি একজন মুরগি ব্যবসায়ী।
জানা গেছে, জহুরুলের সঙ্গে তাঁর ভাই নজরুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সোহেল একটি আপস মীমাংসা করে দেন। জহুরুল সেই আপস মীমাংসায় দেওয়া চেয়ারম্যানের নির্দেশ মানতে দেরি করেন। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান বুধবার ভোরে জহুরুলের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে তাঁকে জোর ইউপিতে তুলে আনেন। এরপর ইউপির হলরুমে জহুরুলকে আটকে রেখে চেয়ারম্যান ও গ্রাম পুলিশরা মারধর ও নির্যাতন করেন। এরপর চেয়ারম্যান সোহেল জোর করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে জহুরুলকে ছেড়ে দেন।
জহুরুল হক বলেন, ‘সোহেল চেয়ারম্যান চৌকিদার পাঠিয়ে বাড়ি থেকে জোর করে আমাকে পরিষদে তুলে নিয়ে গিয়ে মারধর করে ফাঁকা স্ট্যাম্পে সই নেন। অনুরোধ করার পরেও চেয়ারম্যান ও চৌকিদার আমাকে মারধর করেন। মারধর করতে করতে চেয়ারম্যান বলে বেটা আমার বিচার মানিস না, আমার কথা শুনিস না। আমি তোক ডাকি আর তুই আসিস না। বেটা তোকে জানে শেষ করে দিব। আমি থানায় লিখিত অভিযোগ করেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান সোহেল বলেন, ‘জহুরুলের সঙ্গে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ চলছে। জহুরুলকে কোনো মারধর করা হয়নি। আমি ব্যস্ত আছি। পড়ে কথা বলব।’ এরপর তিনি কলটি কেটে দেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মামুন বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ওই চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন জহুরুল হক। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১০ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে