লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে এনজিও কর্মকর্তা মো. ইউনুছ হত্যা মামলায় জাবেদ হোসেন নামের এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দীন এ রায় দেন।
জজকোর্টের পাবলিক প্রসিকিউটর আহমেদ ফেরদৌস মানিক রায়ের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এটি একটি আলোচিত হত্যাকাণ্ড। এনজিও কর্মকর্তা ইউনুছকে হত্যার পর মাটিচাপা দেন জাবেদ হোসেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে বলেও জানান তিনি।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জাবেদ হোসেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত শফিকুর রহমানের ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, গ্রামীণ মাল্টিপারপাস নামের একটি এনজিও পরিচালনা করতেন মো. ইউনুছ। আর ওই এনজিও থেকে ২০ হাজার টাকা কিস্তিতে নিয়েছিলেন জাবেদ হোসেন। আর প্রতি সপ্তাহ ২৫০ টাকা হারে পরিশোধ করতেন তিনি। ২০২৩ সালের ২৪ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল নিয়ে শহরের কালুহাজী সড়কের জাবেদের দোকানে কিস্তির টাকা নিতে যান মো. ইউনুছ। কিস্তির টাকা নিয়ে জাবেদের সঙ্গে ইউনুছের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাবেদ ইউনুছের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে দোকানের পেছনে তাঁকে মাটিচাপা দেন জাবেদ। ইউনুছের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন দোকানের পাশে পানিতে ফেলে দেন।
এদিকে ঘটনার পরের দিন নিহত ব্যক্তির স্ত্রী সুলতানা জামান সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। ওই ডায়েরির সূত্রে ধরে তদন্তে নামে পুলিশ। তদন্তে ইউনুছের সর্বশেষ মোবাইল ফোন রেকর্ড ছিল জাবেদের দোকান। এর সূত্র ধরে সাত দিন পর ওই দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় জাবেদ হোসেনকে পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জাবেদ হত্যার ঘটনা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, জাবেদের দোকানের পেছন থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় ইউনুছের লাশ উদ্ধার করে পুলিশ। এর পরের দিন নিহত ব্যক্তির স্ত্রী জাবেদ হোসেনকে একমাত্র আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।

লক্ষ্মীপুরে এনজিও কর্মকর্তা মো. ইউনুছ হত্যা মামলায় জাবেদ হোসেন নামের এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দীন এ রায় দেন।
জজকোর্টের পাবলিক প্রসিকিউটর আহমেদ ফেরদৌস মানিক রায়ের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এটি একটি আলোচিত হত্যাকাণ্ড। এনজিও কর্মকর্তা ইউনুছকে হত্যার পর মাটিচাপা দেন জাবেদ হোসেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে বলেও জানান তিনি।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জাবেদ হোসেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত শফিকুর রহমানের ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, গ্রামীণ মাল্টিপারপাস নামের একটি এনজিও পরিচালনা করতেন মো. ইউনুছ। আর ওই এনজিও থেকে ২০ হাজার টাকা কিস্তিতে নিয়েছিলেন জাবেদ হোসেন। আর প্রতি সপ্তাহ ২৫০ টাকা হারে পরিশোধ করতেন তিনি। ২০২৩ সালের ২৪ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল নিয়ে শহরের কালুহাজী সড়কের জাবেদের দোকানে কিস্তির টাকা নিতে যান মো. ইউনুছ। কিস্তির টাকা নিয়ে জাবেদের সঙ্গে ইউনুছের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাবেদ ইউনুছের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে দোকানের পেছনে তাঁকে মাটিচাপা দেন জাবেদ। ইউনুছের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন দোকানের পাশে পানিতে ফেলে দেন।
এদিকে ঘটনার পরের দিন নিহত ব্যক্তির স্ত্রী সুলতানা জামান সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। ওই ডায়েরির সূত্রে ধরে তদন্তে নামে পুলিশ। তদন্তে ইউনুছের সর্বশেষ মোবাইল ফোন রেকর্ড ছিল জাবেদের দোকান। এর সূত্র ধরে সাত দিন পর ওই দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় জাবেদ হোসেনকে পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জাবেদ হত্যার ঘটনা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, জাবেদের দোকানের পেছন থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় ইউনুছের লাশ উদ্ধার করে পুলিশ। এর পরের দিন নিহত ব্যক্তির স্ত্রী জাবেদ হোসেনকে একমাত্র আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
৫ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
১৮ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২১ মিনিট আগে