রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সোহাগকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের জেলা কমিটির বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মহিউদ্দিন সোহাগ মনে করেন, দলের নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ করার কারণেই দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার গভীর রাতে ফেসবুকে বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়। বহিষ্কারের কারণ হিসেবে চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। তাঁকে ইউনিয়ন যুবদলের পদের পাশাপাশি প্রাথমিক সদস্যপদ বাতিল এবং দল থেকে বহিষ্কার করা হয়।
আজ বুধবার দুপুরে মহিউদ্দিন সোহাগকে দল থেকে বহিষ্কারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শামছুল আহসান মামুন। তিনি বলেন, বহিষ্কৃত সোহাগের ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না। তাঁর সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে মহিউদ্দিন সোহাগ বিএনপি-যুবদলের উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে চরের জমি দখলসহ বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি নিজেও চরের জমি নিয়ে কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার তথ্য উল্লেখ করেন। তাঁর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচার হলে দলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে রাতেই তাঁর বিরুদ্ধে দলীয় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। দলের নেতা-কর্মীদের ধারণা, ওই বক্তব্যের কারণেই তাঁকে বহিষ্কার করা হয়েছে। রায়পুরে যুবদলের কোনো কমিটি না থাকায় জেলা কমিটিই এই ব্যবস্থা নিয়েছে।
মহিউদ্দিন সোহাগ বলেন, ‘বিএনপির দোহাই দিয়ে উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশীর কয়েকজন নেতা চরাঞ্চলের খাস ও মালিকীয় জমি জবরদখলের অভিযোগ করায় আমাকে বহিষ্কার করা হয়েছে। আমার বক্তব্য শতভাগ সঠিক। এগুলো দলীয় ফোরামের বাইরে মিডিয়ায় এভাবে বলা ঠিক হয়নি। এ জন্য দলের শাস্তি মেনে নিয়েছি। তবে অপরাধীদেরও বিচার চাই।’


লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সোহাগকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের জেলা কমিটির বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মহিউদ্দিন সোহাগ মনে করেন, দলের নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ করার কারণেই দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার গভীর রাতে ফেসবুকে বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়। বহিষ্কারের কারণ হিসেবে চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। তাঁকে ইউনিয়ন যুবদলের পদের পাশাপাশি প্রাথমিক সদস্যপদ বাতিল এবং দল থেকে বহিষ্কার করা হয়।
আজ বুধবার দুপুরে মহিউদ্দিন সোহাগকে দল থেকে বহিষ্কারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শামছুল আহসান মামুন। তিনি বলেন, বহিষ্কৃত সোহাগের ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না। তাঁর সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে মহিউদ্দিন সোহাগ বিএনপি-যুবদলের উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে চরের জমি দখলসহ বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি নিজেও চরের জমি নিয়ে কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার তথ্য উল্লেখ করেন। তাঁর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচার হলে দলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে রাতেই তাঁর বিরুদ্ধে দলীয় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। দলের নেতা-কর্মীদের ধারণা, ওই বক্তব্যের কারণেই তাঁকে বহিষ্কার করা হয়েছে। রায়পুরে যুবদলের কোনো কমিটি না থাকায় জেলা কমিটিই এই ব্যবস্থা নিয়েছে।
মহিউদ্দিন সোহাগ বলেন, ‘বিএনপির দোহাই দিয়ে উত্তর চরবংশী ও দক্ষিণ চরবংশীর কয়েকজন নেতা চরাঞ্চলের খাস ও মালিকীয় জমি জবরদখলের অভিযোগ করায় আমাকে বহিষ্কার করা হয়েছে। আমার বক্তব্য শতভাগ সঠিক। এগুলো দলীয় ফোরামের বাইরে মিডিয়ায় এভাবে বলা ঠিক হয়নি। এ জন্য দলের শাস্তি মেনে নিয়েছি। তবে অপরাধীদেরও বিচার চাই।’


চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজের চার দিন পর পুকুরে ভেসে উঠেছে মো. জসীম উদ্দীন (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রামের একটি পুকুরে জসীমের লাশ ভেসে ওঠে।
২ মিনিট আগে
রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে স্টার কাবাবের পাশের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে পালানো তিনজনকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তাঁদের পরিচয় নিশ্চিত করতে একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা...
৩২ মিনিট আগে
বগুড়ার শাজাহানপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের আশেকপুর ইউনিয়নের কৃষি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নির্দেশদাতা ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
২ ঘণ্টা আগে