লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের প্যানেল থেকে সভাপতি আহাম্মদ ফেরদৌস মানিক ও সম্পাদক হাসান আল মাহমুদসহ ১০ জন নির্বাচিত হয়েছেন। আর আওয়ামী ফোরাম থেকে সহসাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু ও জাহাঙ্গীর আলমসহ পাঁচ পদে জয়ী হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১২টার দিকে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়। আইনজীবী সমিতির কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একেএম হুমায়ুন কবির।
অ্যাডভোকেট একেএম হুমায়ুন কবির বলেন, ‘জেলা আইনজীবী সমিতির দুটি প্যানেল ও এক স্বতন্ত্র প্রার্থীসহ সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে আহম্মদ ফেরদৌস মানিক বেশি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সম্পাদক পদে দুই প্যানেল থেকে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই পদে জাতীয়তাবাদী ফোরামের হাছান মাহমুদ সাধারণ সম্পাদক পদে জয়ী হন।’ আইনজীবী সমিতির ভোটার মোট সংখ্যা ৩৪৩ জন। এর মধ্যে ৩৩৫ জন ভোট দিয়েছেন বলে জানান তিনি।
অন্য নির্বাচিতরা হলেন সহসভাপতি মো. শামসুদ্দিন ও জহুর আহম্মদ চৌধুরী, সহসম্পাদক রেজাউল করিম রাজু ও জাহাঙ্গীর আলম, অডিটর কামরুল হাসান রনি, পাঠাগারবিষয়ক সম্পাদক মু. মাহির আসহাব, সংস্কৃতিবিষয়ক সম্পাদক ফারুক হোসেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেন আকবর হোসেন, আনিসুল ইসলাম, আনোয়ার হোসেন ফিরোজ, দাউদ হোসেন, মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া ও সাইফ উদ্দিন খোকন।
জানা গেছে, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী তিনজনের মধ্যে একজন বিএনপি ও দুজন আওয়ামী লীগের সমর্থিত। এঁদের মধ্যে জাতীয়তাবাদী ফোরামের প্রার্থী আহম্মদ ফেরদৌস মানিক পেয়েছেন ১২৯ ভোট। আর আওয়ামী ফোরামের প্রার্থী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন পেয়েছেন ১২৫ ভোট। আরেক সভাপতি প্রার্থী জি এস এম আবদুর নুর পেয়েছেন ৮০ ভোট। তিনি আওয়ামী লীগ সমর্থক।
অন্যদিকে সম্পাদক পদে জাতীয়তাবাদী ফোরামের হাসান আল মাহমুদের প্রাপ্ত ভোট ২০৭, প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী ফোরামের প্রার্থী রহমত উল্লাহ বিপ্লব পেয়েছেন ১২২ ভোট।
এদিকে রাতে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি প্যানেলের আইনজীবীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের প্যানেল থেকে সভাপতি আহাম্মদ ফেরদৌস মানিক ও সম্পাদক হাসান আল মাহমুদসহ ১০ জন নির্বাচিত হয়েছেন। আর আওয়ামী ফোরাম থেকে সহসাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু ও জাহাঙ্গীর আলমসহ পাঁচ পদে জয়ী হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১২টার দিকে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়। আইনজীবী সমিতির কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একেএম হুমায়ুন কবির।
অ্যাডভোকেট একেএম হুমায়ুন কবির বলেন, ‘জেলা আইনজীবী সমিতির দুটি প্যানেল ও এক স্বতন্ত্র প্রার্থীসহ সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে আহম্মদ ফেরদৌস মানিক বেশি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সম্পাদক পদে দুই প্যানেল থেকে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই পদে জাতীয়তাবাদী ফোরামের হাছান মাহমুদ সাধারণ সম্পাদক পদে জয়ী হন।’ আইনজীবী সমিতির ভোটার মোট সংখ্যা ৩৪৩ জন। এর মধ্যে ৩৩৫ জন ভোট দিয়েছেন বলে জানান তিনি।
অন্য নির্বাচিতরা হলেন সহসভাপতি মো. শামসুদ্দিন ও জহুর আহম্মদ চৌধুরী, সহসম্পাদক রেজাউল করিম রাজু ও জাহাঙ্গীর আলম, অডিটর কামরুল হাসান রনি, পাঠাগারবিষয়ক সম্পাদক মু. মাহির আসহাব, সংস্কৃতিবিষয়ক সম্পাদক ফারুক হোসেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেন আকবর হোসেন, আনিসুল ইসলাম, আনোয়ার হোসেন ফিরোজ, দাউদ হোসেন, মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া ও সাইফ উদ্দিন খোকন।
জানা গেছে, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী তিনজনের মধ্যে একজন বিএনপি ও দুজন আওয়ামী লীগের সমর্থিত। এঁদের মধ্যে জাতীয়তাবাদী ফোরামের প্রার্থী আহম্মদ ফেরদৌস মানিক পেয়েছেন ১২৯ ভোট। আর আওয়ামী ফোরামের প্রার্থী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন পেয়েছেন ১২৫ ভোট। আরেক সভাপতি প্রার্থী জি এস এম আবদুর নুর পেয়েছেন ৮০ ভোট। তিনি আওয়ামী লীগ সমর্থক।
অন্যদিকে সম্পাদক পদে জাতীয়তাবাদী ফোরামের হাসান আল মাহমুদের প্রাপ্ত ভোট ২০৭, প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী ফোরামের প্রার্থী রহমত উল্লাহ বিপ্লব পেয়েছেন ১২২ ভোট।
এদিকে রাতে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি প্যানেলের আইনজীবীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে