লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ভবনের লিফটে আটকা পড়েছেন ১০ জন বিচারপ্রার্থী। রোববার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তাদের আসার আগেই আইনজীবী ও লিফটম্যানের সহযোগিতায় ২০ মিনিট পর আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ। তিনি জানান, আদালত চলাকালে নিচতলা থেকে ৬তলার দিকে যাচ্ছিলেন কয়েকজন বিচারপ্রার্থী। লিফট ৪তলায় পৌঁছালে হঠাৎ তা বন্ধ হয়ে যায় এবং ভেতরে থাকা ব্যক্তিরা আটকে পড়েন।
আটকে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আইনজীবী ও লিফটম্যানের সহায়তায় আটকে পড়াদের উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনার পর আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নিম্নমানের লিফট ব্যবহার করায় একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে।
জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আহমদ ফেরদাউস মানিক বলেন, ‘কোর্ট ভবনে নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে লিফট স্থাপন করা হয়েছে। শুরু থেকেই লিফটে ত্রুটি দেখা দেয়। মাঝেমধ্যেই বিভিন্ন ফ্লোরে গিয়ে লিফট আটকে যায়, এতে বিচারপ্রার্থী ও আইনজীবীরা চরম ভোগান্তিতে পড়েন। বারবার অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’
তিনি আরও জানান, ভবনে কোনো স্থায়ী লিফটম্যান নেই, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
প্রত্যক্ষদর্শী ইউসুফ হোসেন, হাবিবুর রহমান ও আবদুল মতিন জানান, কোর্ট একটি গুরুত্বপূর্ণ জায়গা, প্রতিদিন শত শত বিচারপ্রার্থী এখানে আসেন। কিন্তু লিফটের অবস্থা খুবই নাজুক। কখনো বিদ্যুৎ থাকে না, আর থাকলেও লিফট কাজ করে না। ৬তলা পর্যন্ত উঠতে সাধারণ মানুষকে খুব কষ্ট করতে হয়, বিশেষ করে বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার দাস বলেন, ‘চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ভবনের ৪তলার লিফটে ১০ জন আটকা পড়েন। আমাদের খবর দেওয়া হলেও আমরা পৌঁছার আগেই স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। তারা প্রায় ২০ মিনিট লিফটে আটকা ছিলেন।’

লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ভবনের লিফটে আটকা পড়েছেন ১০ জন বিচারপ্রার্থী। রোববার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তাদের আসার আগেই আইনজীবী ও লিফটম্যানের সহযোগিতায় ২০ মিনিট পর আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ। তিনি জানান, আদালত চলাকালে নিচতলা থেকে ৬তলার দিকে যাচ্ছিলেন কয়েকজন বিচারপ্রার্থী। লিফট ৪তলায় পৌঁছালে হঠাৎ তা বন্ধ হয়ে যায় এবং ভেতরে থাকা ব্যক্তিরা আটকে পড়েন।
আটকে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আইনজীবী ও লিফটম্যানের সহায়তায় আটকে পড়াদের উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনার পর আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নিম্নমানের লিফট ব্যবহার করায় একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে।
জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আহমদ ফেরদাউস মানিক বলেন, ‘কোর্ট ভবনে নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে লিফট স্থাপন করা হয়েছে। শুরু থেকেই লিফটে ত্রুটি দেখা দেয়। মাঝেমধ্যেই বিভিন্ন ফ্লোরে গিয়ে লিফট আটকে যায়, এতে বিচারপ্রার্থী ও আইনজীবীরা চরম ভোগান্তিতে পড়েন। বারবার অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’
তিনি আরও জানান, ভবনে কোনো স্থায়ী লিফটম্যান নেই, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
প্রত্যক্ষদর্শী ইউসুফ হোসেন, হাবিবুর রহমান ও আবদুল মতিন জানান, কোর্ট একটি গুরুত্বপূর্ণ জায়গা, প্রতিদিন শত শত বিচারপ্রার্থী এখানে আসেন। কিন্তু লিফটের অবস্থা খুবই নাজুক। কখনো বিদ্যুৎ থাকে না, আর থাকলেও লিফট কাজ করে না। ৬তলা পর্যন্ত উঠতে সাধারণ মানুষকে খুব কষ্ট করতে হয়, বিশেষ করে বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার দাস বলেন, ‘চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ভবনের ৪তলার লিফটে ১০ জন আটকা পড়েন। আমাদের খবর দেওয়া হলেও আমরা পৌঁছার আগেই স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। তারা প্রায় ২০ মিনিট লিফটে আটকা ছিলেন।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
২ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৩ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে