Ajker Patrika

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি 
লালমনিরহাটে পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
লালমনিরহাটে পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের কালীগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। আজ সোমবার উপজেলার তুষভান্ডার বাজারে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, কালীগঞ্জ সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ এবং তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের কেন্দ্র পরিবর্তন করে কাকিনা উত্তরবাংলা কলেজে নেওয়া হয়েছে। এই নতুন কেন্দ্রটি অনেক দূরে হওয়ায় সেখানে গিয়ে পরীক্ষা দেওয়া তাঁদের জন্য কষ্টসাধ্য হবে। এ কারণেই তাঁরা সড়ক অবরোধের মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

পরীক্ষার্থী অর্পিতা রায়, সুবর্ণা আক্তার শিখা, আরজু হোসাইন, মো. সবুজ হোসেন ও মিল্লাত হোসেন জানান, আকস্মিক কেন্দ্র পরিবর্তনে তাঁরা বিপাকে পড়েছেন। দূরত্বের কারণে তাঁদের যাতায়াতে অনেক সমস্যা হবে।

এদিকে খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা ঘটনাস্থলে এসে পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তাঁর আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি শান্ত হয়।

ইউএনও বলেন, ‘এ বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা করা হবে। আশা করছি দ্রুত এই সমস্যা সমাধান হয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত