লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে বেলজিয়াম সুমন ও আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য রাসেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রাসেল চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া নূর মিয়া ব্যাপারী বাড়ির আবদুল খালেকের ছেলে। আর ইসমাইল হোসেন সদর উপজেলার কংশ নারায়ণপুর এলাকার আবদুর রব চৌধুরী বাড়ির সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বেলজিয়াম সুমনকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাঁকে ধরতে পারেনি। আজ ভোরে চন্দ্রগঞ্জের দত্তপাড়ায় সুমন অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় দুই রাউন্ড গুলি, ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে একই সময়ে দেত্তপাড়া এলাকা থেকে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য মো. রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর দেওয়া তথ্যমতে ওই এলাকার মোল্লা বাড়ি জামে মসজিদের পেছনের একটি পরিত্যক্ত ঘর থেকে একটি বিদেশি পিস্তল, দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র, অপহরণ, মাদক, চাঁদাবাজিসহ থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, পৃথক অভিযানে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি ইসমাইল হোসেন ওরফে বেলজিয়াম সুমন ও মো. রাসেল হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারি বেলজিয়াম সুমন ও রাসেল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে বেলজিয়াম সুমন ও আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য রাসেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রাসেল চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া নূর মিয়া ব্যাপারী বাড়ির আবদুল খালেকের ছেলে। আর ইসমাইল হোসেন সদর উপজেলার কংশ নারায়ণপুর এলাকার আবদুর রব চৌধুরী বাড়ির সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বেলজিয়াম সুমনকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাঁকে ধরতে পারেনি। আজ ভোরে চন্দ্রগঞ্জের দত্তপাড়ায় সুমন অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় দুই রাউন্ড গুলি, ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে একই সময়ে দেত্তপাড়া এলাকা থেকে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য মো. রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর দেওয়া তথ্যমতে ওই এলাকার মোল্লা বাড়ি জামে মসজিদের পেছনের একটি পরিত্যক্ত ঘর থেকে একটি বিদেশি পিস্তল, দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র, অপহরণ, মাদক, চাঁদাবাজিসহ থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, পৃথক অভিযানে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি ইসমাইল হোসেন ওরফে বেলজিয়াম সুমন ও মো. রাসেল হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারি বেলজিয়াম সুমন ও রাসেল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
২৪ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
১ ঘণ্টা আগে