লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে কাজীর দিঘীরপাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ শনিবার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন–সজিব হোসেন প্রকাশ বাহার, মোবারক হোসেন ও জিয়াউর রহমান তুষার ইসলাম। এর মধ্যে বাহার উদ্দিনের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইসহ ২০টি ও মোবারক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। তিনজনই আন্ত: জেলা ছিনতাই চক্রের সদস্য।
আজ পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মো. আকতার হোসেন। তিনি বলেন, ‘স্বর্ণালংকার ও টাকা–পয়সা ছিনতাই করার উদ্দেশ্যে হিরালাল দেবনাথকে ছুরিকাঘাত করে হত্যা করে আসামিরা।’ পারিবারিক বা ব্যবসায়িক কোন দ্বন্দ্বে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলে জানান পুলিশ সুপার। হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে।
মো. আকতার হোসেন বলেন, ‘আজ ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে জিয়াউর রহমান তুষার, গাজীপুরের টঙ্গী থেকে সজিব হোসেন বাহার ও রায়পুর থেকে মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। পরে বিকেলে তিন আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতে মোবারক হোসেন ও জিয়াউর রহমান তুষার হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করেছেন।’
উল্লেখ্য, সদর উপজেলার কাজিরদিঘীরপাড় বাজারে মাতৃশিল্পলায় নামে হিরালাল দেবনাথের একটি জুয়েলারি দোকান রয়েছে। গত ৮ আগস্ট রাতে দোকানের কার্যক্রম শেষ করে বাড়ির দিকে যাওয়ার পথে ব্যবসায়ী হিরালাল দেবনাথকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় পরের দিন নিহত হিরালাল দেবনাথের ছেলে প্রীতম দেবনাথ অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

লক্ষ্মীপুরে কাজীর দিঘীরপাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ শনিবার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন–সজিব হোসেন প্রকাশ বাহার, মোবারক হোসেন ও জিয়াউর রহমান তুষার ইসলাম। এর মধ্যে বাহার উদ্দিনের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইসহ ২০টি ও মোবারক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। তিনজনই আন্ত: জেলা ছিনতাই চক্রের সদস্য।
আজ পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মো. আকতার হোসেন। তিনি বলেন, ‘স্বর্ণালংকার ও টাকা–পয়সা ছিনতাই করার উদ্দেশ্যে হিরালাল দেবনাথকে ছুরিকাঘাত করে হত্যা করে আসামিরা।’ পারিবারিক বা ব্যবসায়িক কোন দ্বন্দ্বে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলে জানান পুলিশ সুপার। হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে।
মো. আকতার হোসেন বলেন, ‘আজ ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে জিয়াউর রহমান তুষার, গাজীপুরের টঙ্গী থেকে সজিব হোসেন বাহার ও রায়পুর থেকে মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। পরে বিকেলে তিন আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতে মোবারক হোসেন ও জিয়াউর রহমান তুষার হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করেছেন।’
উল্লেখ্য, সদর উপজেলার কাজিরদিঘীরপাড় বাজারে মাতৃশিল্পলায় নামে হিরালাল দেবনাথের একটি জুয়েলারি দোকান রয়েছে। গত ৮ আগস্ট রাতে দোকানের কার্যক্রম শেষ করে বাড়ির দিকে যাওয়ার পথে ব্যবসায়ী হিরালাল দেবনাথকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় পরের দিন নিহত হিরালাল দেবনাথের ছেলে প্রীতম দেবনাথ অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৬ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
২০ মিনিট আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
৪৩ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে