লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ছেলে মেহেদি হাসানসহ অন্তঃসত্ত্বা রোকসানা আক্তারের নিখোঁজের ঘটনায় স্বামী আনোয়ার হোসেনসহ সাতজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রাম থেকে তাঁদের আটক করে পুলিশ।
জানা যায়, ঘরের মেঝেতে রক্তের দাগ থাকায় ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় পুলিশে খবর দেন স্থানীয়রা। আটক আনোয়ার ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আফজল গ্রামের বাসিন্দা এবং পেশায় দিনমজুর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে খাওয়া শেষে আনোয়ার ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রোকসানা একসঙ্গে ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে ঘুম থেকে উঠে ছেলে মেহেদিসহ রোকসানাকে বিছানায় দেখতে পাননি তিনি। এতে আশপাশে খুঁজেও তাঁদের সন্ধান না পাওয়ায় বিষয়টি প্রতিবেশীদের জানানো হয়। এ খবর শুনে প্রতিবেশীরা এলে ঘরের মেঝেতে রক্ত দেখতে পান। এতে ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ ঘটনাস্থল পৌঁছে দুপুরে চারজনকে আটক করে। পরে রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে আরও তিনজনকে আটক করা হয়।
এ বিষয়ে ৭ নম্বর চর রমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজাহিদুল ইসলাম দিদার জানান, ঘটনাটি রহস্যজনক। কখন যে মা ও ছেলে নিখোঁজ হয়েছে তার সঠিক সময় কেউ বলতে পারছে না। আবার মেঝেতে রক্তের দাগও রয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত সাতজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ছেলে মেহেদি হাসানসহ অন্তঃসত্ত্বা রোকসানা আক্তারের নিখোঁজের ঘটনায় স্বামী আনোয়ার হোসেনসহ সাতজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রাম থেকে তাঁদের আটক করে পুলিশ।
জানা যায়, ঘরের মেঝেতে রক্তের দাগ থাকায় ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় পুলিশে খবর দেন স্থানীয়রা। আটক আনোয়ার ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আফজল গ্রামের বাসিন্দা এবং পেশায় দিনমজুর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে খাওয়া শেষে আনোয়ার ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রোকসানা একসঙ্গে ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে ঘুম থেকে উঠে ছেলে মেহেদিসহ রোকসানাকে বিছানায় দেখতে পাননি তিনি। এতে আশপাশে খুঁজেও তাঁদের সন্ধান না পাওয়ায় বিষয়টি প্রতিবেশীদের জানানো হয়। এ খবর শুনে প্রতিবেশীরা এলে ঘরের মেঝেতে রক্ত দেখতে পান। এতে ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ ঘটনাস্থল পৌঁছে দুপুরে চারজনকে আটক করে। পরে রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে আরও তিনজনকে আটক করা হয়।
এ বিষয়ে ৭ নম্বর চর রমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজাহিদুল ইসলাম দিদার জানান, ঘটনাটি রহস্যজনক। কখন যে মা ও ছেলে নিখোঁজ হয়েছে তার সঠিক সময় কেউ বলতে পারছে না। আবার মেঝেতে রক্তের দাগও রয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত সাতজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন নির্বাচনে জয়ের সম্ভাবনা প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বলতে পারি, বিজয় আমাদের হয়েই গেছে। ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে।’
১২ মিনিট আগে
গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক। এটাই হবে আগামীর বাংলাদেশ। আজ সোমবার দুপুরে রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির...
২৪ মিনিট আগে
রাজধানীর উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজের সামনে ‘টিসি নয়, প্রমোশনের’ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন অভিভাবক। উত্তরা ৬ নম্বর সেক্টরের কলেজটির মূল ফটকের সামনে আজ সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জড়ো হওয়া শুরু করেন অভিভাবকেরা।
২৭ মিনিট আগে
খুলনার শিরোমনির সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র পুড়ে যায়। আগুন নির্বাপণে খানজাহান আলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।
৩০ মিনিট আগে