লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের প্যানেল থেকে সভাপতি আহাম্মদ ফেরদৌস মানিক ও সম্পাদক হাসান আল মাহমুদসহ ১০ জন নির্বাচিত হয়েছেন। আর আওয়ামী ফোরাম থেকে সহসাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু ও জাহাঙ্গীর আলমসহ পাঁচ পদে জয়ী হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১২টার দিকে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়। আইনজীবী সমিতির কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একেএম হুমায়ুন কবির।
অ্যাডভোকেট একেএম হুমায়ুন কবির বলেন, ‘জেলা আইনজীবী সমিতির দুটি প্যানেল ও এক স্বতন্ত্র প্রার্থীসহ সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে আহম্মদ ফেরদৌস মানিক বেশি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সম্পাদক পদে দুই প্যানেল থেকে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই পদে জাতীয়তাবাদী ফোরামের হাছান মাহমুদ সাধারণ সম্পাদক পদে জয়ী হন।’ আইনজীবী সমিতির ভোটার মোট সংখ্যা ৩৪৩ জন। এর মধ্যে ৩৩৫ জন ভোট দিয়েছেন বলে জানান তিনি।
অন্য নির্বাচিতরা হলেন সহসভাপতি মো. শামসুদ্দিন ও জহুর আহম্মদ চৌধুরী, সহসম্পাদক রেজাউল করিম রাজু ও জাহাঙ্গীর আলম, অডিটর কামরুল হাসান রনি, পাঠাগারবিষয়ক সম্পাদক মু. মাহির আসহাব, সংস্কৃতিবিষয়ক সম্পাদক ফারুক হোসেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেন আকবর হোসেন, আনিসুল ইসলাম, আনোয়ার হোসেন ফিরোজ, দাউদ হোসেন, মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া ও সাইফ উদ্দিন খোকন।
জানা গেছে, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী তিনজনের মধ্যে একজন বিএনপি ও দুজন আওয়ামী লীগের সমর্থিত। এঁদের মধ্যে জাতীয়তাবাদী ফোরামের প্রার্থী আহম্মদ ফেরদৌস মানিক পেয়েছেন ১২৯ ভোট। আর আওয়ামী ফোরামের প্রার্থী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন পেয়েছেন ১২৫ ভোট। আরেক সভাপতি প্রার্থী জি এস এম আবদুর নুর পেয়েছেন ৮০ ভোট। তিনি আওয়ামী লীগ সমর্থক।
অন্যদিকে সম্পাদক পদে জাতীয়তাবাদী ফোরামের হাসান আল মাহমুদের প্রাপ্ত ভোট ২০৭, প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী ফোরামের প্রার্থী রহমত উল্লাহ বিপ্লব পেয়েছেন ১২২ ভোট।
এদিকে রাতে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি প্যানেলের আইনজীবীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের প্যানেল থেকে সভাপতি আহাম্মদ ফেরদৌস মানিক ও সম্পাদক হাসান আল মাহমুদসহ ১০ জন নির্বাচিত হয়েছেন। আর আওয়ামী ফোরাম থেকে সহসাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু ও জাহাঙ্গীর আলমসহ পাঁচ পদে জয়ী হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১২টার দিকে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়। আইনজীবী সমিতির কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একেএম হুমায়ুন কবির।
অ্যাডভোকেট একেএম হুমায়ুন কবির বলেন, ‘জেলা আইনজীবী সমিতির দুটি প্যানেল ও এক স্বতন্ত্র প্রার্থীসহ সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে আহম্মদ ফেরদৌস মানিক বেশি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সম্পাদক পদে দুই প্যানেল থেকে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই পদে জাতীয়তাবাদী ফোরামের হাছান মাহমুদ সাধারণ সম্পাদক পদে জয়ী হন।’ আইনজীবী সমিতির ভোটার মোট সংখ্যা ৩৪৩ জন। এর মধ্যে ৩৩৫ জন ভোট দিয়েছেন বলে জানান তিনি।
অন্য নির্বাচিতরা হলেন সহসভাপতি মো. শামসুদ্দিন ও জহুর আহম্মদ চৌধুরী, সহসম্পাদক রেজাউল করিম রাজু ও জাহাঙ্গীর আলম, অডিটর কামরুল হাসান রনি, পাঠাগারবিষয়ক সম্পাদক মু. মাহির আসহাব, সংস্কৃতিবিষয়ক সম্পাদক ফারুক হোসেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেন আকবর হোসেন, আনিসুল ইসলাম, আনোয়ার হোসেন ফিরোজ, দাউদ হোসেন, মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া ও সাইফ উদ্দিন খোকন।
জানা গেছে, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী তিনজনের মধ্যে একজন বিএনপি ও দুজন আওয়ামী লীগের সমর্থিত। এঁদের মধ্যে জাতীয়তাবাদী ফোরামের প্রার্থী আহম্মদ ফেরদৌস মানিক পেয়েছেন ১২৯ ভোট। আর আওয়ামী ফোরামের প্রার্থী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন পেয়েছেন ১২৫ ভোট। আরেক সভাপতি প্রার্থী জি এস এম আবদুর নুর পেয়েছেন ৮০ ভোট। তিনি আওয়ামী লীগ সমর্থক।
অন্যদিকে সম্পাদক পদে জাতীয়তাবাদী ফোরামের হাসান আল মাহমুদের প্রাপ্ত ভোট ২০৭, প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী ফোরামের প্রার্থী রহমত উল্লাহ বিপ্লব পেয়েছেন ১২২ ভোট।
এদিকে রাতে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি প্যানেলের আইনজীবীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
৪ ঘণ্টা আগে